রণক্ষেত্রে স্যান্ডি! কিরণ-সিনেবাপের বচসার ঝড় থামাতে ব্রম্ভাস্ত্র তাঁর ঠোঁট কাটা মন্তব্য

রাখী পোদ্দার, কলকাতা : বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললেই একটা জিনিসই চোখে পড়ছে সবার। লড়াই লড়াই আর লড়াই। না না এটা কোনো দেশের সাথে অন্য দেশের লড়াই না। এই লড়াই হল আমাদেরই বাংলার দুই ভিডিও ক্রিয়েটারদের। ‘দাদাগিরি’ ( Dadagiri) তে ইউটিউবারদের পর্ব নিয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের মধ‍্যে বিভেদের বিতর্ক উস্কে দিয়েছিলেন সিনেবাপ ( Cinebap) মৃন্ময় দাস‌ (Mrinmoy Das)। কটাক্ষ করেছিলেন দাদাগিরিতে অংশ নেওয়া অন্যান্য ইউটিউবারদেরও। এর পাল্টা জবাবও দিয়েছেন বং গাই ( Bong Guy) কিরণ দত্ত (Kiran Dutta)। দুই ইউটিউবারের মধ্যে চলছে নিরন্তর কাদা ছোঁড়াছুঁড়ি। যার শেষ কোথায় কেউ জানে না সেটা। এবার এই লড়াইয়ের মধ্যে এন্ট্রি নিলেন বাংলার আরও এক জনপ্রিয় ভিডিও ক্রিয়েটার স্যান্ডি সাহা ( Sandy Saha)।

 

সিনেবাপ এবং বং গাই দুজনেরই পরিচিত স্যান্ডি। তো এবার প্রশ্ন হল এই কাদা ছোঁড়াছুঁড়ির লড়াইয়ে কাকে সাপোর্ট করবে স্যান্ডি ( Sandy Saha)? সেই কথা অবশ্য স্পষ্ট ভাবে বললেন নিজেই। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেন, দাদাগিরির এপিসোডে তাঁকেও ডাকা হয়নি। আরও অনেককেই তো ডাকেনি। ডাকেনি বলে হয়তো মৃন্ময়ের খারাপ লেগেছে। কিন্তু, উত্তর এবং দক্ষিণবঙ্গ নিয়ে যে ঝগড়াটা সিনেবাপ করছে, সেটা একেবারেই ঠিক নয়। এই বিষয়টিকে একেবারেই সমর্থন করছেন না তিনি। স্যান্ডির মতে, বিষয়টি নিয়ে বাচ্চাদের মতো লড়াই শুরু করেছে মৃন্ময়।

আরও পড়ুন : শাহরুখ-আমিরের জন্য শেষ হয়েছে জীবন! খানদের কাঠ গড়ায় তুলে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন মিস ইন্ডিয়ার

img 20220524 172812
Sandy Saha

তিনি আরও বলেন, বাংলা ইন্ডাস্ট্রিতে বহু ক্রিয়েটার রয়েছে এখন। সবাইকে তো একসঙ্গে ডাকা সম্ভব নয়। এবার ডাকেনি তো কি হয়েছে পরের বার ডাকবে। আর সবটা তো চ্যানেলের সিদ্ধান্তের উপর নির্ভর করে। এটা তাঁদের ব্যাপার। কাকে ডাকবে আর কাকে ডাকবে না। এমন অনেক অনুষ্ঠান রয়েছে যেখানে সিনেবাপ মৃন্ময়কে ডেকেছে। তাঁকে ডেকেছে। কিন্তু বাকিদের ডাকেনি। তিনি তো সিরিয়ালও করেছেন। তাহলে কী তা নিয়ে বাকিরাও ঝগড়া করতে শুরু করবে? তাঁদের কেন ডাকেনি সেই প্রশ্ন করবে? তাঁর মতে পুরোটাই বোকা বোকা ঝগড়া। সিনেবাপ শুধু বং গাই নয়, দাদাগিরির ওই পর্বের অন‍্যান‍্য ইউটিউবারদের ( YouTubers) ও অপমান করেছিলেন। এ প্রসঙ্গে স‍্যান্ডি জানান, তিনি ইউটিউবার ঝিলম গুপ্তকে ব‍্যক্তিগত ভাবে চেনেন। ঝিলমদি খুবই নিরপেক্ষ। বং গাই কেন অন‍্য কারোর গ্রুপেই তিনি থাকেন না। সকলেই নিজের যোগ‍্যতায় জায়গা পেয়েছেন দাদাগিরিতে।

আরও পড়ুন : ‘ঋষিকে ভুলে দিব্যি আছেন নিতু’, ট্রোলারদের ধারণা ভেঙে যোগ্য জবাব দিলেন ঋষি-জায়া

img 20220524 172830
Sandy Saha-Kiran Dutta

মৃন্ময়কে সমর্থন না করলেও বং গাইয়ের সাপোর্টে কোনো কনটেন্ট বানাতেও নারাজ তিনি। তাঁর মতে তিনি যদি এটা করেন তাহলে সবাই ভাববেন তিনি কিরণকে তেল দিচ্ছেন। যেটা তিনি একেবারেই করেন না। তবে বং গাই এর বাবার দুর্ঘটনা নিয়ে সিনেবাপের ওরকম মন্তব্য বা বান্ধবীকে নিয়ে করা মন্তব‍্য মানতে পারছেন না স‍্যান্ডি। সিনেবাটকে পাল্টা জবাব দিতেই গায়ে লেগেছে তাঁর। এ প্রসঙ্গে স্যান্ডি ( Sandy Saha) পরিষ্কার বলেছেন, ঢিল ছুড়লে পাটকেল খেতে হয়। প্রথম ভিডিওতে কিরণের বান্ধবীকে নিয়ে মন্তব্য করেছিল মৃন্ময়। সেই বিষয়গুলি নিয়ে পাল্টা জবাব দিয়েছে কিরণ। আমি কিরণের ভিডিও দেখেছি। মৃন্ময়ের বউকে নিয়ে কোনও নোংরা কথা বলেনি কিরণ। পাশাপাশি তিনি এও বলেন, মৃন্ময় বলেছেন তিনি কিরণ ও তাঁর বান্ধবীর ছবি ফাঁস করে দেবেন। স‍্যান্ডির কাছেও মৃন্ময়ের বেশ কিছু ছবি রয়েছে। যা চাইলে তিনিও ফাঁস করে দিতে পারেন।তবে সেসব ছবি পাবলিক করার এক্তিয়ার কারোরই নেই বলে মনে করেন তিনি।




Leave a Reply

Back to top button