শাহরুখ থেকে রণবীর! কাজের বিনিময়ে যৌনলালসার শিকার হতে হয়েছিল এই বলি হিরোদের

মন্টি শীল, কলকাতা : বলিউডে , এই নামটা শুনলেই সকলের মনে আসে এক উজ্জ্বল ঝলমলে দুনিয়া। যেই দুনিয়াকে আলোকিত করে রেখেছে হাজারো নক্ষত্ররা। আর এই নক্ষত্ররা আর কেউ নন, বলিউডের জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রীরা। সাধারণত বলিউডের অনুরাগী মহল মনে করেন যে এই বলিউডের দুনিয়া খুব আলোকোজ্জ্বল দুনিয়া। এখানে পরিচালক, প্রযোজক এবং অবশ্যই সিনেমা জগতের তারকারা মিলে এক সুন্দর জগত তৈরি করেছেন।
তবে আপনারা জানেন কি, এই সুন্দর সাজানো জগতের মধ্যেও রয়েছে এক গভীর অন্ধকার জগত। শোনা যায়, অভিনয়ের জগতে আসার আগে অভিনেতা এবং অভিনেত্রীদের যৌন লালসার শিকার হতে হয়। কাজ পাওয়ার জন্য যৌন অনুগ্রহ করতে হয় পরিচালক এবং প্রযোজকদের উদ্দেশ্যে। জানা গিয়েছে এই লালসার শিকার হয়েছিলেন বহু জনপ্রিয় অভিনেত্রীর। তবে শুধু মাত্র অভিনেত্রীরাই নন, এই কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন বহু জনপ্রিয় অভিনেতারাও। একনজরে দেখেনিন তাদের।
আরও পড়ুন ….প্রেমে মগ্ন শত্রুঘ্ন কন্যা! সলমনকে এড়িয়ে কোন ছেলেতে মন সোনাক্ষীর?
আরও পড়ুন ….ছবির ছোট্ট এই মেয়েই আজ কাঁপাচ্ছে টেলিভিশনের পর্দা, দেখুন তো অভিনেত্রীকে চিনতে পারেন কি না!
• রণবীর সিং
বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং বলিউড জগতের একজন বেশ পরিচিত মুখ। সারা বিশ্ব জুড়ে এই অভিনেতার অসংখ্য অনুরাগীরা রয়েছেন। বলিউডের এই অভিনেতা ‘ব্যান্ড বাজা বারাত’ থেকে বড়পর্দায় প্রবেশ করেছিলেন। তারপর একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে চলেছেন তার অনুরাগীদের। সম্প্রতি এই অভিনেতার অভিনীত ‘The 83’ সিনেমা বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। অভিনেতা একবার জানিয়েছিলেন, অভিনয় জগতে আসার আগে যৌন লালসার শিকার হতে হয়েছিল। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে দিয়েছিলেন।
• আয়ুষ্মান খুরানা
বলিউডের জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা বলিউডে জনপ্রিয় হয়েছেন তার সিনেমা ‘ভিকি ডোনার’ থেকে। এই অভিনেতা বক্স অফিসে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন।বলিউডের এই জনপ্রিয় অভিনেতা অভিনয়ের সঙ্গে সঙ্গে একজন জনপ্রিয় গায়ক এবং লেখক হিসেবেও পরিচিত। অভিনেতা আয়ুষ্মান খুরানা একদা দাবি করেছিলেন, তার কাছে একটা কাজের বিনিময়ে কিছু কূপ্রস্তাব এসেছিল। অভিনেতা বলেছেন, কাস্টিং ডিরেক্টর কাজের বিনিময়ে সরাসরি নগ্ন হতে বলেছিল। এমনকি এও বলা হয়েছিল যদি সে এই কাজ না করেন তাহলে তিনি এই কাজের সুযোগ পাবেন না। যদিও অভিনেতা এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।
আরও পড়ুন ….একঘেয়ে ‘মাসালা’ ছবিই করতে চান জিৎ! অন্য ধারার ছবি না করার কারণ কি? নিজেই জানালেন অভিনেতা
• হর্ষবর্ধন রানে
সিনেমার সঙ্গে সঙ্গে টেলিভিশন দুনিয়ায় এক পরিচিত মুখ হল এই জনপ্রিয় অভিনেতা হর্ষবর্ধন রানে। ‘সনম তেরি কসম’ সিনেমাতে অভিনয় এর পর থেকে অভিনেতা বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন। টেলিভিশনের পর্দাতেও একাধিকবার দেখা গিয়েছে এই অভিনেতাকে। জানা গিয়েছে এই অভিনেতাও তার ক্যারিয়ারের শুরু র দিকে যৌন লালসার শিকার হতে হয়েছিল। জানা গিয়েছে, এক কাস্টিং ডিরেক্টর অভিনেতার প্যান্ট খুলে তার পা এর গঠন দেখতে চেয়েছিলেন। যদি অভিনেতা তাকে এই কাজ করতে দেননি।
• রাজীব খান্ডেলওয়াল
বলিউডের এই জনপ্রিয় অভিনেতার অভিনয় কেরিয়ার শুরু হয়েছিল টেলিভিশন থেকে। একাধিক হিন্দি সিনেমা সহ অনেক ওয়েব সিরিজেও অভিনয় করতে দেখা গিয়েছে এই অভিনেতাকে। জানা গিয়েছে এই অভিনেতার কাছে এক সিনেমাতে অভিনয়ের সুযোগ আসে কিন্তু তার বদলে বলিউডের এক প্রথম সারির পরিচালক তাকে কূপ্রস্তাব দেন। কিন্তু সেই সময় অভিনেতা পরিচালকের ওই প্রস্তাবে নাকচ করে দিলে, ওই পরিচালকের হুমকির মুখে পড়তে হয়েছে অভিনেতা রাজীব খান্ডেলওয়াল কে।