মুখ পুড়েছে মাদককাণ্ডে , সম্মান বাঁচাতে নয়া অবতারে বাদশাপুত্র আরিয়ান

বেশ কিছুদিন ধরেই শিরোনামের শীর্ষে উঠে আসছেন আরিয়ান খান ( Aryan Khan ) । কখনো মাদক কাণ্ডে কিংবা কখনো অশ্লীল আচার ব্যাবহারের জন্য । তবে এখন তিনি পুনরায় পাপারাৎজিদের নজরে । এবার বিষয় অন্য । বেশ কিছুদিন ধরেই বি টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে আরিয়ান খান ( Aryan Khan ) নাকি বলিউডে কেরিয়ার শুরু করতে চলেছেন । বাবা নামকরা সুপারস্টার ছেলেও নিশ্চয় সেই পথই অনুসরণ করবে এর অন্যাথা কি হবে ! তবে ব্যাপারটা আলাদা , আরিয়ান নিজেও বেশ কিছু সংবাদমাধ্যমে জানিয়েছে , তিনি অভিনেতা নন বরং সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন । জানা গিয়েছে বাবার সাথে খুব শীঘ্রই হলিউড ফিল্মের রিমেক করতে দেখা যাবে তাকে ।

আরও পড়ুন …………Bengali Serial: বয়স বাড়লেও গুণের কমতি নেই সাবুদির,জন্মদিনে রহস্য ফাঁস করলেন মানালি

গত অক্টোবর মাসে বেশ জটিলতার মধ্যেই ছিলেন আরিয়ান । কর্ডেলিয়া মাদক কাণ্ডে নাম জড়ানোর পর থেকেই নেটিজেনদের কড়া সমালোচনার মুখে পড়ে শাহরুখ রাজপুত্র । পরবর্তীতে জামিন পেয়ে যান । এর পরেই মনস্থির করেন সিনেমা পরিচালনা করার । পূর্বে বিদেশে গিয়ে ফিল্ম নিয়ে পড়ার পরিকল্পনা থাকলেও মাদককাণ্ডের জেরে তা সম্ভব হয়নি । তাই বর্তমানে মুম্বাই থেকেই কাজ করার ইচ্ছে জানিয়েছেন। প্রাপ্ত খবর অনুযায়ী , আরিয়ান ইদানিং প্রচুর হলিউড সিনেমা দেখছে । পরিচালন দক্ষতা বাড়ানোর প্রতি বিশেষ মনোনিবেশ করেছে । বেশ কয়েকটি সিনেমা ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়ে গিয়েছে । খুব তাড়াতাড়ি সুখবর দিতে চলেছেন বাদশাপুত্র ।

আরও পড়ুন …………তামিলনাড়ুতে জিততে পারবে না বিজেপি, Rahul Gandhi কে খোঁচা বিজেপির অমিত মালব্যের

বেশ কিছুদিন আগেই আইপিএল এর নিলামে কলকাতা নাইট রাইডার্স এর হয়ে উপস্থিত থাকতে দেখা গিয়েছে বাদশাপুত্রকে ( Aryan Khan )। এর আগেও বেশ কয়েকবার তাকে দেখা গিয়েছিল । তবে খেলাধুলোর থেকেও তিনি বেশি মনযোগী সিনেমার প্রতি । সিনেমার প্রতি তার আকর্ষণ ও ভালোবাসা অনেক আগেই থেকেই , যা বরাবরই আরিয়ান ( Aryan Khan ) প্রকাশ করে এসছে । ছেলের এই আগ্রহ ও উৎসাহ দেখে বাবা শাহরুখও (Shah Rukh Khan) সহযোগিতা করছেন । শাহরুখ (Shah Rukh Khan) অবশ্য এখন অনেক ব্যস্ত নতুন ওয়েভ সিরিজের কাজ নিয়ে । এছাড়াও সামনে মুক্তি পাবে কবির খান পরিচালিত ফিল্ম ” পাঠান ” । অনেকগুলো নতুন ছবির কাজও রয়েছে সুপারস্টারের ঝুলিতে । সম্প্রতি তিনি দক্ষিনী পরিচালক অ্যাটলি-র সঙ্গেও চুক্তিতে আবদ্ধ হয়েছেন ।

ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছে , মাদক মামলার দ্রুত নিষ্পত্তি সম্পন্ন হলে ফিল্ম নিয়ে পড়াশুনোর জন্য বাইরে যাবে আরিয়ান । আপাতত ছেলে আরিয়ান বাবাকে অনুসরণ করে সিনেমার পথেই এগোচ্ছে ।




Leave a Reply

Back to top button