“পুনম যৌনরসে ভরপুর!”, লাস্যময়ী পুনমের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা

পুনম ও বিতর্ক মুদ্রার এপিঠ ওপিঠ। বলিউডের সবথেকে বিতর্কিত ও আলোচিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম হল পুনম পাণ্ডে ( Poonam Pandey )। ক্যারিয়ারের শীর্ষ থেকেই নানা রকম কারণে শিরনামের শীর্ষে উঠে আসেন এই অভিনেত্রী ( Poonam Pandey )। নগ্ন ফটোশুট ও বিতর্কিত মন্তব্যের জেরে বার বার তাকে নেটিজেনদের কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে। ক্যারিয়ারে সেভাবে উন্নতির মুখ না দেখলেও তবে বিতর্কের খাতিরে সর্বদাই তিনি নজির গড়েছেন। সম্প্রতি পুনমকে ( Poonam Pandey ) দেখা যাচ্ছে বালাজি ফিল্মসের প্রযোজনায় ‘লকআপ’ ( Lockup ) নামক রিয়েলিটি শো’তে। এই অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ( Kangana Ranaut )। কঙ্গনার এই শো’তেও একের পর এক চমক দিয়ে যাচ্ছেন অভিনেত্রী পুনম পাণ্ডে। এখানে তিনি সেক্সি কয়েদির ভুমিকা পালন করছেন। কঙ্গনা পুনমের আবেদনময়ি বাচনভঙ্গি ও সিডাক্তিভ ব্যবহারের বেশ প্রশংসা করেছেন।
আরও পড়ুন……………প্রচলিত যৌনতা, সেক্স বৈষম্য নিয়ে খুল্লামখুল্লা জলসা অভিনেত্রী শেফালী শাহ
প্রসঙ্গত বেশ কিছুদিন আগেই শুরু হয়েছিল কঙ্গনা রানাওয়াতের রিয়েলিটি শো ‘লকআপ’। শুরু হওয়ার বেশ কিছুদিনের মধ্যেই অনুষ্ঠানটি টিআরপি রেটিং পয়েন্টে এগিয় গিয়েছে। শো’টিতে কঙ্গনার সঞ্চালনা বেশ প্রশংসিত হয়েছে। এছাড়াও প্রতিযোগীরা নিত্য নতুন কাণ্ডের মাধ্যমে বিতর্কের জন্ম দিচ্ছেন। যা দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ ছড়াচ্ছে। আর অনেকের মতে এই শো এর মূল ইউএসপি হচ্ছে পুনম পাণ্ডের ( Poonam Pandey ) মত বিতর্কিত অভিনেত্রীরা। বেশ কিছুদিন আগেই এই শো’র একটি এপিসোডে পুনমের সেক্সি লুক ও সিডাক্তিভ ব্যবহার দেখে কঙ্গনা প্রশংসা না করে পারলেন না। তখনই কঙ্গনা পুনমের প্রশংসা করে বলেন তিনি একটি স্কুল চালাতে পারেন। এখানেই নয়, পাল্টা পুনমও কঙ্গনার অনেক প্রশংসা করেন।
আরও পড়ুন……………সেরার সেরা বঙ্গতনয়া, পরপর তিন বার ব্ল্যাক লেডি জিতে আত্মহারা বং ক্রাশ জয়া আহসান
পুনমের মতে ‘লকআপ’ এর মত শো’তে তিনি ( Poonam Pandey ) এসেছেন তার ভাবমূর্তি গড়ার জন্য। পুনম মনে করে যে তার সম্পর্কে লোকের ভুল ধারণা রয়েছে। অনেকেই নাকি মনে করেন যে তিনি শিরনামের শীর্ষে থাকার জন্য বিতর্কে জড়ান। আসলে নাকি এটা মিথ্যে। তার মতে অল্প বয়সে কাজ করতে এসে তিনি অনেক ভুল ধারনার শিকার হন। এবার তিনি নিজেই এই শো’তে নিজের সম্পর্কে ব্যখা করবেন। এখন দেখার পালা আর কি কি রহস্যের জট অভিনেত্রী খুলতে চলেছেন ‘লকআপ’এ।