Kangana Ranaut : জলে ডুবে মরা উচিত! পুরস্কার ছিনিয়ে নিয়েছে দীপিকা, ক্ষোভ উগরে কটাক্ষ কঙ্গনার

বলিউডের প্রথম সারির অভিনেত্রী কঙ্গনা রানাউত ( Kangana Ranaut )। নিজের বিতর্কিত মন্তব্যের জেরে প্রায়শই শিরোনামে থাকতে দেখা যায় অভিনেত্রীকে। একপ্রকার ঠোঁটকাটা কথা বাত্রার জন্য বহুবার সমালোচনার মুখেও পড়েছেন অভিনেত্রী। তবে তাতে কিছুই আসে যায় না! নিজের যেটা মনে হয় সেটা স্পষ্ট জানিয়ে দেন কঙ্গনা। সম্প্রতি বলিউডের আরেক প্রথমসারির অভিনেত্রী দীপিকা পাডুকোনের (Deepika Padukone) বিরুদ্ধে সুর চড়ালেন কঙ্গনা।

নেপোটিজম থেকে কাস্টিং কাউচ সব নিয়েই মন্তব্য করেছেন কঙ্গনা। তবে এবার দীপিকাকে অন্য কারণে তুলোধনা করলেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন। ২০১৪ সালে কঙ্গনা অভিনীত ‘কুইন’ ছবি রিলিজ হয়েছিল। ছবিতে নিজের অভিনয়ের জন্য প্রশংসিতও হয়েছিলেন অভিনেত্রী। তবে সেই বছরেই দীপিকা পাডুকোনের ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’ রিলিজ হয়। ছবিতে দীপিকা ছাড়াও শাহরুখ খান ও সোনু সুদকে দেখা গিয়েছিল।

Kangana Deepikaদুটি ছবির মধ্যে কুইন বক্স অফিসে হিট হয়েছিল, দর্শকদের কাছেও বেশ সমাদৃত হয়েছিল। ‘কুইন’ পর নিজের ফিল্মি কেরিয়ারের জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন অভিনেত্রী। কিন্তু অ্যাওয়ার্ড শোয়ের মঞ্চে কঙ্গনার কুইন নয় বরং দীপিকা অভিনীত হ্যাপি নিউ ইয়ার ছবিটি পুরস্কৃত হয়। আর অ্যাওয়ার্ড পেয়ে দীপিকা নিজেই আওয়ার্ডটি কঙ্গনা ও তার কুইন ছবির সাথে যুক্ত সকলের প্রতি উৎসর্গ করেন।

এখানেই শেষ নয়, অ্যাওয়ার্ড পাবার পর এক সাক্ষাৎকারে কঙ্গনাকে নিয়ে প্রশংসাও করেন দীপিকা। অভিনেত্রী বলেন, ‘ আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে উনি দারুন  অভিনয় করেছেন। শুধু এই একটা অ্যাওয়ার্ড কেন, আমার মতে এবছরের সব অ্যাওয়ার্ডই ওনার পাওয়া উচিত ‘। দীপিকার করা প্রশংসা কিন্তু মোটেও ভালোভাবে নেননি কঙ্গনা।

Kangana Ranaut এর মন্তব্য 

Kangana Ranaut Talikngএমনিতেই অ্যাওয়ার্ড  হাতছাড়া হবার ক্ষোভ ছিলই। ভালো অভিনয় করেও কম জনপ্রিয় ছবির অভিনেত্রী অ্যাওয়ার্ড পেয়েছে। তাঁর ওপর প্রকাশ্যে সেই অ্যাওয়ার্ড উৎসর্গ করছে কঙ্গনাকে। শেষমেশ দীপিকার প্রশংসার বদলে একরাশ ঘৃণা প্রকাশ করে মন্তব্য করেছিলেন কঙ্গনা। কঙ্গনা বলেন, ‘ হ্যাপি নিউ ইয়ারের জন্য ও পুরস্কার পাবে!  এক আঁজলা জলে ডুবে মরা উচিত ওর। কি করে অ্যাওয়ার্ড নেয় হ্যাপি নিউ ইয়ার এর মত ছবির জন্য? ‘

এখানেই শেষ নয়! কঙ্গনা আরও  জানান, ‘  আপনি নিজেই ভেবে দেখুন, অন্তত এটুকু সাধারণ জ্ঞান থাকা দরকার। ‘কুইন’ ছবি থাকতে পুরস্কৃত করা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার ছবি। মানুষের কাছে নিজের ইজ্জ্ত বাঁচাতে এটা বলতেই হত, তাই বলেছে। সত্যিটাই তো বলেছে, এর জন্য কি আমায় ওকে জড়িয়ে ধরতে হবে নাকি!’




Leave a Reply

Back to top button