Samantha – না খেলেও চলবে, কিন্তু সেক্স চাই! পছন্দ সম্পর্কে জিজ্ঞাসা করতেই স্পষ্ট জবাব অভিনেত্রীর
বেশ কিছুদিন ধরেই তামিল অভিনেত্রী সামান্থা আক্কিনেনি (Samantha Akkineni) তার জীবনের পেশাগত (Professional) ও ব্যক্তিগত (Personal) উভয় ক্ষেত্রেই নানা কাজের জন্য সংবাদপত্রের শিরোনামে (Headline) উঠে এসেছেন। তামিল ছবির পাশাপাশি হিন্দী ওয়েবসিরিজ (Webseries) গুলিতেও দাপিয়ে অভিনয় করছেন তিনি। সম্প্রতি তার অভিনীত ‘ফ্যামিলি ম্যান’ (Family Man) নামক হিন্দী ওয়েবসিরিজটি জনপ্রিয়তার শীর্ষে স্থান পেয়েছে। সামান্থার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ বলি সিনেমা থেকে ওয়েবসিরিজেও অনেক কলাকুশলীরাই।
সামান্থা আক্কিনেনি তার পেশাগত জীবনের বাইরেও তার ব্যক্তিগত পসন্দ ও অপসন্দ, জীবনযাপন নিয়ে স্পষ্ট বক্তব্যের জন্যও দর্শকমহলে তিনি বরাবরই বেশ পছন্দের। তবে এই কারণে বারংবার সমালোচনার (Controversy) মুখেও পড়তে হয় অভিনেত্রীকে। সম্প্রতি তার ২০১৭ সালের একটি ভিডিও নেটদুনিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ঐ বছরে জেএফডব্লুউ ম্যাগাজিনের (JFW Magazine) জন্য শ্যুট করা একটি সাক্ষাৎকারের ভিডিওতে অভিনেত্রী সামান্থাকে প্রশ্নপর্বে বেছে নিতে বলা হয় ‘যৌনতা’ (Sex) ও ‘খাবার’ (Food) এই দুটির মধ্যে যে কোনো একটিকে।
-
দুবেলার অন্ন জোগাড়ে হিমশিম খেয়েও গান গেয়ে মন কাড়ছেন আসিমDecember 14, 2023
-
বড়পর্দায় ফিরছে তনু-মনুDecember 14, 2023
-
Breaking: সিকিমের ঋতুর প্রথম তুষারপাত, দেখুন ভিডিওDecember 13, 2023
অভিনেত্রী প্রায় এক মিনিটের কাছাকাছি চুপ করে থাকার পর হেসে বলেন, “এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন।” সাথে সাথেই তিনি হেসে যৌনতাকে বাছাই করে বলেন, “যৌনতা। কারণ আমি যে কোনো একদিন ক্ষুধার্তভাবে কাটিয়ে দিতে পারবো।” জবাব শেষ হতে না হতেই হাসিতে ফেটে পড়ে অভিনেত্রী সহ ঐদিন ম্যাগাজিনের শ্যুটে উপস্থিত থাকা সকলেই। এই ভিডিও ও ভিডিওতে দেওয়া অভিনেত্রীর উত্তরকে কেন্দ্র করে নেটদুনিয়ায় শুরু হয়েছে নানান জল্পনা। বিশেষ করে অভিনেত্রীর বিবাহ-বিচ্ছেদের (Divorce) পরেই আরো বেশি করে চর্চায় এসেছে এই ভিডিওটি।
আরও পড়ুনঃ থাকছে কড়া বিধিনিষেধ, হেলিকপ্টার থেকে বিয়ের আসরে নামবেন ভিকি-ক্যাট
চলতি বছরের অক্টোবর মাসের শুরুতে তামিল অভিনেতা নাগা চৈতন্যের (Naga Chaitanya) সঙ্গে ডির্ভোস ফাইল ( Divorce File) করেছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। ব্যাক্তিগত জীবনের এই ধাক্কাকে সহজে পার করে যেতে পেশাগত জীবনে অনেক বেশি মনোনিবেশ করেছেন অভিনেত্রী। ইতিমধ্যেই তিনি তামিল (Tamil) ও তেলেগু (Telegu) ভাষার দুটি দ্বিভাষিক ছবির কাজ শেষ করেছেন। পাশাপাশি সই করেছেন একটি বড় বাজেটের বিদেশী ছবি ‘অ্যারেঞ্জমেন্টস অফ লাভ’ (Arrangements of Love) সিনেমাতে। সামান্থা অভিনীত পরিচালক গুণশেখরের ‘শকুন্তলম’ (Shakuntalam) এবং পরিচালক ভিগনেশের ‘কাথুভাকুলা রেন্ডু কাধাল’ (Kaathuvaakula Rendu Kaadhal) মুক্তির অপেক্ষায়।