এখনও আলোড়িত সেই মুহূর্ত,হৃতিক ও রেখার ঘনিষ্ঠ আলিঙ্গন ও ‘লিপ লক’

বলিউডের সবথেকে হার্টথ্রব ও মোস্ট হ্যান্ডসাম হৃতিক রোশনের ( Hrithik Rosha ) জনপ্রিয়তার কথা কে না জানে। মেয়েদের মধ্যে এই অভিনেতাকে নিয়ে উত্তেজনার শেষ নেই । বলিউডের অন্দরমহলেও বহু অভিনেত্রীর ক্রাশ এই গ্রিক দেবতা ওরফে হৃতিক রোশন। আর এই অভিনেতার উপরই উত্তেজিত হয়ে হামলে পড়েছিলেন বলিউডেরই অত্যন্ত মোহময়ি ও লাস্যময়ী অভিনেত্রী রেখা । হৃতিক রোশনের ( Hrithik Rosha ) মত আকর্ষণীয় সুপুরুষকে দেখে কে না উত্তেজিত হবে !তবে বেশ কিছু বছর আগে হৃতিক ও রেখার বেশ ঘনিষ্ঠ একটি ভিডিও ভাইরাল হয়ে যায় । যেখানে দেখা যায় কিংবদন্তী অভিনেত্রী রেখা মোস্ট হ্যান্ডসাম হৃতিক রোশনকে ঠোঁটে ঠোঁট চেপে চুমু খাচ্ছেন ( lip lock ) । এই ভিডিওটি সেসময় বেশ ভাইরাল হয়।
আরও পড়ুন……………আর ফেরা হল না দেশে, নবীনের পর আরও এক ভারতীয় পডুয়ার মৃত্যু ইউক্রেন-রাশিয়া যুদ্ধে
বলিউডের অন্যতম সেরা আকর্ষণীয় অভিনেত্রীর মধ্যে রেখা অন্যতম একথা সকলেই জানে। পুরুষ অভিনেতাদের মধ্যে রেখাকে নিয়ে উন্মাদনার শেষ নেই। তেমনই বিতর্কও তার নিত্যসঙ্গী। ইন্ডাস্ট্রির অন্দরমহলে নব্বই দশকের এই লাস্যময়ীকে নিয়ে কান পাতলেই অনেক কথা শোনা যায়। তার বিয়ে না করা ও সিঙ্গেল লাইফ নিয়ে মাঝে মাঝেই বিতর্ক শোনা যায়। অন্যদিকে গ্রিক দেবতা বলে খ্যাত মোস্ট হ্যান্ডসাম পুরুষ হৃতিক রোশনের ( Hrithik Rosha ) জীবনেও রয়েছে নানা রকমের ওঠাপড়া । অভিনেতার ডিভোর্স ও লাভ এফেয়ার নিয়েও অনেক গুঞ্জন শোনা যায় ।
আরও পড়ুন………Russia-Ukraine War: ভারতীয় ছবির শুটিং করা কি সম্ভব হবে আর ইউক্রেনে, জেনে নিন
প্রবীণ অভিনেত্রী রেখা হৃতিক রোশনকে ( Hrithik Roshan ) নিজের ছেলের মতই দেখেন। তিনি তাকে যথেষ্ট স্নেহ করেন বলেও দাবি করেন । একবার এক অ্যাওয়ার্ড শো’তে একসাথে একই ছাদের নীচে ছিলেন হৃতিক ও রেখা । সেখানেই অনুষ্ঠান পর্বের শেষে দুজনকে বেশ ঘনিষ্ঠ অবস্তায় আলিঙ্গন ( close hug ) করতে দেখা যায় । এ দৃশ্য পাপ্পারাৎজিদের নজর এড়িয়ে যায়নি । নেট দুনিয়ায় এই দৃশ্য বেশ ভাইরাল হয়েছিল । ক্যামেরায় ধরা পড়ে রেখা খুবই ঘনিষ্ঠ অবস্তায় ঠোঁট স্পর্শ করছেন হৃতিকের । তবে পরে তিনি বহুবার দাবি করেছেন যে তিনি হৃতিককে ( Hrithik Rosha ) নিজের ছেলের মতই দেখেন । তাই স্নেহস্বরূপ তিনি ঐভাবে আলিঙ্গন করেন ।