“তাঁরা যা ইচ্ছা করতে পারবেন না”, খ্যাতি পেয়েই বাবা-মা’য়ের উপর চটে গেলেন রশ্মিকা

অনীশ দে, কলকাতা: বহু প্রতীক্ষার পর মুক্তি পেল অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna) অভিনীত গুডবাই (Goodbye)। পরিবার কেন্দ্রিক এই ছবির শিকড় সংস্কৃতি এবং বিজ্ঞান উভয়ই। ছবিতে বিগ বি’র (Amitabh Bachchan) মেয়ের চরিত্রে অভিনয় করেছেন রশ্মিকা (Rashmika Mandanna)। ট্রেলারে বাবা মেয়ের সম্পর্কের মিষ্টতা নজর কেড়েছিল দর্শকদের। তবে আসল জীবনে নিজের বাবা মায়ের সঙ্গে কেমন সম্পর্ক রশ্মিকার ? এবার সেই দিকেই আলোকপাত করলেন ‘পুষ্পা’ অভিনেত্রী। বাবা মা কেউই ফিল্ম ইন্ডাস্ট্রির নয়। একার জোরেই রীতিমতো ক্যারিয়ার গড়েছেন রশ্মিকা (Rashmika Mandanna)। তবে কাজের জন্যে বাবা মায়ের সঙ্গে সন্তানদের সম্পর্কের সমীকরণ কি বদলে যায়? সেই বিষয়েই আলোকপাত করেছেন তিনি (Rashmika Mandanna)।

rashmika 3

তিনি জানান, একসময় আমার বাবা মা ভাবতেন আমার কর্মজীবনের উপর তাদের নিয়ন্ত্রণ রয়েছে। কিন্তু সময়ের সঙ্গে তাদের ধারণা বদলে যায়। তাঁরা এখন আর যা ইচ্ছা করতে পারবেন না কারণ আমি এখন ইন্ডাস্ট্রির একটা অংশ। তাছাড়াও আপনার পরিবার যেমনই হোক না কেন আপনাকে অনেক কিছু মেনে চলতে হয় কারণ আপনি একজন অভিনেতা এবং মানুষ আপনাকে চেনে।” গ্ল্যামার জগতের সঙ্গে যুক্ত হলে যে জীবনে আমূল পরিবর্তন আসে, তা বলাই বাহুল্য। তবে ইন্ডাস্ট্রির বাইরের কেউ হলে তা মেনে নিতে বেশ সময় লাগে।”

rashmika 1

এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় রশ্মিকা আরও জানান, যে প্রাথমিকভাবে তিনি তাঁর পরিবার এবং কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতেন। পরিবারের সঙ্গে কাজ নিয়ে আলোচনাও করতেন। তবে পরবর্তীতে তিনি উপলব্ধি করেন যেহেতু তাঁর বাবা মা ফিল্মি দুনিয়ার লোক নয় তাই সিনেমা বিষয়ক কথাবার্তা তাদের সঙ্গে না করাই ভালো। সিনেমার জগতে আসায় রশ্মিকার সঙ্গে তাঁর অভিভাবকদের সম্পর্ক আরও নিবিড় হয়েছে। বোঝাপড়ার পরিমাণ বেড়েছে এবং রশ্মিকার অন্দরে এসেছে বিপুল পরিবর্তন।

rashmika 4

এই মুহুর্তের অন্যতম ব্যস্ত অভিনেত্রী রশ্মিকা। গুডবাই ছাড়াও একাধিক বলিউড ছবিতে অভিনয় করবেন তিনি। যাদের মধ্যে অন্যতম হচ্ছে ‘মিশন মজনু’। করণ জোহরের প্রযোজনায় তৈরি এই স্পাই থ্রিলার ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে অভিনয় করবেন তিনি। এছাড়াও তাঁকে দেখা যাবে পুষ্পা: দ্যা রুল ছবিতে অল্লু অর্জুনের বিপরীতে এবং বিজয়ের ভারিসু ছবিতে। পুষ্পা: দ্যা রাইসের পর ভারতবর্ষের অন্যতম অভিনেত্রী হয়ে উঠেছেন রশ্মিকা।




Back to top button