ওটিটি দুনিয়ায় বাদশার পদার্পণ,নতুন বছরে ফ্যানেদের দিলেন নয়া চমক

আবারও মাস্টারস্ট্রোক প্ল্যান দিয়েই বাজিমাত করলেন বলিউডের কিং শাহরুখ খান ( SRK )। প্রতিবারের মতই তিনি আবারও ফ্যানদের চমকে দিলেন অভিনব কায়দায়। শুধু অভিনয় আর প্রযোজনাতেই তিনি নিজেকে সীমাবদ্ধ রাখলেন না। এবার আসছেন নয়া অবতারে। ফ্যানরা তাকে এবার অন্য ভূমিকায় দেখতে পাবে। এবার বলিউড বাদশা আসতে চলেছেন এক নয়া রুপে। সম্প্রতি তিনি তার সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করেছেন ওটিটি’তে ( OTT ) আসার কথা। তবে বিষয়টি একটু অন্য। তিনি ( king khan ) নিজে অভিনয় করছেন না,বরং নিজেরই একটি আস্ত প্ল্যাটফর্ম নিয়ে আসতে চলেছেন কিং খান ( SRK )। আর এ খবর প্রকাশ্যে আসা মাত্রই ফ্যানদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এর আগে কখনও নয়া বছরে ওটিটি’তে পদার্পণের কথা তিনি বলেননি। বাদশা ( SRK ) নিজেও বেশ সুন্দরভাবেই এই সুখবর তার ভক্তদের সাথে ভাগাভাগি করে নিয়েছেন। এর পড়েই শুভেচ্ছা ও উচ্ছ্বাসের বন্যা বয়ে যায় কমেন্ট বক্সে।
আরও পড়ুন………বাগডোগরা বিমানবন্দেরর রানওয়েতে ফাটল, চিন্তায় বিমান কর্তৃপক্ষ
শাহরুখ টুইটার ও ইন্সটা উভয় মাধ্যমেই একথা প্রকাশ করেন। মজার ব্যাপার হল বাদশার এই মাস্টারমাইন্ডের খেলা কেউ বুঝতে পারেনি। ঘুণাক্ষরেও কেউ টের পাইনি এই বিষয়টি। বেশ সুকৌশলে সকলের অন্তরালে রেখেছিলেন বিষয়টি। সময়মত নিজেই খবরটি প্রকাশ্যে আনেন। জানা গেছে এই প্ল্যাটফর্মটিকে তিনি নিজের মত করে সাজাতে চান। অনেক পরিকল্পনা রয়েছে এই ওটিটি’কে ঘিরে। অন্য ওটিটি থেকে কতটা আলাদা হবে কিং খানের এই নয়া চমক সেটা ভেবেই দিন কাটাচ্ছে শাহরুখ ভক্তরা। নিজের সামাজিক মাধ্যমে তিনি ছবি প্রকাশ করেছেন সেই সাথে নিজস্ব আঙ্গিকে ক্যাপশন দিয়েছেন কিং খান ওরফে শাহরুখ খান। ক্যাপশনে লিখেন ‘কুচ কুচ হোনে ওয়ালা হে,ওটিটি ম্যায়’। বোঝায় যাচ্ছে বেশ বড় রকমের ধামাকা দিতে চলেছেন কিং খান ওরফে বাদশা। কিং ইজ ব্যাক বলে স্লোগান দিচ্ছেন বাদশা ভক্তরা।
View this post on Instagram
দীর্ঘদিনের দিনের বিরতির পর বাদশাকে দেখা যাবে আসন্ন ছবি ‘পাঠান’এ ( Pathaan )। আবারও বড় পর্দায় নিজের ক্যালমা দেখাবেন অভিনেতা। এখানে তার বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। দীপিকাকে বাদশার সাথে শেষবার দেখা গিয়েছিল হ্যাপি নিউ ইয়ার সিনেমায়। সেখানে তাদের রসায়ন দর্শকদের মন কেড়েছিল। বহুদিন পর কিং খান ( SRK ) ও দীপিকাকে একসাথে দেখার জন্য ফ্যানরাও মুখিয়ে আছে। চলতি মাসের শুরুতেই পাঠান মুক্তির তারিখ ধার্য করা হয়েছে বলে জানা গেছে।