Urvashi Rautela: জীবন জুড়়ে ফ্লপ সিনেমা! তারপরও কমেনি বিলাসিতা, কোন আয়ে এত টাকা গাড়ি-বাড়ির মালিক উর্বশী

মন্টি শীল, কলকাতা : সাধারণত, বলিউডের এই অভিনেত্রী পরিচিত তাঁর গ্ল্যামারাস লুক এবং স্টাইলের জন্য। যার দরুন রীতিমতো অনুরাগীদের মনে ঝড় তুলে দিচ্ছেন অভিনেত্রী। কিন্তু সম্প্রতি এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে ভীষণ ভাবে চর্চিত রয়েছেন। কারণটা যদিও তাঁর অভিনয় নয়। আলোচনার বিষয় হল তাঁর অধিক বিলাসিতা। আর যেই অভিনেত্রীকে নিয়ে এই আলোচনার সূত্রপাত ঘটেছে তিনি আর কেউ নন, বলিউডের হটবম্ব উর্বশী রাউতেলা ( Urvashi Rautela )। সম্প্রতি এই অভিনেত্রীকে একাধিক ইভেন্টে উপস্থিত থাকতে দেখা গিয়েছে এবং প্রতিবারই তাঁর স্টাইল সেগমেন্ট দিয়ে ভক্তদের অবাক করে দিয়েছেন।
কিন্তু, গ্ল্যামারস লুক দিয়ে মাত করা এই অভিনেত্রী ( Urvashi Rautela ) আজ পর্যন্ত একটিও হিট সিনেমা উপহার দিতে পারেননি বক্স অফিসে। যা এক প্রকারের অবাক করা বিষয়। যার পর অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, যেই অভিনেত্রী একটি হিট সিনেমা উপহার দিতে পারেননি, তিনি কীভাবে এমন বিলাসবহুল জীবনযাপন করছেন? তথ্য অনুসারে, অভিনেত্রীর ফ্যান ফলোয়িং শুধুমাত্র দেশের অভ্যন্তরেই নেই দেশের বাইরেও অভিনেত্রী উর্বশী রাউতেলা ( Urvashi Rautela )র অগণিত ভক্তসমাগম রয়েছে। অভিনেত্রী চলতি বছর দুবাইয়ে সবচেয়ে শক্তিশালী মহিলার পুরস্কার পেয়েছেন। যার পর রীতিমতো ভারতবর্ষের কাছে গর্বের বিষয়।