ধারাবাহিকে ফিরছে রিনি, সাত্যকির জীবন থেকে ঊর্মিকে সরানোই আসল লক্ষ্য

জয়িতা চৌধুরি, কলকাতাঃ বাঙালি দর্শকদের দৈনন্দিন দিনের বিনোদন মানেই বাংলা সিরিয়াল ( Bengali serial )। গত সপ্তাহেই প্রকাশ পেয়েছিল সিরিয়ালের টিআরপি লিস্ট ( TRP list )। তাতে সকলের শীর্ষে ছিল ধুলোকনা (Dhulokona)। এই তালিকায়ে দর্শকদের পছন্দের ধারাবাহিকের তালিকায় উপরের দিকেই থাকে ‘এই পথ যদি না শেষ হয়’। দ্বিতীয় স্থানে ছিল গাঁটছড়া এবং তৃতীয় স্থানে ছিল ১ বছরেরও বেশি টিআরপি লিস্টে (TRP List) শীর্ষে থাকা মিঠাই (Mithai) সিরিয়াল।

এই ধারাবাহিকের প্রধান দুই চরিত্রে আছে উর্মি ও সাত্যকি। তার মিষ্টি প্রেমে মন মজে ছিলেন দর্শকরা বেশ কিছুদিন ধরে। এই সিরিয়ালের মূল ইউ এস পি ( USP ) হল মধ্যবিত্ত একান্নবর্তী বাঙালি পরিবার। এই সিরিয়ালের প্রতিটি সম্পর্ক তৈরি হয়েছে একেবারে বাস্তব জীবনের মোড়কে। শনিবার এই সিরিয়ালের ( Serial ) নতুন একটি প্রোমো প্রকাশ পেয়েছে।  যাতে দেখা যাচ্ছে ধারাবাহিকের খল চরিত্র মিশমি দাস।

serial jpj

শনিবার ( Saturday )  এই সিরিয়ালের নতুন একটি প্রোমো প্রকাশ পেয়েছে।  যাতে দেখা যাচ্ছে ধারাবাহিকের খল চরিত্র মিশমি দাস ( Mishmee Das )। কলকাতা  ( Kolkata ) থেকে দূরে থাকার সময়েই দর্শকদের মধ্যে তার কামব্যাক নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। সেই  জল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি প্রকাশ্যে এসেছে  ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের এই প্রোমোটি। সিরিয়ালে মিশমির চরিত্রের নাম রিনি।

আরও পরুনঃ এ যেনো সেই একই লাস্যময়ী অবতার ! দেবশ্রী গাওয়া ‘আর কত রাত এক থাকবো’ উস্কে দিল বাঙালির স্মৃতি

প্রোমোতে দেখা যাচ্ছে সরকার বাড়িতে রবীন্দ্র জয়ন্তীর আয়োজন করা হয়েছে সেখানে মাউথ অর্গান বাজাচ্ছিল সাত্যকি। বার পর্দায়ে দেখতে  পাওয়া যায় উর্মির দাদাকে। সে জানায়ে বোম্বে থেকে তার বোন এসে তাদের অনুষ্ঠানকে আরও সুন্দর করে তুলবে, এবং সে হিন্দি গানে নাচবে। শুনে সকলের মাথায়ে হাত। হিন্দি গানে রবীন্দ্রজয়ন্তী! এও আবার সম্ভব নাকি। বোম্বের এই নায়িকা আর কেউ নন রিনি ওরফে মিশমি। তাঁকে দেখা মাত্রই উর্মি অবাক হয়ে যায়।

এর আগে মিশমি দাসকে দেখা গেছে জি বাংলার (  Zee Bnagla )  বহুল প্রচলিত ধারাবাহিক রাজযোটকে ( Rajjotok )। এই ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছারাও অভিনয় করেছেন প্রেমের ফাঁদে ( Premer fade )। তার প্রথম ধারা্বাহিক কিছু না বলা কথা ( Kichu na bola kotha )। তার প্রথম ধারাবাহিকে অর্জুন চক্রবর্তির ( Arjun Chakroborty ) বিপরীতে অভিনয় করেছেন তিনি।

আরও পরুনঃ দম্ভেই নাকি সিগারেট ধড়িয়ে ফেলেন, বেড়িয়ে আসল শাহরুকের বদাভ্যাসের গল্প




Leave a Reply

Back to top button