বাথরুম থেকেই নিজের গোপন ভিডিও ফাঁস করলেন অভিনেত্রী মধুমিতা, মুহূর্তেই ভাইরাল

বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় মুখ মধুমিতা সরকার ( Madhumita Sarcar ) । টলিউডের সবথেকে সুন্দরী ও লাস্যময়ী অভিনেত্রীদের মধ্যে প্রথম সারিতেই উঠে আসবে এই অভিনেত্রীর নাম। ক্যারিয়ারের শুরু থেকেই নানাভাবে বিতর্কে জড়িয়েছেন ‘সবিনিয় নিবেদন’ খ্যাত অভিনেত্রী মধুমিতা ( Madhumita Sarcar )। বিয়ে থেকে বিচ্ছেদ তারপর লিভ ইন কোথায় জড়ায়নি এই অভিনেত্রীর নাম। সম্প্রতি আবারও তিনি বিতর্কের শীর্ষে এসছেন বাথরুম থেকে নিজের গোপন ভিডিও প্রকাশ্যে এনে। ইতিমধ্যেই নেট পাড়া সরগরম অভিনেত্রীর এই ভিডিওকে কেন্দ্র করে। তবে অবাক হওয়ার কিছুই নেই। হোলিতে এমন দোল খেলেছেন অভিনেত্রী যে রং উঠতেই চাইছে না। সেই রং তুলতে গিয়ে অভিনেত্রীর কি নাজেহাল সেটাই ক্যামেরাবন্দি করে এবার অনুরাগীদের জন্য প্রকাশ্যে আনলেন অভিনেত্রী ( Madhumita Sarcar )।
View this post on Instagram
আরও পড়ুন……ধিক্কারজনক! টানা ৫ বছর ধরে দাদু-বাবা-দাদা-কাকার যৌন লালসার শিকার একরত্তি
টলিউডের এই অভিনেত্রী সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। ব্যক্তিগত জীবন থেকে কর্মজীবন সবকিছুই মোটামুটিভাবে অনুরাগীদের সাথে শেয়ার করেন এই অভিনেত্রী ( Madhumita Sarcar )। মাঝে মাঝেই ঘুরতে যাওয়ার অভিজ্ঞতাও ব্লগ বানিয়ে সামাজিক মাধ্যমে ছাড়েন তিনি। প্রতিবছরের ন্যায় এবছরও তিনি চুটিয়ে রং খেলেছেন। বন্ধু বান্ধবদের সাথে একসাথে বেশ ঘটা করেই পালন করলেন এবারের হোলি। ছোট পর্দার সবথেকে জনপ্রিয় এই অভিনেত্রীকে ইতিমধ্যেই সিনেমাতেও দেখা গিয়েছে। মধুমিতার ‘পাখি’ ( Madhumita Sarcar ) চরিত্রটি দর্শকদের মনে বেশ দাগ কেটেছিল। সম্প্রতি মধুমিতা তার সামাজিক মাধ্যমে যে ছবিটি শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে যে, তিনি বাথরুমে ডুকে মুখ থেকে রং তোলার জন্য ব্যপক পরিশ্রম করছেন। আর এই ভিডিও দেখে নেটিজেনরা বেশ মজা পেয়ে গেছেন। সাথে সাথেই অনুরাগীদের মধ্যে ছড়িয়ে পরে ভিডিওটি। ভিডিওটির নিচে অনুরাগীরা নিজেদের দোল খেলার অভিজ্ঞতাও স্বীকার করেছেন। অভিনেত্রী নিজেও তার রং তোলার কষ্টের কথা বেশ মজার ছলেই ব্যখা করেছেন।
আরও পড়ুন…………আসল পুতিন-নকল পুতিন, সার্জারি করে চেহারা বদল ভ্লাদিমিরের
সম্প্রতি অভিনেত্রীকে বেশ কিছু নয়া ওয়েভ সিরিজে দেখা গিয়েছে। দুর্দান্ত অভিনয় করে অনুরাগীদের প্রশংসা পেয়েছেন এই অভিনেত্রী ( Madhumita Sarcar )। তাকে এর মধ্যে কোনও বড় প্রজেক্টে দেখা যায়নি। তবে তিনি জানিয়েছেন যে ভালো কাজ পেলে অবশ্যই খুব শীঘ্রই বড় পর্দায় আসতে পারেন।