হারিয়েছেন নিজের ১২ বছরের সন্তানকে ! শিল্পার পোস্ট ঘিরে শোকস্তব্ধ নেটপাড়া

অনীশ দে, কলকাতা: ৯০ দশকে বলিউডের অন্যতম অভিনেত্রী হচ্ছেন শিল্পা শেঠি (Shilpa Shetty)। শাহরুখ হোক কিংবা সালমান, অজয় দেবগন বা অক্ষয় কুমার সবার বিপরীতে পর্দায় দেখা গিয়েছে শিল্পাকে। কিন্তু রাজ কুন্দ্রার সাথে গাঁটছড়া বাঁধার পর থেকে প্রায় বিতর্ক যেনো আর তার পিছন ছাড়ছে না। আইপিএলে ম্যাচ ফিক্সিং হোক কিংবা অবৈধ ভাবে নীল ছবির শুটিং, প্রত্যেকবারই নাম জড়িয়েছে শিল্পা (Shilpa Shetty) ও তার স্বামীর।
কিন্তু সম্প্রতি ব্যক্তিগত জীবনে এক বড়ো ধাক্কার খেয়েছেন তিনি। হ্যা, এমনটিই জানিয়েছেন শিল্পা নিজে। শিল্পার ১২ বছরের সন্তানের মৃত্যু ঘটেছে। কিন্তু এর পিছনে কারন কী? সম্প্রতি শিল্পা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন এবং জানান তার ১২ বছর বয়সী পোষ্য মৃত্যুবরণ করায় তিনি দুঃখিত (Shilpa Shetty Pet died)। ভিডিওতে শিল্পা তার পোষ্য কুকুরের সাথে কাটানো কিছু মুহূর্ত তুলে ধরেন (Shilpa Shetty Pet died)। পোস্ট দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন পশুপ্রেমীরা।
শিল্পা তার পোষ্য প্রিন্সের সাথে কাটানো বিভিন্ন ফ্রেমবন্দি মুহূর্ত গুলিকে এক জায়গায় করে এই ভিডিওটি বানিয়েছেন (Shilpa Shetty Pet died)। ৩০ সেকেন্ডের এই ভিডিও চোখ ভিজিয়েছে নেটিজেনদের। এই পোস্টের সাথে শিল্পা লেখেন, “আমাদের জীবনে আসার জন্য এবং 12 বছরেরও বেশি সময় ধরে আমাদের সেরা কিছু স্মৃতি দেওয়ার জন্য তোমায় ধন্যবাদ।তুমি আমার হৃদয়ের একটি টুকরো তোমার সাথে নিয়ে গিয়েছ… তুমি যে শূন্যতা রেখে গেলে তা কখনই পূরণ হবে না”।
আরও পড়ুন:খুব শীঘ্রই OTT-তে আসতে চলেছে KGF Chapter 2, এত কোটি টাকায় বিক্রি হল স্বত্ব
বড়পর্দায় শিল্পাকে (Shilpa Shetty) তার আগের অবতারে আর দেখতে না পেলেও রিয়ালিটি শো-এর বিচারকের আসনে সমলিয়েছেন শিল্পা। এমন কি যে সমস্ত ছবিতে অভিনয় করেছিলেন তার একটিও বক্স অফিসে লক্ষিলাভ করতে পারেনি। তার শেষ ছবি ছিল হাঙ্গামা ২ (Hungama 2), এই ছবিতে তার সাথে দেখা গিয়েছে বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়ালকে (Paresh Rawal)। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত হাঙ্গামা ছবিটি দর্শকদের পছন্দ হলেও সিক্যুয়েল ছবি দর্শকদের মনে দাগ কাটতে পারেনি।
View this post on Instagram
কিন্তু এবার রিয়ালিটি শো এর পাশাপাশি ওটিটিতে পদার্পন করতে চলেছেন শিল্পা। কিছুদিন আগেই রোহিত শেঠি ঘোষণা করেছিলেন ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ ওয়েব সিরিজের। যেখানে একজন পুলিশ অধিকতর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাকে। এই সিরিজে শিল্পার পাশাপাশি অভিনয় করতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং বিবেক ওবেরয়কে। এখন দেখার অপেক্ষা নতুন অবতারে কেমন ভাবে আত্মপ্রকাশ করবেন শিল্পা শেঠি।