KK বিতর্কে কাজ কেড়ে নিল মিও আমোরে-ও! আপাতত সম্পূর্ণ কর্মহীন গায়ক, মন্তব্য নেটপাড়ার

নিজের মন্তব্যের জেরেই আপাতত নিজের পায়ে কুড়ুল মেরে বসেছেন গায়ক রুপঙ্কর বাগচী(Rupankar Bagchi)। বাংলায় এসে কে কে(KK)-এর গান গাওয়া ও মানুষের তাকে নিয়ে উত্তেজনার প্রসঙ্গে বেফাঁস মন্তব্য করে এমনি বিপদে পড়েছিলেন রুপঙ্কর। তার মধ্যে আবার সেই বেঁফাস মন্তব্যের পর কে কে-এর কাকতালিয় মৃত্যু একেবারে খাদের ধারে এনে ফেলে রুপঙ্করকে। আর এবার যেন খাদের ধার থেকে সোজা শূন্যে রুপঙ্করকে ধাক্কা দিয়ে ঠেলে দেয় মিও আমোরে(Mio Amore)। বির্তকের জেরে কর্মহীন হয়ে পড়েন গায়ক। 

উল্লেখ্য, জনপ্রিয় বেকারি মিও আমোরের জন্য একটি জিঙ্গেল গেয়েছিলেন রুপঙ্কর। এমনকী একটি অনুষ্ঠানে গিয়েও সেই জিঙ্গেল গাইতে শোনা যায় রুপঙ্করকে। যা নিয়ে ভীষণ ভাবে ট্রোলের সম্মুখীন হতে হয় গায়ককে। শুধু তাই নয়! কটাক্ষের মুখে পড়ে মিও আমোরেও। আর তারপরই বাধ্য হয়ে এই বিরাট পদক্ষেপ। সংস্থা তরফে জানা গিয়েছে, রুপঙ্করের গাওয়া সেই জিঙ্গেল ইতিমধ্যে সরানো হয়েছে। পাশাপাশি, সংস্থার মার্কেটিং আধিকারিক তরফে জানানো হয়েছে, বির্তকের সূত্রপাত হতেই ১ জুন নাগাদ সেই বিজ্ঞাপনী জিঙ্গেলটিকে সরিয়ে নেওয়া হয়। এতদিন শুধুমাত্র রেডিওতে চালানো হত, সেটিও আর চালানো হবে না। 

mio amore

সংস্থার এক কর্মী তরফে জানানো হয়েছে, রুপঙ্কর বাগচীর মন্তব্যকে মিও আমোরে সমর্থন করে না। তাই তাঁর গাওয়া জিঙ্গেলটি সরিয়ে নেওয়া হয়েছে। ভবিষ্যতেও রুপঙ্করের সঙ্গে আর কোনও কাজ করা হবে না। পাশাপাশি, এই বেকারি সংস্থার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলারদের তরফে জানানো হয়েছে যে, ‘গায়ক রূপঙ্কর বাগচীর মন্তব‍্যে আমরা দুঃখিত। রূপঙ্কর বাগচী যা বলেছেন তা মিও আমোরে সমর্থন করে না বা এর সঙ্গে যুক্তও নয়। গ্রাহকদের আবেগের কথা মাথায় রেখে আমরা জিঙ্গেলটির ব‍্যাপারে ব‍্যবস্থা নেব। আপনারা আমাদের সাথে থাকুন।’

অবশ্য এ প্রসঙ্গে রুপঙ্কর বাগচীর কোনও প্রতিক্রিয়া মেলেনি। আপাতত তিনি খুনের হুমকির অভিযোগ তুলে পুলিশে দারস্থ হয়েছেন।  কোন কোন নম্বর থেকে খুনের হুমকি এসেছিল তা খতিয়ে দেখব পুলিশ। প্রসঙ্গত, সময়ের সঙ্গে কমেছে রুপঙ্করের কাজের পরিমাণ। এই পরিস্থিত হাতে গোনা কাজের মধ্যে দিয়েই চলত জীবন। কিন্তু, তাতেও কোপ মেরে দিলেন গায়ক নিজেই, এমনটাই মতামত নেটিজেনদের। মিও আমোরের মতো বড় সংস্থাও হাত ছাড়ল তাঁর।




Leave a Reply

Back to top button