vicky and katrina wedding: শুধু ভাই নয়, ক্যাটরিনার রয়েছে আরও সাত বোন, চেনেন তাদের

সারা সোশ্যাল মিডিয়া এখন ক্যাটরিনা আর ভিকি কৌশলকে ঘিরে রয়েছে। হবে নাই বা কেনো সবথেকে চর্চিত দুই তারকার একসাথে বিয়ে হচ্ছে। তাছাড়াও দুজনেই সকলের প্রিয় দুজন অভিনেতা ও অভিনেত্রী। এবং ভিকি এবং ক্যাট দুজনেই প্রমাণ করেছেন বিয়েটা একান্তই ব্যক্তিগত সকলের জীবনেই। তাই ক্যাটরিনার ব্যক্তিগত জীবনে উঁকি দিয়েছে এবার সোশ্যাল মিডিয়া। ক্যাটরিনার ছয় বোন এবং একটি ভাই। এর মধ্যে স্টেফানি, ক্রিস্টিন, নাতাচা এবং সেবাস্টিন হলো বড়ো। এবং মেলিসা, সোনিয়া এবং ইসাবেলে ক্যাটরিনার থেকে ছোট। এবং ক্যাটরিনার সাথে তার মা সুজানি তুরকুট এর সম্পর্ক ও খুব ভালো যা তার সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে বোঝা যায়।
ক্যাটরিনার সমস্ত ভাইবোন সিনেমার লাইমলাইট থেকে বহু দূরে। তারা নিজেদের জীবন ব্যক্তিগত রেখেছেন। যদিও ক্যাটরিনার বো নের জীবন তার দিদির ইসাবেলা অভিনয় জগতে অল্পবিস্তর কাজ করেছেন।
এখানে ইসাবেলার সাথে তার দিদি ক্যাটরিনার ছবি দেওয়া হলো:
ক্যাটরিনার ভাই সেবাস্টিন ফার্নিচার ডিজাইন এবং ক্রাফটের উপর ডিগ্রি অর্জন করেছেন ইতিমধ্যে। তিনি যে অ্যাডভেঞ্চার এবং খেলা পছন্দ করেন এটা তার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ধারণা করা যায়।
ক্যাটরিনা সাথে তার ভাইয়ের একটি ছবি রইলো:
ইতিমধ্যেই ক্যাটরিনার বোন নাতাচা জয়পুর চলে গেছেন তার দিদির বিয়েতে উপস্থিত থাকার জন্য। তিনি যে পুরো পরিবারের সাথেই গেছেন এটা তার ইনস্টাগ্রাম পোস্ট থেকেই বোঝা যায়। মেলিসা একজন গণিত নিয়ে রিসার্চ করে পি এইচ ডি প্রাপ্ত করেছে। তার কলেজ ইম্পেরিয়াল লন্ডন। ওখান থেকেই তিনি পড়াশোনা করেছেন। তাদের একসাথে রইলো ছবি
৯তারিখ বৃহষ্পতিবার ভিকি কৌশল ও ক্যাটরিনার বিয়ে হওয়ার দিন। এরই মধ্যে সবার প্রিয় দুই তারকাকে নিয়ে বলিউডে চর্চা তুঙ্গে। সাথে তাদের বিয়ের কার্ড, মেনু, বিধিনিষেধ সবই সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন সংবামাধ্যমে ছড়িয়ে পড়েছে।১০ই ডিসেম্বর অবধি চলবে বিয়ের অনুষ্ঠান। গতকাল থেকেই সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্টে বিয়ের আসর বসে গেছে। যদিও ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিবাহের কোনোরকম ছবি এখনও অবধি পোস্ট হয়নি কোনো সোশ্যাল মিডিয়ায়।তাই ভক্ত এবং নেটিজেনরা উৎসুক হয়ে আছে ভিকি এবং ক্যাটকে একসাথে দেখার জন্য। সকলেই চোখ রাখছেন ভিকি এবং ক্যাটের সোশ্যাল মিডিয়া পোস্ট অথবা স্টোরি তে কিন্তু দুজনেই চুপ।