Kangana Ranaut marriage: বিয়ের বন্ধনে বাঁধতে চলেছেন কঙ্গনা, জানেন কি পাত্রের নাম?

আদিত্য পাঞ্চলি, অধ্যায়ন সুমন থেকে বলিউড সুপারস্টার ঋত্বিক রোশন সকলের সাথেই নাম জড়িয়ে ছিল কঙ্গনার। কিন্তু সম্পর্ক টেকেনি। আদিত্যের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন। এমনকী, কঙ্গনাকে (Kangana Ranaut ) পাল্টা দিয়েছিলেন তাঁর স্ত্রী জরিনা ওয়াহিবও। একদা অধ্যায়ন বলেছিলেন, “কঙ্গনার সঙ্গে সম্পর্কটা বেজায় টক্সিক হয়ে গিয়েছিল। অপরদিকে, ঋত্বিক রোশনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন চলে গিয়েছিল কোর্ট -কাছারি পর্যন্ত। এরপর বেশ অনেকটা সময়ই কাটালেন সিঙ্গেল(single)। তবে এবার ফের প্রেমের বাঁধনে নিজেকে বেঁধে নিয়েছেন “বলিউড কুইন”(Bollywood Queen)। এমনকী, বিয়ে করার কথাও ভাবছেন স্বপ্নের পুরুষের সঙ্গে। সন্তান-সংসার সব পরিকল্পনা হয়ে গিয়েছে। আজ্ঞে বিয়ে করছেন কঙ্গনা রানাউত।

Kangana Ranaut,Kangana Ranaut relationship,Kangana Ranaut marriage,bollywood,কঙ্গনা রানাউত,কঙ্গনার বিয়ে,বিয়ে করছেন কঙ্গনা রানাউত,bengali news today

নিজেরমুখেই এই কথা জানিয়েছেন অভিনেত্রী। আগামী পাঁচ বছরের মধ্যে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন, একথা নিজেই জানিয়েছেন তিনি। সংবাদমাধ্যমের তরফেই তাঁর দিকে প্রশ্ন গিয়েছিল যে, কবে সাত পাকে বাঁধা পড়ছেন অভিনেত্রী? আর সেই প্রশ্নের উত্তরেই ফাঁস করেন নিজের প্রেমের সম্পর্কের কথা। পাশাপাশি, তিনি আরও বলেন, “আগামী পাঁচ বছরের মধ্যেই সব হবে। আমিও সংসার করতে চাই। একাধিক সন্তানের মা হতে চাই।  স্বপ্ন দেখি, আমার স্বপ্নের পুরুষ সংসার, সন্তান সামলাবে আমার সঙ্গে। যে থাকবে আমার ভাল-মন্দ সবটা ঘিরে।”

Kangana Ranaut,Kangana Ranaut relationship,Kangana Ranaut marriage,bollywood,কঙ্গনা রানাউত,কঙ্গনার বিয়ে,বিয়ে করছেন কঙ্গনা রানাউত,bengali news today

কিন্তু কঙ্গনার এই স্বপ্নের পুরুষটি কে? কার সাথেই চলছে তাঁর প্রেম? এই প্রসঙ্গে কিন্তু নিজের মুখে কুলুপ এঁটে রেখেছেন কঙ্গনা রানাউত। শুধু সংযত হয়ে উত্তর দিয়েছেন, “স্বপ্নের রাজপুত্রকে পেয়ে গিয়েছি। খুব শিগগিরিই তাঁর সঙ্গে আপনাদের পরিচয় করাব।” ব্যস অমনি তাঁকে নিয়ে শুরু জল্পনা। বিতর্কিত অভিনেত্রীর সঙ্গে নাম জড়ালেন কে? তা জানতে বেজায় কৌতূহলী সবাই।

আরও পড়ুন…অতিমারি কাটিয়ে ফের ফিরছে বইমেলার আসর, একনজরে কলকাতা বইমেলার নির্ঘন্ট

একাধিকবার বিতর্কে জড়িয়েছেন কঙ্গনা। ব্যাক্তিগত জীবন কিংবা পেশাগত জীবন সকল স্থানেই কোনো না কোনো বিতর্কের মধ্যে এসেছে তাঁর নাম। প্রেমের বন্ধনে আগেও নিজেকে বেঁধে ছিলেন। কিন্তু প্রতিবারই ভেঙে গেছে সেই সম্পর্ক। এবার আশা কিংবা স্বপ্ন সংসার বাঁধার। “বলিউড কুইন” থেকে “কন্ট্রোভার্সি কুইন”। একাধিক জাতীয় পুরস্কার এবং দিন শেষে তাঁর ঝুলিতে পদ্মশ্রী। এবার সেই অভিনেত্রীই বাঁধতে চলেছেন সংসার।




Back to top button