‘কারও স্বামীই আমার সঙ্গে নিরাপদ নয়’, সানির বিস্ফোরক মন্তব্যে শোরগোল নেটপাড়ায়

সানি লিওন ( Sunny Leone ) নামটির সঙ্গে কে নাপরিচিত। সারা বিশ্ব পরিচিত এই জনপ্রিয় প্রাক্তন পর্ণ তারকার সাথে। বর্তমানে তিনি বলিউডের একজন সফল ও জনপ্রিয় অভিনেত্রী। বলিউড ইন্ডাস্ট্রিতে বেশ কিছু সফল সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী ( Sunny Leone )। বলিউডে তার অভিষেক ঘটে মূলত বিগ বস এর হাত ধরে। এরপর আর পেছনে ফিরে থাকাতে হয়নি। অসাধারণ সুন্দরী ও লাস্যময়ী এই অভিনেত্রীর পেছনে পাগল সমস্ত পুরুষরাই। সোশ্যাল মিডিয়ায় সানির ফ্যান ফলোয়ারও অসংখ্য। তরুণ প্রজন্মের মধ্যে সানি লিওনের চাহিদা ও গ্রহণযোগ্যতা অনেক বেশী। বলিউডের বহু তারকাদের সাথেই এই অভিনেত্রী ( Sunny Leone ) কাজ করেছেন। সানি এ প্রসঙ্গে জানান যে, বলিউডের অনেক তারকাই রয়েছেন যাদের সাথে তিনি কাজ করেছেন এবং তারা বিবাহিত। বিবাহিত পুরুষেরা তার সাথে অনেক সময় কাজ করতে পারে না। কারণ তাদের পত্নীরা এক্ষেত্রে বিরাট বাঁধা হয়ে দাঁড়ায়। কারণ এসমস্ত তারকাপত্নীরা মনে করেন যে সানির সাথে তাদের স্বামীরা নিরাপদ নয়। এ বিষয়ে সানি ( Sunny Leone ) জানান যে, তিনি বহুবার এই ধারণাটি ভাঙ্গার চেষ্টা করেছেন।

আরও পড়ুন…………‘আকর্ষণীয় সুপুরুষই আমার পছন্দ’, প্রকশ্যে এল কঙ্গনার টপ সিক্রেট
প্রসঙ্গত সানি আরও জানান যে, তিনি বিবাহিত পুরুষদের সাথে কাজ করার আগেই তাদের পত্নীদের সাথে আগে নিজে কথা বলেন। তাদের মধ্যে সেই আশ্বাসটি তিনি ভরে দিতে চান যে তাদের চিন্তার কোনও কারণ নেই। এরপরেও সানিকে অনেকবার সন্দেহের শিকার হতে হয়েছে। অনেক কাজ তিনি হারিয়েছেন কেবলমাত্র নীল চলচ্চিত্রে কাজ করতেন বলে এবং বিবাহিত সহকর্মীদের চাপে পড়ে। সানি এসবে মাথা ঘামান না। বরং সানি জানান যে, তার কাছে তার স্বামী ড্যানিয়েল শ্রেষ্ঠ। অন্যদের স্বামীর প্রতি তার কোনও আগ্রহ নেই। তিনি নিজের স্বামীর কাছ থেকেই সমস্ত চাহিদা পূরণে সক্ষম। তাই পরপুরুষ নিয়ে তিনি ঘামান না।
আরও পড়ুন…………আমি প্রেগন্যান্ট অন্ধ নই, গর্ভাবস্থায় শুটিংএ হেনস্থা নিয়ে মুখ খুললেন ভারতী ফারাহ
সানিকে বড় পর্দায় দেখা না গেলেও বিগত কিছু বছর তাকে রিয়েলিটি শো সঞ্চালনার দায়িত্বে দেখা গিয়েছিল। বলিউডে অভিষেকের পর থেকেই বেশ চুটিয়ে কাজ করেছেন এই অভিনেত্রী। সানি তার পরিবার নিয়ে সদাই খুশি সেটা তার ব্যক্তিগত জীবনের প্রতিচ্ছবি থেকেই বোঝা যায়। স্বামী ড্যানিয়েল তার সংসার আরও সম্পন্ন করে দিয়েছেন দুই ছেলে সন্তান ও মেয়ে নিশাকে নিয়ে। সামনেই নতুন কিছু কাজ নিয়ে সানি হাজির হতে চলেছে দর্শকদের সামনে। এখন অপেক্ষা কবে আসবে সেই নতুন কাজ।