Kartick Aryan – প্রথম ছবিতে ৩৭বার চুমু! মজার অভিজ্ঞতার কথা জানালেন কার্তিক আরিয়ান

বলিউডের (Bollywood) অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aryan) সকলের কাছে বেশ জনপ্রিয়। ইন্ডাস্ট্রির ‘চকলেট বয় (Chocolate Boy)’ নাম পরিচিত আরিয়ান। ফিল্মি কেরিয়ারের শুরুতেই একাধিক ছবিতে তার দুর্দান্ত অভিনয় মনে ধরেছে দর্শকদের। কম ছবি করলেও প্রায় সবকটাই সুপারহিট (Superhit), যে কারণে পারিশ্রমিকও বেড়েছে হু হু করে। তবে শুরুটা একেবারেই সোজা ছিল না অভিনেতার জন্য। চেহারার জন্য প্রথম দিকে অভিনয় রপ্ত করতে বেশ কিছুটা সময় লেগেছিল নিজেকে ফর্মে আনতে।

কলেজে পড়ার সময়েই কার্তিক তার জীবনের প্রথম ছবিটির অফার পেয়েছিলেন। যেখানে তার চরিত্রটি ছিল মাত্র পাঁচ মিনিটের। কিন্ত সিনেমাটির পরিচালক ছিলেন সুভাষ ঘাঁই (Subhash Ghai)। এরকম একজন বিখ্যাত পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ মোটেও হাত ছাড়া করতে চাননি কার্তিক। তবে ঐ পাঁচ মিনিটের সিনে তাকে একটি ঘনিষ্ঠ চুম্বন (Kiss) দৃশ্যে অভিনয় করতে বলা হয়। অভিনয়ে যথেষ্ট সাবলীল তিনি প্রথম থেকেই। কিন্ত জীবনে এর আগে কোনদিনও কোনো মেয়ের সঙ্গে এরকম ঘনিষ্ঠ না হওয়ার কারণে এই দৃশ্যটির জন্য অনেক অসুবিধায় পড়তে হয়েছিল অভিনেতাকে।

Kartik Aryan,Bollywood Gossip,Kiss Scenes,কার্তিক আরিয়ান,বলিউড গসিপ,চুম্বনের দৃশ্য,বলিউড,প্রথম ছবিতেই ৩৭বার চুমু,কার্তিকের আরিয়ানের প্রথম চুমু,কার্তিক আরিয়ানের খবর

জানা যায় একটা পাঁচ মিনিটের দৃশ্যের জন্য মোট ৩৭ বার এই শটটির জন্য রিটেক নিয়েছিলেন কার্তিক। দৃশ্যে দেখানোর কথা ছিল তিনি মুখ্য চরিত্রের অভিনেত্রী মিষ্টিকে চুম্বন করবেন। কিন্ত কোনো মহিলার এত কাছাকাছি আসার বিষয়ে অনভ্যস্ত কার্তিক স্থির করেছিলেন, আর এক-দুবার রিটেক নিতে হলেই তিনি পরিচালককে বলে দিতেন দৃশ্যটি করে দেখানোর জন্য। যদিওবা ৩৭ বারের টেকে একদম যথাযথ শট দিয়েছিলেন আরিয়ান।

এরপর ‘আকাশবানী’, ‘প্যায়ার কা পাঞ্চনামা’ সিকোয়্যালস, ‘লুকাছুপি’, ‘পতি পত্নী অউর বো’ ইত্যাদি কর্মাশিয়াল সিনেমাতে ব্লকবাস্টার হিট দিয়েছেন কার্তিক আরিয়ান। ‘প্যায়ার কা পাঞ্চনামা (Pyaar Ka Panchnama)’ ছবিটিতে কার্তিকের একটি মনোলগ ভীষণরকম ভাবে ইয়ং অডিয়্যান্সের মন কেড়ে নিয়েছিল। যদিও বা সেই মনোলগটিকে ছবি থেকে বাদ দেওয়ার জন্য পরিচালককে অনুরোধও করেন কার্তিক। কিন্ত পরিচালক লব রঞ্জন তাতে সহমত না হওয়ায় কার্তিকের ওপর ‘শাপে বর’ই হয়েছিল।

এই মনোলগ থেকেই কার্তিকের জনপ্রিয়তার সূত্রপাত ঘটেছিল। সিনেমায় কার্তিকের সেই ডায়ালগ আজ প্রেমিকদের মনে গেঁথে রয়েছে। বর্তমানে “ধামাকা” নামক একটি ওয়েবসিরিজে ‘অর্জুন পাঠক’ নামক এক সাংবাদিকের ভূমিকায় অভিনয় করছেন কার্তিক আরিয়ান। এছাড়া ‘বুল বুলাইয়া’এর সিকোয়্যালেও কার্তিক আরিয়ানের মুখ্য চরিত্রে থাকার বিষয়ে জল্পনার অবকাশ নেই।




Back to top button