জুহি চাওলার থেকেও বেশি সুন্দরী তার কন্যা! দেখুন তারকা কন্যার চোখ ধাঁধানো ছবি

বলিউডে প্রায় সকল অভিনেতা ও অভিনেত্রীদের সন্তানরা চর্চায় রয়েছেন। সেটা শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর , শাহরুখ পুত্র আরিয়ান , শাহরুখের কন্যা সুহানা। আবার সইফ কন্যা সারা হোক বা চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডে ই হোক। সিলভার স্ক্রিনে এরা সকলেই প্রায় কম বেশী চর্চায় রয়েছেন। এই বার এই তালিকায় একটা ছোট্ট সংযোজন করা হয়েছে। বলিউড অভিনেত্রী জুহি চাওলার সাথে প্রায় সকলেই পরিচিত । এখানে আলোচনা বলিউড অভিনেত্রী জুহি চাওলার কন্যা জাহ্নবী মেহতা সম্পর্কিত। জুহি কন্যা জাহ্নবী মেহতার সৌন্দর্যে মাত বলিউড অভিনেতা থেকে অভিনেত্রীদের একটা বিরাট অংশ ।

জুহি কন্যা জাহ্নবী মেহতার নাম বলিউডের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকলেও তার নাম খুব কম লোকেই শুনেছেন। অভিনেত্রী না হলেও বলিউড ইন্ডাস্ট্রির একসময়ের প্রথম সারির অভিনেত্রী জুহি চাওলার কন্যা হল এই জাহ্নবী মেহেতা। অন্যান্য সেলেব কন্যার মতো তিনি খুব একটা প্রচারের আলোয় আসেননি। অভিনয়ের পরিবার থেকে এসেও লাইমলাইট থেকে জুহি কন্যা জাহ্নবী মেহতার অবস্থান শত ক্রোশ দূরে অবস্থিত। কন্যা ছাড়াও জুহির রয়েছে এক পুত্র সন্তানও। অভিনেত্রী জুহি চাওলারকন্যা জাহ্নবী মেহতার সিলভার স্ক্রিনের সাথে কোন প্রকারের সম্পর্ক না থাকলেও পড়াশোনায় মেধাবী অভিনেত্রীর দুই সন্তানই। জাহ্নবী মেহতা ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের সেরা দশ ছাত্র-ছাত্রীর মধ্যে ছিলেন। তিনি লন্ডন স্নাতক ডিগ্রী অর্জন করতে করেছেন।

untitled 33
আরও পড়ুন ….টলিউড থেকে সাউথে পাড়ি, নতুন ভাষা রপ্ত করতে ব্যাস্ত মধুমিতা
আরও পড়ুন ….ঘরের মেয়ে রুকমা স্টার জলসা ছেড়ে জি বাংলার পর্দায়! ফের মাম্পির সাথে জুটি বাঁধবে ‘রাজা’ ওরফে রাহুল
জাহ্নবী মেহতা ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের সেরা দশ ছাত্র-ছাত্রীর মধ্যে ছিলেন। তিনি লন্ডন স্নাতক ডিগ্রী অর্জন করতে করেছেন। পড়াশোনায় মেধাবী হলেও অভিনয় জগতের প্রতি কোন প্রকারের আগ্রহ নিয়ে জুহি কন্যা জাহ্নবী মেহতার। জানা গেছে তিনি নাকি অদূর ভবিষ্যতেও পড়াশোনার জগতে থাকতে চান এবং বড় লেখিকা হিসেবে নিজের ক্ষ্যাতি অর্জন করতে চান। তবে অভিনয় জগতে না থাকলেও একেবারেই তিনি অভিনয়কে অপছন্দ করেন না। জানা গেছে জাহ্নবীর প্রিয় অভিনেতা হলেন বরুন ধাওয়ান।
আরও পড়ুন ….যেখানে জন্মদিনের কেক থাকত, আজ সেখানে মৃত বাবার ছবি! বাবার মৃত্যুশোক সামলে মুখ খুলল অভিষেক কন্যা
খুব সম্প্রতি ঘটে যাওয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট টাটা আইপিএল ( Tata IPL ) এর অকশান টেবিলে দেখা যায়। কলকাতা নাইট রাইডার্স এর টেবিলে সেদিন সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জাহ্নবী মেহতা। প্লেয়ার নির্বাচনে রীতিমতো অকশান টেবিলে তাক লাগিয়ে দিয়েছিলেন জুহি কন্যা। আইপিএলের নিলামের সময় কলকাতা নাইট রাইডার্সের টেবিলে পাশপাশি বসে থাকতে দেখা যায় শাহরুখ পুত্র আরিয়ান খান ও জুহি কন্যা জাহ্নবী মেহতাকে।

আরও পড়ুন ….প্রসেনজিৎ ঋতুপর্ণাই শেষ করেছে অভিষেকের কেরিয়ার! নাম না করে সুপারস্টার জুটিকে ধুয়ে দিলেন স্ত্রী সংযুক্তা

প্রসঙ্গত, বলিউডে এক সময় মন মাতানো অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন জুহি চাওলা। বলিউডের জনপ্রিয় ছবি কায়াম্যাত সে কায়াম্যাত ত্যাক ছবি থেকে শুরু হয়েছে জুহি চাওলার হিট ছবির সূচনা। তার পর একের পর এক হিট ছবি মন জয় করে রেখেছে সমস্ত ভারতীয় সিনেমা প্রেমিদের মন। এই বলিউড অভিনেত্রী জুহি চাওলার কন্যা হল জাহ্নবী মেহতা। এক সময়ের প্র থম সারির অভিনেত্রী জুহির কন্যা জাহ্নবী মেহতা অভিনয় জগত থেকে দূরে থাকলেও তার সৌন্দর্যে টেক্কা দিতে পারে বলিউডের একাধিক জনপ্রিয় অভিনেত্রীদের।




Leave a Reply

Back to top button