“বিষয় খুব গুরুতর, তাই রাখতে চাইনি কমেডিয়ান”- কাশ্মীর ফাইলস বিতর্কে কপিলের পাশে অনুপম

রিমা শিয়ালী, কোলকাতা: সম্প্রতি মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রী ( Vivek Agnihotri ) পরিচালিত ছবি দ্য কাশ্মীর ফাইলস ( The Kashmir Files ) । আর মুক্তির পর থেকেই দর্শকমহলে শোরগোল পড়ে গেছে ছবিটিকে নিয়ে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ছবির প্রচার শুরু হয়ে গিয়েছে।মূলত বক্সঅফিসে যখনই কোনো ছবি মুক্তি পায়, তা ‘দ্য কপিল শর্মা শো’ ( The Kapil Sharma Show ) তে প্রচার করা হয়। তবে কেন দ্য কাশ্মীর ফাইলস ছবিটি প্রচার করলেন না কপিল? এই নিয়েই নেটিজেনদের বিতর্কের মুখে পড়লেন কপিল ( The Kashmir Files Controversy ) । অবশেষে কপিলকে সাহায্য করতে বিতর্কের নেপথ্যে মুখ খুললেন অনুপম খের ( Anupam Kher ) ।

কাশ্মীর ফাইলস্ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী যখন দাবি করেন যে কপিল শর্মা শো দ্য কাশ্মীর ফাইল প্রচার করতে অস্বীকার করেছেন, তখন থেকেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কাছে খুবই বাজে ভাবে সমালোচিত হচ্ছেন ( The Kashmir Files Controversy ) কৌতুক অভিনেতা কপিল শর্মা। কাশ্মীর ফাইলস এর মত একটি ছবি ‘দ্য কপিল শর্মা শো’ তে প্রচার হবে না এই খবরটি আসা মাত্রই নেটিজেনরা টুইটারে দ্য কপিল শর্মা শো বয়কট করার প্রবণতা দেখাতে শুরু করে। এবং কপিল নিজের শত চেষ্টা সত্ত্বেও এই বিতর্কের ঝড় থামাতে সফল হননি ( The Kashmir Files Controversy )। অবশেষে এই বিষয়ে মুখ খুলে অনুপম খের কপিলের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন।

সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে কথা বলার সময় অনুপম খের স্পষ্টভাবে জানান যে ছবিটির প্রচারের দরুণ তাকে দুই মাস আগে থেকেই দ্য কপিল শর্মা শোতে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে এই আমন্ত্রণ অনুপম খের নিজেই প্রত্যাখ্যান করেছিলেন কারণ ছবিটির প্রকৃতি এবং বিষয়বস্তু বেশ গুরুতর।আর ঠিক এই কারণেই কোনো প্রকার কমেডি শোতে অংশ নিতে চাননি তিনি।কিন্তু তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে তাদের প্রতি বা তাদের এই ছবির প্রতি কপিলের কোনপ্রকার বিদ্বেষ নেই।

আরও পড়ুন: ছাত্রীদের থেকে মুখ ফেরালো উচ্চ আদালত, হিজাব বিতর্কের আরও খুঁটিনাটি জেনে নিন বিস্তরে

এর আগে একটি টুইটে বিবেক অগ্নিহোত্রী কপিল শর্মা কে নিয়ে তাদের নতুন ছবি প্রচারের বিষয়ে অভিযোগ জানলে নেটিজেনরা টুইটার জুড়ে ‘বয়কট কপিল শর্মা শো’ হ্যাশট্যাগের ঝড় তুলেছিল। তবে পরে অনুপম খের যখন স্পষ্ট ভাবে কপিল শর্মার বিরুদ্ধে সমস্ত মিথ্যা অভিযোগ অস্বীকার করেন, তখন অনুপম খেরকে ধন্যবাদ জানাতে ভোলেননি কপিল। একটি টুইটের মাধ্যমে কপিল তার বিরুদ্ধে সমস্ত মিথ্যা অভিযোগ পরিষ্কার করার জন্য ( The Kashmir Files Controversy ) অনুপম খের কে ধন্যবাদ জানান এবং বলেন সে সব বন্ধুদের অনেক ধন্যবাদ যারা আসল সত্যিটা না জেনেই তাকে এত ভালোবাসা দিয়েছেন। তারা যেন সবসময় খুশি থাকে এবং হাসতে থাকে।

আরও পড়ুন:ওটিটি দুনিয়ায় বাদশার পদার্পণ,নতুন বছরে ফ্যানেদের দিলেন নয়া চমক




Leave a Reply

Back to top button