ভালো গল্পের অভাব! দক্ষিণী ছবি থেকে ধার নিয়েই আসছে বলিউডের একঝাঁক সিনেমা

বলিউড বলতেই মাথায় চলে আসে সুপার হিট সমস্ত সিনেমাগুলো। অ্যাকশন থেকে রোম্যান্স, কমেডি সমস্ত কিছুই থাকে বলিউডের ছবিতে। কিন্তু জানেন কি একাধিক সুপারহিট ছবির গল্প আসলে অন্য ভাষার ছবি থেকে নেওয়া। বেশিরভাগ ক্ষেত্রেই দক্ষিণী ছবির গল্পের অনুকরণেই তৈরী হয় বলিউডের সিনেমা গুলি। বলিউডে সেভাবে নতুন গল্পের ছবি দিন দিন কমেই চলেছে। আগামী দিনেও বেশ কিছু ছবি রিলিজ হওয়ার কথা রয়েছে যেগুলি আসলে সাউথের সিনেমার রিমেক।

এই রিমেক ছবির তালিকায় রয়েছে একাধিক ছবি। হৃত্বিক রোশন, বরুন ধাওয়ান থেকে শুরু করে অক্ষয় কুমারের মত অভিনেতাদের দেখতে পাওয়া যাবে এই সাউথের ছবির রিমেক ছবিগুলিতে। আজ আপনাদের সাউথের রিমেক এই ছবিগুলির সম্পর্কে জানাবো।

১. ধুরুভাঙ্গাল পথিনারু

these upcoming bollywood movies are south indian movie remake,Raj Kumar Rao,Ajay Devgan,Akshay Kumar,Varun Dhawan,Hrithik Roshan,Saif Ali Khan,Bollywood,Bollywood Movies,South Indian Movie Remake,Bollywood Gossip,বলিউড,বলিউড গসিপ,অক্ষয় কুমার,অজয় দেবগান,ভারুন ধাওয়ান,হৃত্বিক রোশন,সাইফ আলী খান

‘ধুরুভাঙ্গাল পথিনারু’ ছবিটিকে বলিউডে রিমেক করে রিলিজ করা হবে। হিন্দিতে ছবিটির নাম দেওয়া হয়েছে ‘সনকি’। ছবিতে বরুন ধাওয়ানকে দেখা যাবে মূল চরিত্রে। আর  বিপরীতে থাকবে অভিনেত্রী পরিণীতি চোপড়া।

২. বিক্রম ভেদ

these upcoming bollywood movies are south indian movie remake,Raj Kumar Rao,Ajay Devgan,Akshay Kumar,Varun Dhawan,Hrithik Roshan,Saif Ali Khan,Bollywood,Bollywood Movies,South Indian Movie Remake,Bollywood Gossip,বলিউড,বলিউড গসিপ,অক্ষয় কুমার,অজয় দেবগান,ভারুন ধাওয়ান,হৃত্বিক রোশন,সাইফ আলী খান

সৎ ও অসৎ পালিশ অফিসারের গল্প নিয়ে তৈরী দক্ষিণী ছবি ‘বিক্রম ভেদ’ রিমেক করা হবে বলিউডে। এই নামেই রিলিজ হবে সিনেমাটি। তবে সিনেমার দুই মুখ্য চরিত্রে থাকছে হৃত্বিক রোশন ও সাইফ আলী খান।

৩. রাতসাসন

these upcoming bollywood movies are south indian movie remake,Raj Kumar Rao,Ajay Devgan,Akshay Kumar,Varun Dhawan,Hrithik Roshan,Saif Ali Khan,Bollywood,Bollywood Movies,South Indian Movie Remake,Bollywood Gossip,বলিউড,বলিউড গসিপ,অক্ষয় কুমার,অজয় দেবগান,ভারুন ধাওয়ান,হৃত্বিক রোশন,সাইফ আলী খান

সাইকোপ্যাথ কিলিং নিয়ে তৈরী ছবি ‘রাতসাসন’। ছবিটিকে বলিউডের রিমেক করা হবে। ছবিতে অক্ষয় কুমার ও রাকুলপ্রীতের জুটিকে দেখতে পাওয়া যাবে। তবে ছবিটির বললিউড ভার্শনের নাম এখনো পর্যন্ত ঠিক হয়নি।

৪. কৈথি

these upcoming bollywood movies are south indian movie remake,Raj Kumar Rao,Ajay Devgan,Akshay Kumar,Varun Dhawan,Hrithik Roshan,Saif Ali Khan,Bollywood,Bollywood Movies,South Indian Movie Remake,Bollywood Gossip,বলিউড,বলিউড গসিপ,অক্ষয় কুমার,অজয় দেবগান,ভারুন ধাওয়ান,হৃত্বিক রোশন,সাইফ আলী খান

বলিউডের সিংহম অজয় দেবগণ। দক্ষিণী ছবি কৈথির রিমেক ছবিতে দেখা মিলবে সিংহম অভিনেতার। ছবিতে একজন পুলিশ অফিসারের ভূমিকাতেই দেখা যাবে অজয় দেবগণকে।

৫. হিট

these upcoming bollywood movies are south indian movie remake,Raj Kumar Rao,Ajay Devgan,Akshay Kumar,Varun Dhawan,Hrithik Roshan,Saif Ali Khan,Bollywood,Bollywood Movies,South Indian Movie Remake,Bollywood Gossip,বলিউড,বলিউড গসিপ,অক্ষয় কুমার,অজয় দেবগান,ভারুন ধাওয়ান,হৃত্বিক রোশন,সাইফ আলী খান

বলিউডের নতুন সুপারস্টার রাজকুমার রায়। বিগত কয়েক বছরে বেশ কয়েকটি ছবি বেশ প্রসংশিত হয়েছে। জানা যাচ্ছে দক্ষিণী ছবি ‘হিট’ রিমেক করা হবে। আর সেই ছবিতে হিরোর ভূমিকায় থাকবেন রাজকুমার রায়।




Back to top button