Kangana Ranaut : রিয়ালিটি শো হোস্ট কুইন নিজে! বিতর্ক সৃষ্টির সম্ভবনা চরমে

রাখী পোদ্দার, কলকাতা : বিগ বস ( Bigg Boss) সিজন ( Season) ১৫এর উত্তেজনা অবশেষে শেষ হয়েছে( Kangana Ranaut )। সিজন ১৫এর বিজয়ী হয়েছেন তেজস্বী প্রকাশ ( Tejasswi Prakash)। ফলাফল ঘোষণার পরেই বিজয়ী সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় ( Social Media) জন্ম নিয়েছে বিশাল ক্ষোভ। এরমধ্যেই সময় নষ্ট না করে হিন্দি ছোটো পর্দার সম্রাজ্ঞী একতা কাপুর ( Ekta Kapoor) ঘোষণা করলেন তাঁর নিজস্ব টিভি রিয়েলিটি শোর ( New Reality Show) কথা। তিনি জানিয়েছেন, এই রিয়েলিটি শো হবে একেবারে নির্ভিক!

Kangana Ranaut : কুইনের হাতে কামান-

Kangana Ranaut

শোয়ের নির্মাতারা হোস্ট হিসেবে বেছে নিয়েছে বলিউডের ( Bollywood) অন্যতম নির্ভীক অভিনেত্রী কঙ্গনা রানাউতকে ( Kangana Ranaut)। কঙ্গনা রানাউত বি-টাউনের ( B-Town) অন্যতম বহুমুখী অভিনেত্রী। তিনি তাঁর প্রতিটি ছবিতে তাঁর অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন বারবার। অভিনেত্রী, পরিচালক, প্রযোজকের ভূমিকায় সাফল্য অর্জনের পর এই প্রথমবার টিভি রিয়েলিটি শো ( New Reality Show) হোস্ট ( Host) করতে চলেছেন কঙ্গনা রানাউত।

Kangana Ranaut : সমরে কুইন

বি-টাউনের কুইন ( Queen) কঙ্গনা রানাউতের ( Kangana Ranaut) পাইপলাইনে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। বর্তমানে তিনি তাঁর আসন্ন প্রজেক্ট “টিকু ওয়েডস শেরু” ( Tiku Weds Sheru) সিনেমায় প্রযোজকের ভূমিকায় রয়েছেন। এই সিনেমায় মূখ্য ভূমিকায় অভিনয় করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী ( Nawazuddin Siddiqui) এবং অবনীত কৌর ( Avneet Kaur)। এছাড়াও কঙ্গনাকে দেখা যাবে “তেজস” ( Tejas)এ। যেখানে তাকে একজন এয়ার ফোর্স পাইলট ( Air Force Pilot) হিসেবে দেখা যাবে। ছবিটি ২০২২ সালের ৫ই অক্টোবর মুক্তি পাওয়ার কথা।

Kangana Ranaut : শোয়ের ফরম্যাট –

Kangana Ranaut

এটি সম্পূর্ণভাবে স্ট্রিম ( Stream) করা হবে একটি ওটিটি প্ল্যাটফর্মে ( OTT Platform)। একটি সূত্র বলিউড হাঙ্গামাকে ( Bollywood Hungama) জানিয়েছে, এই শোয়ের ধরন অনেকটা বিগ বস শোয়ের মতোই। এই রিয়েলিটি শোতেও ( New Reality Show) কতজন মানুষকে এক জায়গায় আট থেকে দশ সপ্তাহের জন্য রাখা হবে। পুরো জায়গাটি থাকবে ক্যামেরার ( Camera) টহলদারির মধ্যে। এখানেও প্রতিযোগিদের দেওয়া হবে কতকগুলি টাস্ক যেগুলি তাদের করতে হবে। এটি একটি ২৪×৭ লাইভ শো ( Live Show)। এই শো টি দেখা যাবে অল্ট বালাজি ( Alt Balaji) এবং এম এক্স প্লেয়ার ( MX Player) অ্যাপে।

আরও পড়ুন : Union Budget 2022 : একনজরে মোদি সরকারের সব বাজেট, দেখে নিন ২০১৪ থেকে ২০২১ পর্যন্ত মোদীর বাজেট যাত্রা




Leave a Reply

Back to top button