Katrina Kaif-Vicky Kaushal Wedding- স্থগিত হলো ক্যাট ও ভিকির বিয়ে, তবে সম্পর্কে ফাটল

নেহা চক্রবর্তী, কলকাতা- কিছুদিন যাবৎ ভিকি কৌশল (Vickey Kaushal) ও ক্যাটরিনাকে ক্যাইফ (Katrina kaif) নিয়ে সরগরম নেট দুনিয়া (internet world)। প্রায়শই বিভিন্ন মিডিয়া পোস্টে (Media post )উঠে আসছে তাদের বিয়ের আসন্ন তারিখ, কেউ বা লিখছে ভিকি ও ক্যাটের ঘনিষ্ঠতার কথা।সব মিলিয়ে উভয় তারকার (celebrities) ভক্তকুল (Fanbase) ও বলিউড (Bollywood) এই খবরে বেশ আপ্লুত। যদিও ভিকি কৌশল ও ক্যাটরিনা ক্যাফ কেউই নিজেদের বিয়ে বা ভালোবাসার সম্পর্ক নিয়ে মুখ খোলেননি এখনও অবধি।কিন্তু তাদের এক ঘনিষ্ঠ আত্মীয় এ বিষয়ে মিডিয়ার সামনে অবশেষে মুখ খুললেন ।তিনি যা বক্তব্য রাখলেন ভিকি ও ক্যাটের বিয়ে সম্বন্ধে তা শুনে ভক্তকুল সহ ,বলিউড ও নেট দুনিয়া স্তম্ভিত হয়ে গেলো।

ভিকি কৌশল,ক্যাটরিনা ক্যাফ,ভিকি কৌশলের বিয়ে,ক্যাটরিনা ও ভিকির বিয়ে,ভিকি কৌশলের ছবি,ক্যাটরিনা ক্যাইফের ছবি,Vicky Kaushal,Katrina Kaif,Wedding,Katrina And Vicky's Wedding,Vicky Strategies Pictures,Katrina Kaif Pictures

ভিকির কাকার বোন উপাসনা ভোহরা  মিডিয়ার ভিকি কৌশল ও ক্যাটরিনা ক্যাফের বিয়ে সংক্রান্ত বিভিন্ন পোস্ট বা মন্তব্য সম্পর্কে গুজব অস্বীকার করেছেন । অর্থাৎ আদতেই বিয়ে হচ্ছেনা এই দুই তারকার ।তবে কি ভালোবাসার সম্পর্কের ফাটল ধরলো ভিকি ও ক্যাটের মধ্যে! নাকি অন্য কোনো কারণের জন্য স্থগিত হলো বিয়ে। সব প্রশ্নের উত্তরে উপাসনা বহরা জানান যেহেতু দুই তারকার পরিবার থেকে এ বিষয়ে কোনরকম খবর প্রকাশ্যে আসেনি সেহেতু সবাই গণমাধ্যমের উপর ভিত্তি করে বিশ্বাস করছেন এই বিয়ে সংক্রান্ত গুজবের খবর যা পুরোপুরি মিথ্যে এবং মন গড়া। গণমাধ্যম অথবা সোশ্যাল মিডিয়া এমন একটি জায়গা যেখানে কোনো তারকার নামে কল্পনার আঙ্গিকে গুজব ছড়ানো খুবই সহজ,যেমন ঘটেছে ক্যাট ও ভিকির ক্ষেত্রেও।

আরও পড়ুন….Anushka Alia – ছবির পর্দায় ধর্ষণ! রইল অনুষ্কা শর্মা থেকে আলিয়া ভাটেরর মুখে শুটিংয়ের অভিজ্ঞতা

ভিকির বোন ডাঃ উপাসনা এক মিডিয়া ওয়েবসাইটের সাথে ইন্টারভিউতে রোষ প্রকাশ করে বলেন , ‘বিয়ের প্রস্তুতি থেকে শুরু করে তারিখ পর্যন্ত মিডিয়ায় যে খবর ছড়ানো হচ্ছে তা নিছক গুজব। বিয়ে হচ্ছে না। এই সব আপনার মিডিয়া রুমার. এ ধরনের ঘটনা ঘটলে তারা তা ঘোষণা করবে। বলিউডে প্রায়ই গুজব আসে এবং পরে দেখা যায় ব্যাপারটা অন্য কিছু। তারা কেবল অস্থায়ী রুমার। সম্প্রতি আমার ভাইয়ের সাথে আলাপ হয়েছে। ওরকম কিছুনা. এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাই না, তবে এই মুহূর্তে বিয়ে হচ্ছে না।” এই মন্তব্যের পর বিষন্ন ক্যাট ও ভিকির ভক্তকূল।বলা চলে ‘ মোহভঙ্গ’ হলো তাদের । খ্যাতনামা দুই তারকাকে বিয়ের পিঁড়িতে দেখা যাচ্ছেনা এটা নিশ্চিত।




Back to top button