‘রিয়েলিটি শো মানেই টাকার খেলা’, মুখ খুললেন সোনু নিগম

বলিউডের জনপ্রিয় গায়কদের মধ্যে অন্যতম হলেন সোনু নিগম ( Sonu Nigam )। তাকে চেনে না এমন শ্রোতা খুব কম আছে। একসময় বলিউডের বহু সিনেমায় তিনি অনেকগুলো গান করেছিলেন। বহু গান আজও সমানভাবে হিট। অনেক হিট গানের জনক সোনু নিগম ( Sonu Nigam )। অনেক হিন্দি শো এর বিচারকের আসনেও দেখা গিয়েছে এই সুকণ্ঠি গায়ককে। তবে এখন খুব একটা দেখা যায় না এই গায়ককে। অনেক দিন ধরেই বড় হিন্দি চ্যানেলের গানের অনুষ্ঠানগুলিতে তাকে সেভাবে দেখা যায় না। এ প্রসঙ্গে সম্প্রতি তিনি তার বক্তব্য পেশ করেন। তিনি জানান, রিয়েলিটি শো থেকে তার মন উঠে গেছে। রিয়েলিটি শো’গুলোর অন্দরের কাহিনীগুলো তাকে ( Sonu Nigam ) রিয়েলিটি শো এর প্রতি বিরক্তি আনিয়ে দিয়েছে। তিনি জানান রিয়েলিটি শো’গুলোতে সত্যিকারের অর্থে রিয়েলিটি বলতে কিছুই থাকে না। থাকে সাজানো অভিনয় ও টাকার খেলা।

আরও পড়ুন………সম্ভাব্য চ্যাম্পিয়ান চেন্নাই, ট্রফি দেখছে ধোনি-‌জাদেজায় সমৃদ্ধ সুপার কিংস

Sonu Nigam

সম্প্রতি সোনুকে দেখা যাচ্ছে যে, বাংলা ইন্ডাস্ট্রির নামী গানের শো ‘সুপার সিঙ্গার সিজন ৩’তে। হিন্দি ছেড়ে হঠাৎ কেন তিনি বাংলায়! এ প্রশ্নের উত্তরও তিনি খোলসা করেন। তিনি জানান যে, হিন্দি রিয়েলিটি শো’গুলোতে সব কিছুই আগে থেকে রেডি করা থাকে। ওখানে কেবল নামেই বিচারক। ‘ইন্দিয়ান আইডল’ এর মত জনপ্রিয় শো’তে তিনি বিচারক হিসেবে মনোনিবেশ করতে পারছিলেন না। কারণ ওখানেও সবাই টাকা দিয়ে ফ্রেম কেনে। টাকার জোরেই সিলেকশন প্রসিডিউর সম্পন্ন হয়। তাই কে ভালো গাইল বা না গাইল তাতে কিছু যায় আসে না। সোনু জানান যে এই বিষয়গুলোর সাথে আপোস করা তার পক্ষে কঠিন ছিল। কিন্তু তিনি সে সময় নিরুপায় ছিলেন। টাকার অঙ্কের কাছে তিনি ছিলেন অসহায়। কেবলমাত্র অর্থেরও জন্যই তিনি বিচারকের ভূমিকা পালন করেছিলেন। একথা তিনি সরাসরি বলেন।

আরও পড়ুন………সেনায় যোগদানে মাঝরাতেই অনুশীলন, হবু আর্মির একনিষ্ঠতায় মজেছে নেটপাড়া

এসমস্ত কিছুর পরেও তিনি আবার বাংলা ইন্ডাস্ট্রির হাত ধরে নিজের মনের মত জায়গা খুঁজে পান। তিনি জানান বাংলা ইন্ডাস্ট্রির ‘সুপার সিঙ্গার ৩’ এই শো’টি তার অনেক ভালো লেগেছে। এখানের প্রোডাকশন হাউস এখনও অনেক বাস্তবমুখি। শুধু তাই নয় সোনু এখানে স্বাধীনভাবে মনের মত করে কাজ করতে পারছে। এই রিয়েলিটি শো’তে তাকে দেখা যায় বিচারক মোনালি ঠাকুর ও কুমার শানুর সঙ্গে। সম্প্রতি তার কোনও গান মুক্তি না পেলেও ভবিষ্যতে কাজ করার সম্ভাবনা তিনি উড়িয়ে দেননি।




Leave a Reply

Back to top button