Sidharth Malhotra : ৩৭ এ পা দিলেন সিদ্ধার্থ মালহোত্রা, জন্মদিনে রইল অভিনেতার সেরা ৫ ছবির তালিকা

বলিউডের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ( Sidharth Malhotra )। দুর্দান্ত অভিনয়ের দৌলতে বর্তমানে প্রথমসারির অভিনেতাদের মধ্যেই একজন সিদ্ধার্থ। গতবছর আগস্টে অভিনেতার ‘শেরশাহ’ ছবি রিলিজ হয়েছিল, যা ব্যাপক জনপ্রিয় হয়। বীর শহীদ ক্যাপ্টেন বিক্রম বাত্রার (Captain Vikram Batra) কাহিনী এই ছবিটির মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে দর্শকদের কাছে। আজ অর্থাৎ ১৬ই জানুয়ারি অভিনেতার জন্মদিন, এবছর ৩৭ এ পা দিলেন অভিনেতা।
আজ অভিনেতার জন্মদিনে তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে ভক্তরা। এমনকি বলিউডের অভিনেতা অভিনেত্রীরাও সিদ্ধার্থকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ক্যাটরিনা কাইফ, রাকুল প্রীত, অনুষ্কা শর্মা থেকে শুরু করে দক্ষিণী অভিনেত্রী রাশ্মিকা মান্দানা সিদ্ধার্থকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নিজেদের ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করেছেন। এছাড়াও অনেকেই নিজেদের সোশ্যাল মিডিয়া থেকে শুভ জন্মদিনের বার্তা দিয়েছেন।
বর্তমানে শেরশাহ ছবির জন্য ব্যাপক জনপ্রিয়তা পেলেও এখদিক সুপারহিট ছবিতে দেখা গিয়েছে সিদ্ধার্থ মালহোত্রাকে। ২০১২ সালে স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন অভিনেতা। এরপর একাধিক ছবি করেছেন। আজ আপনাদের সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত সেরা পাঁচটি ছবির সম্পর্কে জানাবো। চলুন দেখে নেওয়া যাক সিদ্ধার্থ অভিনীত সেরা পাঁচটি ছবি।
১. শেরশাহ
বীর শহীদ ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবন কাহিনী নিয়ে তৈরী হয়েছিল এই ছবি। ছবিতে বিক্রম বাত্রার চরিত্রেই অভিনয় করেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। সিদ্ধার্থের বিপরীতে বিক্রম বাত্রার প্রেমিকার চরিত্রে ছিলেন অভিনেত্রী কিয়ারা আডবাণী। দুজনের দুর্দান্ত অভিনয় ও জুটি দর্শকদের বেশ পছন্দ হয়েছে। মুভি রেটিং ওয়েবসাইট Imdbতে এই ছবিটি ৮.৭ পেয়েছে ১০ এর মধ্যে।
২. এ জেন্টলম্যান
২০১৭ সালে রিলিজ হয়েছিল সিদ্ধার্থ মালহোত্রার এই ছবিটি। ছবিতে ভদ্র সভ্য ছেলের চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্থ যার কাছে ভালো চাকরি, বাড়ি থেকে টাকা সবই রয়েছে শুধু বিয়ের জন্য পাত্রী নেই। মেয়ের খোঁজ করতে গিয়ে কাব্যর সাথে পরিচয় আর তাদের প্রেমকাহিনী নিয়েই তৈরী ছবি। ছবিতে সিদ্ধার্থের বিপরীতে জ্যাকলিনকে দেখা গিয়েছে। এই ছবিটি Imdb তে ৬.২ রেটিং পেয়েছে ১০ এর মধ্যে।
৩. কাপুর অ্যান্ড সন্স
২০১৬ সালে আলিয়া ভাটের সাথে কাপুর অ্যান্ড সন্স ছবিতে দেখা গিয়েছিল। ছবিটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল দর্শক মহলে। Imdb তেও ৭.৭ রেটিং পেয়েছিল ছবিটি ১০ এর মধ্যে।
৪. দ্য ভিলেন
২০১৪ সালে রিলিজ হয়েছিল দ্য ভিলেন ছবিটি। ছবিতে শ্রদ্ধা কাপুরের সাথে দেখা গিয়েছিল সিদ্ধার্থ মালহোত্রাকে। সেই সময় ছবিটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল। আর Imdb তে ১০ এর মধ্যে ৬.৫ রেটিং পেয়েছিল।
আরও পড়ুন : India Got Talent : সাথীর নাচের তালেই মাতল গোটা দেশ, বঙ্গকন্যার কপালে নয়া পালক
৫. হাসি তো ফসি
২০১৪ সালেই হাসি তো ফসি ছবিটি রিলিজ হয়েছিল। ছবিতে পরিণীতি চোপড়ার সাথে দেখা গিয়েছিল সিদ্ধার্থকে। ছবিটি ব্যাপক হিট না হলেও বেশ জনপ্রিয়তা পেয়েছিল। Imdbতে ৬.৮ রেসিং রয়েছে এই ছবিটির।