তারকাদের মেলা! রানী মুখার্জির জন্মদিনে মেতেছেন করণ-অনিল সকলেই

দেখতে দেখতে বলিউডের রানী ( Rani Mukherjee ) পার করলেন ৪৪ টি বসন্ত। সোমবার ধুমধাম করে বন্ধুদের সঙ্গে পালন করলেন জন্মদিনের বিশেষ দিনটি। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জী প্রতিবছরই নিজের কাছের বন্ধুদের নিয়ে পালন করেন জন্মদিনের উৎসব। এবারেও তার অন্যাথা হয়নি। কাছে বন্ধু ও আত্মীয় স্বজনদের নিয়ে সেলিব্রেট করলেন জন্মদিনের উৎসব। একসময় বলিউডে ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ করেছেন এই অভিনেত্রী ( Rani Mukherjee )। একসঙ্গে বহু সিনেমায় কাজ করে বলিউডের বক্স অফিসে সাফল্য এনে দিয়েছেন রানী ( Rani Mukherjee )। বলিউডের বহু বড় বড় অভিনেতাদের সাথে সহঅভিনেতা হিসেবে কাজ করেছেন এই অভিনেত্রী। অভিনয় করেছেন বহু হিট সিনেমাতে। কমেডি থেকে সিরিয়াস কিংবা নারীকেন্দ্রিক চরিত্র সবেতেই নিজের অভিনয় দক্ষতা দেখিয়ে ভারতীয় দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
আরও পড়ুন………………অনুষ্কা না নাতাসা! কে বেশী লাস্যময়ী, ক্রিকেটার সঙ্গিনীদের দেখতে মুখিয়ে আইপিএল
অনেক কম বয়সে সিনে জগতে পা রেখেছিলেন এই অভিনেত্রী ( Rani Mukherjee )। অনেক কম বয়সে নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন ‘মর্দানি’ খ্যাত অভিনেত্রী রানী মুখার্জী । বলিউডে অভিনেত্রীর বহু বন্ধু বান্ধব রয়েছে। বন্ধু মহলেও যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে রানীর। বিশেষ এই বন্ধুর জন্মদিনে হাজির ছিলেন বলিউডের বড় বড় সেলিব্রেটিরা। শুভেচ্ছা আর ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। রাণীও তাদের ধন্যবাদ জানিয়েছেন। জন্মদিনে রানীর মতই বিরাজ করেছেন এই অভিনেত্রী। রানীর পরিবারের অনেকেই বলিউডের সঙ্গে জড়িত। রানীর তুতো বোন কাজল ও তুতো ভাই অয়ন মুখপাধ্যায়। রানীর মত কাজল বেশ নামডাক করেছেন ইন্ডাস্ট্রিতে। অন্যদিকে ভাই অয়ন গিয়েছেন পরিচালনায়। দীর্ঘ বিবাহিত জীবনে বেশ ভালোই আছেন অভিনেত্রী রানী। স্বামী , শ্বশুরবাড়ি ও একমাত্র সন্তানকে নিয়ে রানী বেশ আনন্দের সঙ্গেই সংসার করছেন।
আরও পড়ুন……………স্পষ্ট বেবি বাম্প, বরের কোলে শুয়ে দিলেন সুখবর অভিনেত্রী সোনম
প্রসঙ্গত রানী একজন অভিনয় শিল্পীই নন, সেই সঙ্গে তিনি একজন শিল্পীও বটে। আসলে তিনি একজন দক্ষ প্রশিক্ষনপ্রাপ্ত ওড়িশি নৃত্যশিল্পী। সম্প্রতি বেশ কিছু বছর ধরে রানীকে পর্দায় দেখা যায়নি। তবে শেষ যে কাজগুলো রানী করেছেন তাতেও তিনি অভিনবত্বের ছোঁয়া রেখেছেন। তবে হাঁ সবকিছু সামলে ভালো কাজের অফার পেলে অবশ্যই জলদি পর্দায় ফেরার ইঙ্গিত পাওয়া গেছে।