কাজের অভাবে ভুগছেন জুহি! “যৌবনের করা ভুলের জেরেই এই দশা”, অকপট স্বীকারোক্তি অভিনেত্রীর

মন্টি শীল, কলকাতা : বলিউড, সাধারণত বিনোদনের এই জগৎকে কেন্দ্র করে দর্শক মহলে উৎসাহের অন্ত নেই। যার অন্যতম কারণ হল বলিউডের নিত্যনতুন সিনেমা থেকে শুরু করে, বলি তারকাদের ব্যক্তিগত জীবন সম্পর্কিত অজানা তথ্য। প্রায় প্রতিনিয়তই নিত্য নতুন কেচ্ছার কাহিনী নিয়ে বলি তারকারা চলে আসেন লাইমলাইটের সংস্পর্শে। এইরকম একজন জনপ্রিয় বলিউড অভিনেত্রী (Bollywood Actress) হলেন জুহি চাওলা (Juhi Chawla)। বিনোদন জগতের এই জনপ্রিয় অভিনেত্রী তার অভিনয় এবং সৌন্দর্যের দরুন জায়গা করে নিয়েছেন অগণিত দর্শকদের মনে।
সম্প্রতি বিনোদনের জগৎ থেকে সাময়িক বিরতি নিলেও আজও অনুরাগীদের মাঝে বেশ চর্চিত এই বলি অভিনেত্রী। ইদানিং বেশ কিছু দিন আগে অভিনেত্রী জুহি চাওলা (Juhi Chawla) এক সাক্ষাৎকারের মুখোমুখি হয়েছিলেন। সেখানেই অভিনেত্রীর জীবনে ঘটে যাওয়া কিছু অজানা ঘটনার খবর সামনে এসেছে। যা শোনার পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে তার অনুরাগী মহলে। এমনকী অভিনেত্রী নিজেও ভীষণ রকম ভাবে অনুতপ্ত তার জীবনে ঘটে যাওয়া এই ঘটনার দরুন। কিন্তু এমন কি ঘটনা ঘটল যার জেরে আজও আফশোস করতে হচ্ছে এই অভিনেত্রীকে?
জানা গিয়েছে, অভিনেত্রী যখন তার কেরিয়ারের শিখরে পৌছে গিয়েছিলেন সেই সময় তার কাছে কিছু জনপ্রিয় সিনেমার প্রস্তাব এসেছিল, যেমন অভিনেতা আমির খান অভিনিত সিনেমা ‘রাজা হিন্দুস্থানি’ এবং অভিনেতা শাহরুখ খান অভিনিত সিনেমা ‘দিল তো পাগল হ্যায়’। অভিনেত্রী বলেছেন, ‘সেই সময় তিনি এই দুই ব্লকবাস্টার বলিউড সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।’ আর এই দুই সিনেমা ফিরিয়ে দেওয়ার জন্য আজও অনুতপ্ত অভিনেত্রী। তিনি কার্যত এটিকে নিজের ভুল সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন। এমনকি অভিনেত্রী এইদিন অভিনেত্রী মাধুরী দীক্ষিত সম্পর্কেও নিজের অভিব্যক্তি প্রকাশ করেন।
জুহির মতে, ‘সিনেমার এই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর অভিনেত্রী মাধুরী দীক্ষিত তার থেকেও বড় ব্লকবাস্টার সিনেমা বক্স অফিসে উপহার দিয়ে নিজের কেরিয়ারে অনেকটাই এগিয়ে গিয়েছেন।’ তবে সম্প্রতি এই বলিউড অভিনেত্রী অভিনয়ের জগৎ থেকে বিরতি নিয়েছেন। জানা গিয়েছে, অভিনেত্রী জুহি চাওলা বর্তমানে একজন পরিবেশবিদ হিসেবে কাজ করছেন। তবে বলিউডের একজন সফলতম একজন অভিনেত্রী হওয়া সত্তেও তার ২৫ বছর আগে নেওয়া ভুল সিদ্ধান্তের দরুন যে আজও অনুতপ্ত তা অভিনেত্রীর এই দিনের বক্তব্যে স্পষ্ট।