The Kapil Sharma Show ছাড়ার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য বঙ্গসন্তান সুমনার , জেনে নিন কারন

অনীশ দে, কলকাতা: দ্যা কপিল শর্মা শো(The Kapil Sharma Show Controversy) যে ভারতের অন্যতম বড় কমেডি শো তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই অনুষ্ঠানের সাথে জড়িয়ে রয়েছে অনেক বিতর্ক। ২০১৬ সালে এপ্রিলে শুরু হয় এই রিয়েলিটি শো। যারা যারা এই অনুষ্ঠান শুরু থেকে কপিলের সাথে ছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছে সুমনা চক্রবর্তী(Sumona Chakravarty)। বিগত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে সুমনা নাকি এই অনুষ্ঠান এবার ছেড়ে দিতে চলেছেন(The Kapil Sharma Show Controversy)। এই শোতে(The Kapil Sharma Show Controversy) কম সুযোগ পাওয়ার দরুন এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। কিন্তু এতদিন সুমনা চক্রবর্তী নিজে কিছুই জানাননি এই সম্পর্কে।
সম্প্রতি সুমনা চক্রবর্তী সংবাদমাধ্যমকে এই বিষয়ে জানান তিনি এখনও কপিল শর্মা শো(The Kapil Sharma Show Controversy) ছাড়েননি এবং ছাড়ার কোনো ইচ্ছাও নেই। কিন্তু সুমনার যে একটি নতুন শো আসছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তার নতুন শোটির নাম সোনার বাংলা। তার নতুন শোটি বাংলা কেন্দ্রিক। এই নতুন শো সম্পর্কে সুমনা(Sumona Chakravarty) জানান, “আমি এই শো- এর সাথে যুক্ত হতে পারার জন্য খুবই খুশি এবং যখন জি এর টিম প্রথমবার আমায় এই অফারটি দেয় আমি তখন খুবই উচ্ছসিত হয়ে পড়ি”।
তিনি আরো জানান, “আমি সবসময় বেড়াতে ভালোবাসি এবং আমার নিজের রাজ্যের ভিতরে ঘুরে বেড়ানো আমার কাছে এক অন্যরকমের ভালোলাগা”। মূলত হিন্দি ধারাবাহিকের মাধ্যমে তার(Sumona Chakravarty) পরিচিতি। কিন্তু দ্যা কপিল শর্মা শো- এ কপিলের স্ত্রী- এর ভূমিকায় অভিনয়ের পরে সারা ভারতবর্ষে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। কপিলের শোতে বলিউডের তামাম নামী অভিনেতারা এসেছেন। এমনকি বাদ যাননি ভারতের তারকা ক্রিকেটাররাও।
আরও পড়ুন:‘ভোট দিলেই নগ্ন হব’! দর্শকের নজর টানতে নগ্নতার হাতছানি পুনমের
শোনা যাচ্ছিল চলতি সিজনে(The Kapil Sharma Show Controversy) সুমনাকে মাত্র ২-৩ টি এপিসোডে দেখা যায়, যায় জেরে তিনি ছাড়তে চলেছেন এই শো। কিন্তু সুমনা এই গুজব সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছেন। এর আগে বিখ্যাত কমেডিয়ান সুনীল গ্রোভার এই শো থেকে বিদায় নেন।সুমনাকে(Sumona Chakravarty) প্রথমবার দেখা যায় মনীষা কৈরালা ও আমির খান অভিনীত ছবি মন(Mann)- এ, যে সময় তিনি মাত্র ১১ বছরের একজন শিশু ছিলেন। পরবর্তীকালে তিনি জনপ্রিয় ধারাবাহিক বারে আচ্ছে লাগতে হেয় (Bade Acche Lagte Hain)- এর অংশ হন এবং সেখানে নিজের অভিনয় দক্ষতা প্রমান করার নিরিখে তিনি সফল হয়েছেন। এরপর সনি টিভির কমেডি সার্কাস(Comedy Circus) শোতে কপিলের সাথে জুটি বাঁধেন এবং সেই শোতে প্রথম স্থানের অধিকারী হন।