মালদ্বীপে করিনা,বিকিনিতে রুপের আগুন ঝরালেন সাইফ বেগম

বলিউডের ( Bollywood ) অন্যতম হট ও সেক্সি অভিনেত্রীদের মধ্যে প্রথম সারিতেই যার নাম উঠে আসবে তিনি হলেন করিনা কাপুর ( Karina Kapoor )। তার রুপে মুগ্ধ গোটা বলিউড। এমনিতেই তার যৌবন আর রুপের ঝলকে মজে আছে ভক্তকুল। তার উপর যদি অভিনেত্রী ( Karina Kapoor ) লাস্যময়ি ও আবেদনময়ী রুপে ধরা দেন তাহলে তো কথাই নেই । একেবারে সোনায় সোহাগা। এবার তাই করলেন অভিনেত্রী। খোলামেলা বিকিনিতে রুপের ঝলকে আগুন ঝরালেন ৪৫বছরের এই অভিনেত্রি।সম্প্রতি মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছেন অভিনেত্রী ( Karina Kapoor ) । তিনি অবশ্য একা যাননি। সঙ্গে ছিলেন দিদি করিশ্মা ( Karisma Kapoor ) ও নাতাশা পুনওয়ালা ( Natasha Poonawala ) । আর এই তিন জন মিলেই মালদ্বীপের বুকে ঝড় তুলছেন।
আরও পড়ুন…………লাগল যে দোল! লাবণ্যময় বসন্তের অম্লান উদযাপন লগ্নে মাতোয়ারা বঙ্গবাসী
ব্যস্ততম জীবন থেকে প্রায়শই সময় বার করে দূরে কোথাও ঘুরে আসতে দেখা যায় অভিনেত্রীকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। কাজের মাঝেই সময় বার করে সঙ্গিনীদের নিয়ে চলে গেলেন মালদ্বীপ। সেখানে যে তারা বেশ আনন্দেই আছে বোঝাই যাচ্ছে। ভেকেশনের ছবি দিয়ে সামাজিক মাধ্যমে ঝড় তুলেছেন বেবোজি। বেবোর হলুদ বিকিনিতে দিশেহারা হয়ে যাচ্ছে নেটিজেনরা। অবশ্য বেবোই কেবল নয়, সেই সঙ্গে টেক্কা দিচ্ছে কারিশ্মা ও নাতাশা। নাতাশার মনোকনিটে ডুবেছেন নেট দুনিয়া। আর করিশ্মার লং বিচ ড্রেস যেন সৌন্দর্যকে অভিনন্দন জানাচ্ছে। করিশ্মাকে আগেও করিনার সাথে ছুটি কাটাতে দেখা গেলেও নাতাশাকে খুব একটা দেখা যায়নি। করিনার ঘোরাঘুরির ছবি নেট নাগরিকরা ইতিমধ্যেই কমেন্ট করেছেন।
আরও পড়ুন…………হোলিতে নজর কেড়ে বরাবর শীর্ষে থাকেন এই তারকারা, নিজেকে সেলেব লুকে রাঙ্গিয়ে নেওয়ার এটাই সুবর্ণ সুযোগ
প্রসঙ্গত সামনেই মুক্তি পাবে করিনা কাপুরের ‘লাল সিং চাড্ডা’। এখানে বেবোর বিপরীতে দেখা যাবে আমির খানকে। দীর্ঘদিন ধরেই দর্শকদের মধ্যে সিনেমাটিকে কেন্দ্র করে বহু আশা আকাঙ্ক্ষা ও উত্তেজনা রয়েছে। যেহেতু সিনেমায় মিস্টার পারফেকশনিস্ট রয়েছে তাই দর্শকরা আরও বেশি উত্তেজিত। করিনা অবশ্য দীর্ঘদিনের পড়েই আবারও বড় পর্দায় ফিরতে চলেছেন। এই অবশ্য দর্শকদের মনে উত্তেজনার শেষ নেই। করিনা ও আমিরকে এক সাথে বড় পর্দায় আগে দেখা যায়নি। এটাও এক্ষেত্রে সিনেমার একটা বড় ইউএসপি পয়েন্ট।