২০১১’তে ভারত বিশ্বকাপ জিতলে নগ্ন হবেন,কেন এমন বলেছিলেন পুনম,নিজেই করলেন খোলসা

অভিনেত্রী পুনম পাণ্ডে ( Poonam Pandey ) থাকবে আর বিতর্ক থাকবে না । পুনম পাণ্ড ও বিতর্ক এ যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। বিতর্কিত মন্তব্যের জেরে বরাবরই সংবাদের শিরোনামে থাকেন এই অভিনেত্রী। বলিউডের এই লাস্যময়ীকে ( Poonam Pandey ) নিয়ে বিটাউনে গুঞ্জনের শেষ নেই। পুনম পাণ্ডে আরও বেশি শিরোনামে উঠে আসেন তার আজব সব কীর্তিকলাপের জন্য। বহুবার তিনি ( Poonam Pandey ) তার মন্তব্য ও কাজের জেরে সমলোচিত ও আলোচিত হয়েছেন । এটা অবশ্য তার কাছে অস্বাভাবিক কিছুই নয় । আজ থেকে বহু বছর আগেও তিনি ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন সময়ে প্রকাশ্যে জানান ২০১১’র বিশ্বকাপে ভারত জিতলে তিনি নগ্ন হয়ে রাস্তায় নামবেন। ভারতীয় ক্রিকেট টিমকে চিয়ার করতে গিয়ে তার এই মন্তব্য বেশ শোরগোল ফেলে দেয়। সেই সময় শিরোনামে জোরালোভাবে হাইলাইট হয়েছিলেন পুনম পাণ্ডে।
আরও পড়ুন………প্রকাশ্যে বাস্তবের ‘গাঙ্গুবাঈ’,ছেলের হাত ধরেই প্রকাশ আশি দশকের আরেক গাঙ্গুর ছবি
তবে সেই রেশ কেটে গেছে বহুবছর। সম্প্রতি লাস্যময়ী এই অভিনেত্রী ( Poonam Pandey ) এমএক্স প্লেয়ার ও অলট বালাজিতে সম্প্রচারিত কঙ্গনা রানাওয়াতের রিয়েলিটি শো “লক আপ”এ প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন। ইতিমধ্যেই এই রিয়েলিটি শো’কে কেন্দ্র করে দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা ও আগ্রহ তৈরি হয়েছে। যেহেতু কঙ্গনাও রয়েছে তাই উচ্ছাসা অনেক বেশি। এখানে কঙ্গনাকে দেখা যাবে একজন জেলারের ভূমিকায় । তিনি সম্পূর্ণ অনুষ্ঠানটিকে পরিচালনা করবেন।
#LockUppLeaks @iPoonampandey @tehseenp pic.twitter.com/VehAabUX4U
— ALTBalaji (@altbalaji) March 3, 2022
আর এখানেই পুরনো ক্রিকেট খেলা সংক্রান্ত বিতর্কের জট খুললেন পুনম পাণ্ডে । তিনি এখানে সম্পূর্ণ বিষয়টি খোলসা করে বলেন । তিনি জানান ২০১১সালে যখন তিনি এই মন্তব্যটি করেন তখন তিনি জনপ্রিয়তা অর্জন করেননি । সবে মাত্র উঠতি মডেল। তিনি তখন ডার্ক লাইমলাইটে কাজ করতেন। সেসময় তিনি জনপ্রিয়তা পেতে ও নজরে আসার জন্যই এরুপ মন্তব্য করেন।
আরও পড়ুন…….ব্রিটিশ আমল থেকে হালের সময়, রাজনীতির স্মৃতির পাতায় ফিরে দেখা কলকাতা পৌরসভার ইতিহাস
প্রসঙ্গত উল্লেখ্য,আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে এমএক্স প্লেয়ার ও অলট বালাজিতে আসতে চলেছে কঙ্গনা রানাওয়াতের ( Kangana Ranaut ) নতুন শো,”লক আপ” ( Lock Upp ) । মোট ১৬জন প্রতিযোগীদের নিয়ে আয়োজিত হতে চলেছে এই অনুষ্ঠানটি। রিয়েলিটি শো’তে আসতে পেরে খুবই খুশি ও আনন্দিত জানিয়েছে অভিনেত্রী পুনম পাণ্ডে। এখন অপেক্ষা আর কি কি বিতর্ক নিয়ে আসেন এই অভিনেত্রী।