Gangubai Kathiawadi: লাল শাড়িতে বাংলার গাঙ্গুবাঈ, বিড়ির বদলে দাঁতের ফাঁকে টুথপিক গুঁজেছেন Trina Saha

প্রত্যুষা সরকার, কলকাতা: ট্রেলার লঞ্চ হওয়ার পর থেকেই বহুল চর্চায় আলিয়া ভাটের নতুন ছবি ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি’ (Gangubai Kathiawadi)। ছবিটি মুক্তির দিন যত এগিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে সিনেমা প্রেমিদের মনে। কামাথিপুরার বারবণিতা গাঙ্গুবাইয়ের ভূমিকায় আলিয়ার লুক, সংলাপ, স্টাইল সবই এখন ট্রেন্ডিং নেতদুনিয়ায়। আলিয়ার অনুকরণে রিল ভিডিও বানাচ্ছেন তাঁর অনুরাগীরা। ট্রেন্ডে গা ভাসিয়েছেন অভিনেত্রী তৃণা সাহাও (Trina Saha)।

Gangubai Kathiawadi

Gangubai Kathiawadi: আভিনেত্রি তৃণা সাহার পোস্ট

বাংলার একজন টেলিভিশন অভিনেত্রি তৃণা সাহা। ইনস্টাগ্রামে বেশ অ্যাক্টিভ থাকতে দেখা যায় তাকে। সিরিয়াল এর পাশাপাশি ইনস্টাগ্রাম রিলস এ তার অভিনয় মন কারে তার ভক্তদের। সম্প্রতি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন তৃণা। ভিডিওতে দেখা যাচ্ছে, পোষ‍্য বিড়ালকে সঙ্গে নিয়ে সোফায় বসে রয়েছেন তৃণা। তাঁর পরনে লাল নীল স্ট্রাইপের শাড়ি ও সাদা স্লিভলেস ব্লাউজ। ব‍্যাকগ্রাউন্ডে বাজছে গাঙ্গুবাঈয়ের ( Gangubai Kathiawadi) জনপ্রিয় সংলাপ। ভিডিওটিতে তৃণা আলিয়াকে অনুকরণ করেছেন ঠিকই, কিন্তু বিড়ির বদলে দাঁতের ফাঁকে গুঁজেছেন একটি টুথপিক। ভিডিওর ক‍্যাপশনে তৃণা লিখেছেন, এই ভাবেই ছবিটি দেখার জন‍্য অপেক্ষা করছেন তিনি।

আরও পড়ুন – West Bengal: রাজ্যপালের পদ নিয়ে মশকরা করছেন, ধনকড়কে আক্রমণ তৃণমূলের

Gangubai Kathiawadi: ছবির কিছু কথা

প্রসঙ্গত, কামাথিপুরার বারবনিতা গাঙ্গুবাঈয়ের চরিত্রে তুখোড় অভিনয় করেছেন আলিয়া। সাদা চুড়িদার, বড় লাল টিপ ও চমকে দেওয়ার মতো ব‍্যক্তিত্ব, এমন অবতারেই দেখা মিলেছে আলিয়ার। ছবিতে আলিয়া ছাড়াও রয়েছে বিজয় রাজ, অজয় দেবগণ, সীমা পাহওয়া, হুমা কুরেশি ও শান্তনু মাহেশ্বরী। ছবিটি যেহেতু একজন রেড লাইট এরিয়ার ‘পতিতা’ নারীর জীবনের উপরে তৈরি, তাই বেশ কিছু বোল্ড দৃশ‍্য এবং সাহসী সংলাপ রয়েছে ছবিটি জুড়ে। তবে ছবিটি থেকে দুটি দৃশ‍্য বাদ দিতে হয়েছে এবং কিছু সংলাপে শব্দের অদলবদল করতে হয়েছে। এছাড়াও প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর সঙ্গে গাঙ্গুবাঈয়ের একটি দৃশ‍্যেরও কিছু পরিবর্তন করা হয়েছে। সেন্সর বোর্ডের তরফে ইউ এ ( UA) সার্টিফিকেট পেয়ে গিয়েছে গাঙ্গুবাঈ। আগামী ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সাঞ্জায় লিলা বান্সালির ‘ গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি ‘।

আরও পড়ুন – দেওয়াল জুড়ে রঙিন ছবি, সংস্কৃতি রক্ষার্থে পুরভোটের মরসুমে দেওয়াল লিখন নিষিদ্ধ এখানে




Leave a Reply

Back to top button