John Abraham- KBC-এর মঞ্চে চোখে জল জন আব্রাহামের, হতভম্ব অমিতাভ বচ্চন

নেহা চক্রবর্তী, কলকাতা- বর্তমানে চলা রিয়েলিটি শো-গুলির মধ্যে কউন বানেগা ক্রোড়পতি (KBC) খুবই জনপ্রিয় একটি রিয়্যালিটি অনুষ্ঠান। বহু বছর ধরেই চিরন্তন ভাবে নিজের ঐতিহ্যকে বজায় রেখে সকলের প্রিয় হয়ে উঠেছে এই শো। এর পরিচালনায়(Host) রয়েছেন ‘বিগ বি’(Amitabh Bachchan)। দীর্ঘ ২১ বছরের পুরোনো অনুষ্ঠানটি প্রথমে স্টার প্লাস এবং বাদে সোনি টিভি চ্যানেলে ব্রডকাস্ট(Broadcast) হওয়া শুরু করে। অনুষ্ঠানটি মূলত সাধারণ জ্ঞান বা বলা যেতে পারে জেনারেল নলেজের ভিত্তিতে ধরে চলে। যেখানে অমিতাভ বচ্চন তাঁর অপরপ্রান্তে বসে থাকা ব্যাক্তিটিকে নানা সাধারণ জ্ঞান মূলক প্রশ্ন ধরেন। প্রশ্নের সঠিক দিতে পারলেই অংশগ্রহণকারী(Participant) জিতে যান বড় অঙ্কের টাকা। আর প্রশ্নের উত্তর ভুল দিলে বিয়োজন হয় সেই টাকা।

সম্প্রতি কেবিসি-র মঞ্চে উপস্থিত হয়েছিলেন বলিউডের অন্যতম বিখ্যাত অভিনেতা “জন  আব্রাহাম”(John Abraham)। একাধিক সিনেমায় নানা চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে আসছেন বরাবর। বলিউড চর্চিত মানুষেরা এটা ভালো করেই জানেন এককালে বিপাশা বসুর সঙ্গে বেশ সুমধুর ভালোবাসার সম্পর্ক ছিল জন আব্রাহামের। কিন্তু সময়ের সাথে সম্পর্কে আসে বাঁধা বিপত্তি, যার জেরে ভেঙে যায় তাঁদের সম্পর্ক। তাহলে কি তাঁর কথা ভেবেই সেদিন কেঁদে ফেললেন জন, প্রথম দিকে উঠছিল এমনই কিছু প্রশ্ন।

অমিতাভ বচ্চনের অনুষ্ঠান,রিয়্যালিটি অনুষ্ঠান,জনপ্রিয় অনুষ্ঠান,জনপ্রিয় অভিনেতা,জন আব্রাহামের বই,কে অমিতাভ বচ্চন,Amitabh Bachchan's Show,Reality Show,Popular Show,Popular Actor,John Abraham's movie,who Amitabh Bachchan,Bengali News,News,John Abraham Cried,John Abraham Cried in KBC show,John Abraham Upcoming Movie,Amitabh Bachchan Upcoming Movie,Movie of john and Amitabh,KBC Show,জন আব্রাহাম কেঁদে ফেললো,অমিতাভ বচ্চন অবাক,জন আব্রাহাম এবং অমিতাভ বচ্চন,অশ্রু চোখে জন আব্রাহাম,সত্যমেব জয়তে ২,Satyamev Jayate 2

উল্লেখ্য, এত শক্তপোক্ত মানুষটির কান্না দেখে বেশ স্তম্ভিত হয়ে যায় শো-এর পরিচালক অমিতাভ বচ্চন। মূলত “কউন বানেগা ক্রোড়পতি”-এর স্পেশাল এপিসোডে তাঁর সিনেমা “সত্যমেব জয়তে ২”- এর প্রচার করতে এসেছিলেন তিনি। সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর নায়িকা দিব্যা খসলা কুমারও। আড্ডার সাথেই চলছিল খেলা। কথায় কথায় জন আব্রাহাম জানান কেবিসি খেলে যা অর্থ তারা পাবেন সম্পূর্ণ তারা দান করবেন পশুসেবী সংস্থায়। ওই সংস্থাটি চালান পশুপ্রেমী সমীর ভোহরা।

শো চলাকালীন মঞ্চের বিগ স্ক্রিনে একটি ভিডিও ফুটেজ দেখানো হয় সকলকে। ভিডিওটিতে দেখানো হচ্ছিল কতটা স্বার্থপরায়ণ এবং বর্বর পশু শিকারীরা, যারা নিজেদের স্বার্থের জন্য পশুদের উপর নির্মম অত্যাচার করতে পিছুপা হয় না। ভিডিওটি দেখে রীতিমতো কেঁদে ফেলেন জন আব্রাহাম। এতটাই মর্মস্পর্শী ছিলো ফুটেজ টি যা দেখে উপস্থিত সত্যমেব জয়তে ২- এর প্রযোজক নিখিল আডবানিও কেঁদে ফেলেন। আগত সকল দর্শকদের মনে গভীর ভাবে দাগ কেটে যায় ভিডিওটি। জন আব্রাহামকে ওই অবস্থায় দেখে অমিতাভ বচ্চন স্বয়ং নিজে সিট থেকে নেমে জন কে শান্ত করে।

আরও পড়ুন…..Yami Gautam: জন্মদিনে ইয়ামি গৌতম, অভিনেত্রীর এই ৫ ছবি মুগ্ধ করবেই আপনাকে

পরিস্থিতি স্বাভাবিক হলে জন পশুদের উপর অত্যাচার নিয়ে বলেন ”পশু হত্যা করে মানুষ তাদের পুরুষত্ব প্রমাণ করে। আমিও কিন্তু একজন পুরুষ। আমি এমন অনেক কিছু পারি যা অন্য কেউ পারেনা। কিন্তু পুরুষত্ব প্রমাণ করার জন্য নির্বাক পশুদের খুন করা ভীষণভাবে অন্যায়।” প্রসঙ্গত উল্লেখ্য, কেবিসি-এর এই এপিসোডটি ভীষণ রূপে শিক্ষণীয়। পশুরা কথা না বলতে পারার ফলে তাদের উপর যে অত্যাচার করা হয় তা যথেষ্ট প্রতিবাদ যোগ্য । আব্রাহাম সেই অবলা পশুদের জন্য তার জেতা অর্থের পুরোটাই দান করে দেবেন সিদ্ধান্ত নিলেন, যা যথেষ্ট প্রশংসাযোগ্য।




Back to top button