পরিচালনা ছেড়ে হেড়ে গলায় গান ধরলেন করণ! হুনারবাজের সেটে পরিচালকের কীর্তি দেখে হেসে খুন নেটবাসী

প্রিয়া ধর, কলকাতাঃ অনেকদিন পরেই ফের বিচারকের আসন দখল করেছেন বলিউডের নামজাদা পরিচালক করণ জোহর ( Karan Johar )। হিন্দি ইন্ডাস্ট্রির নামী পরিচালক হিসেবে করণ জোহরে বিশাল পরিচিতি। নিজে পরিচালনা করলেও বড় পর্দায় অবশ্য কখনও নিজেকে প্রকাশ্যে আনেননি। তবে বরাবরের মতই চমক দিতে বেশ ভালবাসেন এই মানুষটি। অথিতি হিসেবে প্রায়শই দেখা যায় হিন্দি ইন্ডাস্ট্রির এই নামী পরিচালককে।
বহু রিয়েলিটি শো’র বিচারকের আসনে বসতে দেখা গেছে তাকে। আর বিচারক হিসেবে করণের জুরি মেলা ভার। আবারও তিনি বিচারক হিসেবে নিজের ভূমিকা পালন করছেন সম্প্রতি শুরু হওয়া রিয়েলিটি শো ‘হুনারবাজঃ দেশ কি শান’ ( Hunarbaaz: Desh Ki Shaan ) এর মঞ্চে। দর্শক খুবই আপ্লুত করণকে আবারও পুরনোরুপে ফিরে পেয়ে। সদ্য শুরু হওয়া এই শো’টির টিআরপি ইতিমধ্যেই বেড়ে গিয়েছে করণের উপস্থিতিতে। করণ ছাড়াও বিচারকের আসনে মিঠুন চক্রবর্তী ও পরিণীতা চোপড়া।

আরও পড়ুন………পৃথিবীর এই পাঁচটি জায়গার নাম জানলে আপনিও চমকে যাবেন, দেখে নিন ছবি
ধর্মা প্রোডাকশনের কর্নাধার যেখানে থাকবে সেখানে হাসি ঠাট্টা হবে না তা হয় না। সম্প্রতি ‘দেশ কি শান’ এর সেটে এসেছিলেন অয়ন মুখোপাধ্যায় ‘ব্রক্ষ্মাস্ত্র’ ছবির প্রচারে। আর তখনই মজা করার সুযোগ ছাড়েননি করণ। অফ ক্যামেরায় পরিনীতি ও কমেডিয়ান ভারতীর অনুরোধে গান গেয়ে উঠলেন পরিচালক করণ জোহর। ব্যস করণের ধেরে গলায় গান প্রকাশ্যে আসতেই হু হু করে ভাইরাল হয়ে পড়ে। ভিডিও’তে করণকে গান গাইতে দেখে হেসে খুন নেটিজেনরা।
View this post on Instagram
অনেকেই লিখেছেন পরিচালক করণ কবে গানের এ্যালবাম প্রকাশ করতে চলেছেন। আবার অনেকেই লিখেছেন করণের গলায় গান শুনতে খুবই বিরক্তিকর। সম্প্রতি করণকে অনেকদিন কোনও রিয়েলিটি শো’তে দেখা যায়নি। দীর্ঘ বিরতির পর আবারও তাকে রিয়েলিটি শো’তে দেখা যাচ্ছে। জানা গেছে আগামীর কিছু প্রজেক্টের কথা মাথায় রেখেই তিনি বিরতি নিয়েছিলেন। তবে অনেক নতুন কাজ নিয়ে আবারও প্রচারে আসার সম্ভাবনা রয়েছে সেই ইঙ্গিত পরিষ্কার করে দিলেন।
আরও পড়ুন……………প্লাস্টিক সার্জারি করতে গিয়ে মুখ পুড়লো জাহ্নবী’র, নেট পাড়া জুড়ে কটূক্তির শিকার শ্রীদেবী কন্যা
প্রসঙ্গত সামনেই মুক্তি পাবে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রক্ষ্মাস্ত্র’ ( Brahmstra )। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির প্রচার। কিছুদিন আগেই ছবির পোস্টার ও ট্রিজার সামনে এসছে। অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে কবে মুক্তি পাবে আলিয়া ও রণবীর অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘ব্রক্ষ্মাস্ত্র’। ‘দেশ কি শান’ এর সেটে বন্ধু করণের সাথে বেশ জোর কদমে ব্রক্ষ্মাস্ত্রের জন্য অপেক্ষা করতে বললেন অনুরাগীদের।