বিদেশে ছুটি কাটাতে গিয়েও থামেনি শরীরচর্চা, জেনে নিন ক্যাটরিনার ফিটনেস রুটিন

জয়িতা চৌধুরি,  কলকাতাঃ   এই মুহূর্তে বলিউডের ( Bollywood ) হট অ্যান্ড হ্যাপেনিং কাপল ভিকি-কৌশল এবং ক্যাটরিনা ( Vickey and Katrina )। তাদের বৈবাহিক জীবন কেমন চলছে সেই নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে দর্শকমহলে। কিন্ত্ব নিজেদের সম্পর্ককে কোনওদিন প্রকাশ্যে আনতে চাননি এই জুটি । চুপিসারে ছাদনাতলায় বিয়ে সেরেছেন ভিক্যাট ( Vickat ) জুটি। রাজকীয় সেই বিয়ের কাটতে না কাটতেই সদ্য বিবাহিত জুটি কাজে ফিরেছেন। তবে কাজের ফাঁকে কোয়ালিটি টাইম কাটাতে ভুলছেন না ভিকি-কৌশল এবং ক্যাটরিনা কাইফ।

সম্প্রীতি এই জুটি পাড়ি দিয়েছেন নিউ ইয়র্ক ( Newyork ) শহরে। গত বছর ডিসেম্বরেই চার হাত এক হওয়ার পর এটি ছিল জুটির তৃতীয় বিদেশ ভ্রমন। দুজনের ইন্সটাগ্রাম ( Instagram ) প্রোফাইল ঘাঁটলেই বোঝা যায়, নিউ ইয়র্ক যাওয়ার মূল উদ্দেশ্য আসলে হ্যান্ডসাম হাঙ্ক ভিকির ৩৪-তম জন্মদিন  উদযাপন। কিন্ত্ব স্বামীর জন্মদিনের জন্য নিউ ইয়র্ক এলেও শরীরচর্চার দিকে অবহেলা করেননি অভিনেত্রী। বলিউডের অন্যতম ফিটনেস ( fitness ) সচেতন অভিনেত্রী হিসেবে পরিচিত ক্যাটরিনা কাইফ।

vickat wedding

শরীরচর্চার পাশাপাশি ফুড ডায়েটের প্রতিও যথেষ্ট সচেতন ক্যাটরিনা। মঙ্গলবার, ক্যাটরিনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন। ছবিটিতে দেখা যাচ্ছে কালো টপ এবং টাইট ফিট প্যান্ট পরে ক্যাডিল্যাক রিফর্মারের উপর ব্যায়াম করছেন অভিনেত্রী। এক পাইলেটস মাস্টার ট্রেনারের থেকেই এই প্রশিক্ষণ নিচ্ছেন বলে জানিয়েছেন নায়িকা। তার মতে, বলিউডে নাকি অনেকেই নাকি অনেকেই পাইলেটস করেন ফিটনেসের জন্য। ক্যাটরিনা ছাড়াও, দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, জাহ্নবী কাপুর এবং পূজা হেগডের নিজস্ব পাইলেটস মাস্টার ট্রেনার আছে।

vicky and katrina

আরও পড়ুনঃ শুধু পল্লবী দে-ই নয়, সিনে-জগতের এমন চার অভিনেত্রী যাদের মৃত্যুর আজও মেলেনি উত্তর

ব্যায়ামের এই  পাইলেটস  শরীরকে শক্তিশালী করে তোলে। মনসংযোগ বাড়ায়, দৈহিক মূল শক্তি, গঠন, ভারসাম্য এবং নমনীয়তার উপর জোর দেয়। তাছাড়া, এই ব্যায়ামের ফলে দেহ শক্তিশালী হয়, পেশী শক্তি বৃদ্ধি পায় এবং শক্তির মাত্রা বাড়াতে, শরীরে ভারসাম্য বাড়াতে, দেহের গঠন সঠিক করতে, ওজন কমাতে সাহায্য করে এবং আপনার পিঠ ও অঙ্গ-প্রত্যঙ্গের পেশী নিয়ন্ত্রণ বাড়াতে সাহায্য করে। পেটের পেশী, পিঠের নিচের অংশ, নিতম্বকে সুন্দুর গঠন দেয়।

আরও পড়ুনঃ দিদি নম্বর ১-এর মঞ্চে সাগ্নিকের গল্প প্রকাশ পল্লবীর, তারপরই মৃত্যুকে আপন করল অভিনেত্রী

তবে ভিক্যাট জুটিকে নিয়ে অন্য একটি জল্পনা মাথাচারা দিচ্ছে ইতিমধ্যেই। শুরু হয়েছে ক্যাটরিনার প্রেগন্যান্সি নিয়ে জোর চর্চা। আজকাল নাকি স্ত্রীর সঙ্গে বেশিই সময় কাটাচ্ছেন ভিকি কৌশল, অতিরিক্ত যত্নও করছেন স্ত্রীর। আর তা  নিয়েই বাড়ছে জল্পনা ।  ক্যাটরিনা নাকি নিজের ছবি মেরি ক্রিসমাস-এর  পরবর্তী সব শুটিংও পিছিয়ে নিয়েছেন,  যা আরো বেশি উস্কে দিচ্ছে মা হওয়ার জল্পনাকে। ২০২২ সালের বদলে ২০২৩ সালে পিছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সমস্ত ছবির শুটিং। এই প্রসঙ্গে প্রথমসারির সংবাদমাধ্যমকে ভিকির মুখপাত্র জানিয়েছিলেন, এই খবর সম্পূর্ণ ভুয়ো ও ভিত্তিহীন। তার কথায় একদমই মিথ্যা এই খবর, যার কোনও সত্যতা নেই, এগুলো পুরোপুরি গুজব। যদিও পুরো বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি ক্যাটরিনা কাইফ ( Katrina Kaif )।

আরও পড়ুনঃ গাঁটছড়াকে টেক্কা দিতে মাঠে এবার মিঠাইয়ের হল্লাপার্টি! ফের গায়েব হবে আরও এক অভিনেত্রী




Leave a Reply

Back to top button