গোপনে বিয়ে সেরেছেন শ্রুতি স্বর্ণেন্দু!ফাঁস হতেই লজ্জায় লাল শ্রুতি

রিমা শিয়ালী,কলকাতা: বাংলার বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রুতি দাস (Shruti Das) । টেলিভিশনের পর্দায় বিভিন্ন ধারাবাহিকে নিজের নিখুঁত অভিনয় দেখিয়ে দর্শক মহলে অনেক সুনাম কুড়িয়েছেন শ্রুতি ( Shruti Das ) । বিগত কয়েক বছর ধরেই পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের ( Swarnendu Samaddar ) সাথে প্রেমের বন্ধনে জড়িয়েছেন শ্রুতি ( Shruti-Swarnendu ) । তাদের সম্পর্ক যেন একটি খোলা বইয়ের মত।নিজেদের সম্পর্কের ( Shruti-Swarnendu ) কথা কোনোদিনই গোপন রাখেননি অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া থেকে রিয়ালিটি শো সব জায়গাতেই নিজেদের সম্পর্কের কথা খোলাখুলি জানিয়েছেন অভিনেত্রী ( Shruti Das ) । তবে সম্প্রতি শোনা গেছে গোপনে নাকি বিয়ে সেরেছেন শ্রুতি এবং স্বর্ণেন্দু ( Shruti-Swarnendu ) । জি বাংলার রান্নাঘরে সুদিপার মুখ থেকেই শোনা গেছে এরূপ কথা।
অভিনয় জীবনে পা দেওয়ার পর থেকেই নানা কারণে বারংবার বিতর্কে চূড়ায় নাম উঠেছে শ্রুতির ( Shruti Das ) ।অভিনেত্রীর গায়ের রঙ থেকে শুরু করে স্বর্ণেন্দুর ( Swarnendu Samaddar ) সঙ্গে অসমবয়সী প্রেম, কোনকিছু নিয়েই তাকে কথা শোনাতে ছাড়েননি নিন্দুকরা। তবে বরাবরই নিন্দুকদের মন্তব্যের কোনো তোয়াক্কা না করে নিজের জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করে এসেছেন শ্রুতি ( Shruti Das ) ।শ্রুতির সাথে স্বর্ণেন্দুর সম্পর্ক ( Shruti-Swarnendu ) নিয়েও বারবার নিন্দুকরা বলেছেন জীবনে দ্রুত সফলতার জন্যই নাকি বয়সে বড় পরিচালকের সাথে সম্পর্কে জড়িয়েছেন শ্রুতি।এমনকি একথাও ওঠে যে তাদের সম্পর্ক ( Shruti-Swarnendu ) বেশিদিন টেকসই হবে না।
কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে বিগত কয়েক বছর ধরে খুবই ভালো ভাবে জীবন কাটিয়েছেন শ্রুতি এবং স্বর্ণেন্দু ( Shruti-Swarnendu ) ।তবে প্রথমদিকে স্বর্ণেন্দু ( Swarnendu Samaddar ) বয়সে বড় হওয়ায় শ্রুতির মা তাদের দুজনের সম্পর্ক ( Shruti-Swarnendu ) মেনে না নিলেও পরে মেনে নেন।একথা নিজেই একবার জানিয়েছিলেন শ্রুতি ( Shruti Das ) ।সম্প্রতি শোনা যাচ্ছে গোপনে নাকি বিয়ে সেরে ফেলেছেন শ্রুতি এবং স্বর্ণেন্দু ( Shruti-Swarnendu ) ।এরমধ্যেই মায়ের সাথেই জি বাংলার রান্নাঘর এ এসেছিলেন অভিনেত্রী শ্রুতি দাস। আর সেখানেই এমনই এক গোপন রহস্য ফাঁস করেছেন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: স্বামীর পরকীয়ায় অতিষ্ঠ হয়ে ডিভোর্সের সিদ্ধান্তে সহচরী! এবার কি ভাঙ্গতে চলেছে সংসার
জি বাংলার সোশ্যাল মিডিয়া পেজে রান্নাঘরের একটি ছোট ভিডিও পোস্ট করা হয়।সেই ভিডিওতে দেখা গেছে সুদীপা ওইদিন তার অনুষ্ঠানে শ্রুতি এবং তার মা কে স্বাগত জানাচ্ছেন। আর তারপরই তিনি শ্রুতির ( Shruti Das ) উদ্দেশ্যে প্রশ্ন করেন যে তাকে আগেও সুন্দর লাগতো তবে এখন যেন আরো বেশি সুন্দর লাগে এর রহস্য কি?এবং এতেই শ্রুতির মা উত্তর দেন যে শ্রুতি ছোট থেকেই এরকম হাসিখুশি থাকতে ভালবাসে। তার প্রত্যুত্তরে সুদীপা বলে যে শুনছি কীসব সইসাবুদও নাকি হয়ে গিয়েছে।আর একথা শুনেই লজ্জায় লাল হয়ে যান শ্রুতির।এমনকি একথার উত্তর দেননি শ্রুতির মাও।
আরও পড়ুন: শঙ্খ-মোহরের সম্পর্ক কি আদেও বাস্তব? অকপটে প্রতীক সেন