Urfi Javed:বি টাউন জুড়ে কেবলই যৌনতার খেল, জনসমক্ষে কাস্টিং ডাইরেক্টরের মুখোশ খুললেন উর্ফি জাভেদ

রিমা শিয়ালী, কলকাতা: উর্ফি জাভেদের নাম কম বেশী সকলের কাছেই পরিচিত। কালার্স এর অতি জনপ্রিয় একটি শো বিগ বস এর দরুনই সকলের কাছে উর্ফি জাভেদ ( Urfi Javed ) সুপরিচিত হয়ে উঠেছেন। তার খোলামেলা পোশাক পরিধানের দরুন সব সময়ই সোশ্যাল মিডিয়ায় (social media) চর্চার উর্ধ্বে থাকেন তিনি। তবে বেশ কিছুদিন ধরে তার সোশ্যাল মিডিয়া স্টোরিতে উঠেছে ঝড়, যা দেখে অবাক নেটিজেনরা। সম্প্রতি এক কাস্টিং ডাইরেক্টর (casting director)এর নামে নিজের সোশ্যাল মিডিয়া স্টোরিতে বিভিন্ন স্ক্রিনশটসহ(screenshot) অভিযোগ জানিয়েছেন উর্ফি জাভেদ। কাস্টিং ডাইরেক্টর ওবেদ আফ্রিদির(Obed Afridi) বিভিন্ন কৃতকর্মের বিষয়ে জনসমক্ষেই মুখ খুলেছেন তিনি।

Urfi Javed: কি অভিযোগ দায়ের করে উর্ফি?

সম্প্রতি একটি সাক্ষাৎকারে উর্ফি বলেন বলিউডে নিজের নাম গড়তে অনেক পরিশ্রম করেছেন তিনি। অন্যান্য অনেক প্রডিউসারের, কাস্টিং ডাইরেক্টরের সাথে কাজও করেছেন তিনি। তবে কাস্টিং ডাইরেক্টর ওবেদ আফ্রিদি লোকটা মোটেও সুবিধার নয়। উর্ফিকে দিয়ে কাজ করিয়ে তার টাকাও ঠিকমত দেইনি লোকটি। তাছাড়াও বিভিন্নভাবে তাকে বদনাম করার চেষ্টাও করেছে ওবেদ আফ্রিদি এমনটাই অভিযোগ উর্ফির।

Urfi Javed:‘কাজ পেতে কম্প্রোমাইজ করতে হবে’

উর্ফির পোস্ট করা ইনস্টাগ্রাম স্টোরি থেকে জানা যায় বহু উঠতি মডেলদের বহুবার অশ্লীল প্রস্তাব দিয়েছে এই ওবেদ আফ্রিদি। এমন কি কোন ছবিতে কাজ করতে গেলে শারীরিক কম্প্রোমাইজ করতে হবে এমনটাই উর্ফিকে বলেন ওবেদ আফ্রিদি।জানা গেছে অল্প বয়সী তরুণীদের কাছে যৌন সুবিধাও চেয়েছেন তিনি।এবিষয়ে বেশকিছু মডেল উর্ফির সাথে সহমত জানিয়ে ওবেদের সাথে হওয়া কথার স্ক্রীনশট উর্ফিকে পাঠিয়েছেন।

Urfi Javed:‘যৌন হেনস্থা খুবই খারাপ’

ওবেদ আফ্রিদির বিষয়ে কথা বলতে গিয়ে উর্ফি বলেন যে ওবেদের আশেপাশে মেয়েরা নিরাপদ নয় এটাই তিনি সবাইকে জানিয়ে দিতে চান। ওবেদ তাকে দিয়ে কাজ করিয়ে টাকা দেয় নি সেটার থেকেও বড় বিষয় হল ওবেদ যৌন হেনস্থা করে যা বড় অপরাধ।আর এই কারণেই উর্ফি তার বিরুদ্ধে প্রতিবাদ করছে।

আরও পড়ুন:Bajrang Dal: ফের উত্তপ্ত কর্ণাটক, বজরং দল কর্মীর হত্যায় চড়ছে রাজনৈতিক পারদ

Urfi Javed:পাশে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্ক শর্মাও

এমন অবস্থায় উর্ফির পাশে দাঁড়িয়েছেন জনপ্রিয় মডেল এবং অভিনেতা প্রিয়াঙ্ক শর্মাও। উর্ফির কথায় সহমত জানিয়ে প্রিয়াঙ্ক তার ইনস্টাগ্রাম স্টোরিতে জানায় যে দু’বছর আগে তার এক ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকেও যৌন সুবিধা চায় ওবেদ আফ্রিদি। উর্ফির পাশে দাঁড়ানোর জন্য তিনি ধন্যবাদ জানায় প্রিয়াঙ্কাকে।

আরও পড়ুন: মৃত্যুর পরও নিজ দায়িত্ব থেকে অনড়, রোগীকে অঙ্গ দান করে গেলেন এই নার্স




Leave a Reply

Back to top button