টাকার অভাব নাকি! কাপড় ছেড়ে চালের বস্তাকেই পোশাক বানিয়ে পরে ফেললেন এই বলি-অভিনেত্রী

সর্বত্র নিজেকে আলোচনার মধ্যে রাখতে পছন্দ করেন তিনি। নিজে কোনও নামি অভিনেত্রী নন, এমনকী কোনও বড় তারকাও নন। তারপরও তার মনের ইচ্ছা পূরণ করে তাঁকে সর্বদা সেলিব্রিটিদের মতো ঘিরে থাকে মিডিয়া ক্যামেরা। নাম তাঁর উর্ফিজাভেদ। পেশায় তিনি অভিনেত্রী হলেও, তাঁর কাজের চেয়ে পোশাকের জন্য বেশি জনপ্রিয় ও চর্চিত তিনি। অদ্ভুত সমস্ত খোলামেলা পোশাকের কারণে বছরের প্রায় প্রতিটা দিনই চর্চায় থাকেন তিনি।
হামেশাই লোকমহলে তাঁর খোলামেলা পোশাক নিয়ে চর্চা চলেই থাকে। কলাকুশলীমহলে অনেকাংশের মতে, খোলা পোশাক পরে চর্চায় থাকতে চান উর্ফি। তাঁর ইনস্টা আইডি জুড়ে হাজারও এই প্রকার পোস্ট সবসময়ই দেখা যায়। সম্প্রতি, আবার নিজের ছেঁড়া পোশাকের নতুন চমক নিয়ে হাজির উর্ফি। আর আবারও নেটিজেনদের তীব্র ট্রোলের শিকার হলেন উর্ফি। তবে এবারে আর পোশাকের ধরন নয়, ট্রোলড পোশাক যেটা দিয়ে তৈরি সেটার জন্য। সাধারণ মানুষ স্বাভাবিক বিভিন্ন কাপড়ের তৈরি পোশাক পরে থাকেন। কিন্তু, সেই সব কিছুর উর্ধ্বে গিয়ে বস্তা দিয়ে নিজের পোশাক তৈরি করে পরলেন উর্ফি।
শুনে হতবাক হলেন নিশ্চয়ই। কিন্তু, এটাই সত্যি। হাজারও কাপড়-জামা থাকতে শেষমেশ বস্তা দিয়ে পোশাক তৈরি করলেন অভিনেত্রী। যা দেখে হাসির জোয়ারের পাশাপাশি তীব্র কটাক্ষে বেসুরো কন্ঠ ওঠে সোশ্যাল মিডিয়া জুড়ে। তাঁর এই কার্যকলাপে রীতিমতো নেটিজেনদের ট্রোলের শিকার হন তিনি। এদিন এই বস্তা পোশাক নিয়ে ভিডিও বানিয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি। আর তারপর থেকেই কটাক্ষের ঝড় বইছে নেটপাড়ায়।
View this post on Instagram
ভিডিওতে দেখা গিয়েছে, প্রথমে পশ্চিমী পোশাক পরে থাকলেও তাঁর দিকে ছুড়ে দেওয়া হয় একটি বস্তা।আর মুহূর্তের মধ্যে সেই বস্তা পরিণত হয় একটি খোলামেলা পোশাকে। যা দেখে অভিনেত্রীকে চালের খোলামেলা বস্তা বলে খোঁচা মারতে একবারও পিছপা হন না নেটিজেনরা। ইতিমধ্যে সেই ভিডিও লাখের গন্ডি পেরিয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল সেই ভিডিও।