Anupam Ray divorce : ফের বিচ্ছেদের সুর টলি পাড়ায়! স্ত্রী এখন শুধুই বন্ধু, ডিভোর্স অনুপমের

“তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর”- অন্য কারোর সঙ্গে ঘর বাঁধার কোনো খবর সামনে না এলেও অনুপম রায় ও পিয়া চক্রবর্তী আপাতত একে অপরের “প্রাক্তন”। বৃহস্পতিবার দুপুরেই ট্যুইট করে নিজের বিবাহ বিচ্ছেদের কথা জানালেন গায়ক অনুপম রায়। স্ত্রী পিয়ার সঙ্গে বর্তমানে সম্পর্ক শুধুই বন্ধুত্বের এমনটাই লিখেছেন গায়ক নিজের ট্যুইটে। বেশ কিছুদিন আগেই বলি অভিনেতা আমির খান ও কিরণ রাও ট্যুইট করে জানিয়েছিলেন, বিবাহ-বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেও বন্ধু এবং সহকর্মী হিসাবে একে অপরের পাশে সবসময়ই থাকবেন তাঁরা। ফের এই একই সুর শোনা গেল গায়ক অনুপম রায়ের গলাতেও।

তিনিও ট্যুইটে লিখেছেন, “আমরা, অনুপম এবং পিয়া, যৌথভাবে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। এরপর থেকে আমরা স্বাধীনভাবে বন্ধু হিসাবে জীবনকে এগিয়ে নিয়ে যাব। আমাদের একসঙ্গে যাত্রাপথ ছিল সুন্দর যেখানে রয়েছে অসংখ্য মনে রাখার মতো অভিজ্ঞতা ও আনন্দের স্মৃতি। আমাদের মধ্যে কিছু ব্যক্তিগত দুরত্বের কারণেই আমরা এই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। যা আমাদের দুজনের ভবিষ্যতের জন্যই ভালো। তবে আমরা এখনও ঘনিষ্ঠ বন্ধু হিসাবে একে অপরের পাশে থাকব। আমরা আমাদের সকল বন্ধু, পরিবার ও শুভানুধ্যায়ীদের কাছে কৃতজ্ঞ, যাঁরা আমাদের প্রতিটি পদেক্ষেপে আমাদের পাশে ছিল। তাঁদের কাছে আমাদের অনুরোধ, আগামীদিনেও তাঁরা যেন আমাদের পাশে থাকেন এবং আমাদের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান দিয়ে এই বদলে যাওয়া সম্পর্ক যেন মেনে নেন তাঁরা।” অনুপম রায়ের ট্যুইটের বেশ কিছুক্ষণ বাদে এই একই বক্তব্য লিখে পোস্ট করেন স্ত্রী পিয়া চক্রবর্তী।

অনুপম রায়,বিবাহ বিচ্ছেদ,ট্যুইটার,সম্পর্কের ইতি,tbcAnupam Roy,Divorce,Twitter,End of Relationship,tbc,তারকাদের ঘরের খবর,তারকাদের অন্দরমহল,টলি-বলির রোজনামচা,সম্পর্কে ভাঙন,অনুপম রায়ের জীবনের গল্প,News of the house of the stars,the inner court of the stars,the tolly-sacrifice diary,the break-up,the life story of Anupam Roy,Anupam Roy,Singer,Celebrity

২০১৫ সালে ৬ই ডিসেম্বর পিয়ার সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অনুপম। পিয়া নয়ডার বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সময় তাঁর আলাপ হয় অনুপমের সঙ্গে। আলাপ থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম, প্রেম থেকে বিয়ের পিঁড়ি। ততদিনে অবশ্য অনুপম রায়ের প্রথম বিবাহ-বিচ্ছেদ সম্পন্ন হয়ে গেছিলো। ফের ৬ বছর পর দ্বিতীয়বার বিবাহ-বিচ্ছেদের সিদ্ধান্ত অনুপমের।

গত ১৪ ই অক্টোবর অনুপমকে ‘প্রিয়’ সম্বোধন করে অনুপম ও তাঁর পরিবারের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন পিয়া। অনুপমের মতন পিয়াও একজন সঙ্গীতশিল্পী। অনুপমের পরিচালনায় একটি একক রবীন্দ্র-গীতির অ্যালবামও রয়েছে পিয়ার। এছাড়াও অন্যান্য সামাজিক কাজেও জড়িত অনুপমের দ্বিতীয় প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী। টলি টাউনের এই হ্যাপি কাপেল যে বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে পারেন,তা অনেকেরই ধারণাতীত ছিল। তাঁদের মধ্যেকার গভীর বন্ধুত্বই হয়তো তাঁদের বিচ্ছেদকে এত স্বাভাবিক ও সহজ করে তুলতে পেরেছে। তবে এই বিষয়ে এখনও মুখ খোলেননি ইন্ডাস্ট্রির অনুপম-ঘনিষ্ঠরা।




Back to top button