ময়দানে চলছে অনুশীলন, অনুষ্কার মতো কি অন্য কোনও ক্রিকেটরের বায়োপিকে হাত দিয়েছেন জাহ্নবী?

অনীশ দে, কলকাতা: কফি উইথ করণের সম্প্রতি সিজনে জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) নিজের জীবনের একাধিক বিতর্ক আলোকপাত করেছিলেন। তবে সেই নিয়ে বিশেষ কোনও গুঞ্জন শোনা যায়নি। এইবার সবাইকে অবাক করে দিলেন অভিনেত্রী (Janhvi Kapoor)। হাতে ব্যাট নিয়ে নেট প্রাক্টিস করতে দেখা যায় শ্রীদেবী কন্যাকে। আর সেই নিয়েই শুরু হয় আলোচনা। অনুষ্কা শর্ম, তাপসী পান্নুর পর কি এবার জাহ্নবীকে এক ক্রিকেট খেলোয়াড়ের ভূমিকায় দেখতে চলেছেন দর্শক। কোন মহিলা ক্রিকেটারের বায়োপিকে কাজ করছেন তিনি? শুরু হয়েছে জল্পনা। ইন্টারনেটে এই প্রশ্ন কিছুক্ষণ ঘুরপাক খাওয়ার পরেই জানা যায়, তিনি (Janhvi Kapoor) কোনও বায়োপিকে কাজ করছেন না।
তবে ছবির জন্যই ব্যাট হাতে তুলে নিয়েছেন জাহ্নবী, তেমনটাই জানা গিয়েছে। আসন্ন ছবি মিস্টার অ্যান্ড মিসেস মাহি (Mr. and Mrs. Mahi) ছবির কারণেই ক্রিকেট অনুশীলনে মন দিয়েছেন জাহ্নবী। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করতে চলেছেন রাজকুমার রাও (Rajkumar Rao)। এর আগে রুহি ছবিতে জুটি বেঁধেছিলেন তাঁরা। ধরক ছবির মাধ্যমে বলিউড অভিষেক হয়েছিল জাহ্নবীর। কিন্তু সেই ছবি বক্স অফিস এবং সমালোচকদের মনে দাগ কাটতে ব্যর্থ হয়। এরপর থেকেই চরিত্রের জন্য প্রস্তুতি পর্বে মন দেন জাহ্নবী। এর আগে গুঞ্জন সক্সেনা: দ্যা কার্গিল গার্ল ছবির জন্যেও বিশেষ প্রস্তুতি নিয়েছিলেন অভিনেত্রী।
বলাই বাহুল্য, এখন তিনি বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর গুড লাক জেরি ছবিটি। যা এক তামিল ছবির রিমেক। ছবিতে জাহ্নবীর অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে দর্শকরা। স্টার কিড হওয়া সত্বেও প্রতি মুহূর্তে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছেন জাহ্নবী, যা তাঁকে আর পাঁচজনের চেয়ে সর্বদা আলাদা করে। এর আগে অবশ্য নিজের ক্রিকেট অনুশীলন চলাকালীন ফ্রেমবন্দি মুহূর্ত নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন জাহ্নবী।
VIDEO- #JanhviKapoor spotted at her cricket practice session today❤️#MrAndMrsMahi
Via @manav22 pic.twitter.com/ZygbXvevME— Janhvi Kapoor Universe (@JanhviKUniverse) October 4, 2022
মিস্টার অ্যান্ড মিসেস মাহি ছাড়াও আরেকটি ছবির শ্যুটিং শুরু করেছেন জাহ্নবী। বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধে বাওয়াল ছবির শ্যুটিং করছেন তিনি। যতদিন যাচ্ছে জাহ্নবীর অভিনয়ের ধার যে বাড়ছে, তা বলাই বাহুল্য। একের পর এক বিগ বাজেট ছবির অংশ তিনি। এখনও পর্যন্ত তাঁর একাধিক ছবি ওটিটি-তে সাফল্য পেয়েছে। তবে খুব কম ছবিই বক্স অফিসে নিজের ছাপ ফেলতে পেড়েছে। এখন দেখার অপেক্ষা অভিনেত্রীর আসন্ন ছবি দর্শকদের মনে এবং বক্স অফিসে দাগ কাটতে পারে কি না?