নতুন অনুষ্ঠানের জেরে বন্ধের মুখে ‛কপিল শর্মা শো’! দুঃখে কাঁদো কাঁদো কপিল অনুরাগীরা

  • জয়িতা চৌধুরি,  কলকাতাঃ  বলিউডে ( Bollywood ) নতুন ছবি মুক্তি পাওয়া মানেই ছবির প্রমোশনের জন্য অভিনেতা থেকে পরিচালক সবার প্রথম পছন্দ ‘ দ্য কপিল শর্মা শো’ ( The Kapil Sharma Show )। শোয়ের মুখ্য হোস্ট হাসির জাদুগর কপিল শর্মা। সূত্রের খবর সেই কপিল শর্মা নাকি তার এই শো থেকে পাততারি গুটিয়ে বিদায় নিচ্ছেন কপিল। দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে সোনি টিভিতে রমরমিয়ে চলছে এই শো।

মাঝে  কিছু দিনের জন্য শো টি বন্ধ হয়ে গেলেও আবার শুরু করা হয়েছিল। কিন্তু ফের বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় এই চ্যাট শো। শো বন্ধ হওয়ার খবর পেয়েই মুখ ভার কপিলের ভক্তদের। শনি, রবি এই দুই দিন  কপিলের কমেডির জাদুতে সারা সপ্তাহের চাপ হাল্কা করতেন অনেক দর্শকই। তাদের এই জনপ্রিয় শো বন্ধ হয়ে  যাওয়ার খবর শুনে  চিন্তয়ে পরেছেন কপিলের ভক্তরা। তবে সূত্রের খবর, সোনি টিভিতে নাকি শীঘ্রই আসছে নতুন একটি কৌতুক অনুষ্ঠান।

kapil sharma show 2

এর আগে 2015 তে পিঠে হটাত চোট পাওয়ার কারনে কপিল শর্মা শোয়ের শুটিং ও টেলিকাস্ট দুটোই বন্ধ  ছিল বেশ কিছু দিন যাবত। চিকিত্সা করাতে আমেরিকা যেতে হয়েছিল এই হাসির জাদুগরকে। সুস্থ হয়ে ফিরে এসে আবার শোয়ের সঞ্চালনা শুরু করেছিলেন তিনি। গত বছর তিনি আবারঅ পিঠে চোট পান। তাই এই বছর বিশ্ব মেরুদণ্ড দিবসে তার শোয়ে তার অভিজ্ঞতার কথা বলেন তিনি।

আরও পড়ুনঃপর্দা এবং বাস্তবে দুর্দান্ত রোমান্সের মাধ্যমে জিতেছেন দর্শকদের মন, রইল এমন ৬ ধারাবাহিক জুটির পরিচয়

শোতে কপিল দর্শকদের জানান, “আমি ২০২১-এ আবার চোট পেয়েছিলাম। আমার অনেক পরিকল্পনা ছিল। এই চোটের কারণে আমাকে অনুষ্ঠানও বন্ধ করে দিতে হয়।” তবে দর্শকদের জন্য সুখবর যে একটি কমেডি শো বন্ধ হলেও নতুন আরেক কমেডি শো সেই জায়গা নিতে চলেছে সোনি টিভিতে। তবে কপিলের ভক্তদের মধ্যে তেমন উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে না নতুন শোটিকে ঘিরে। কারণ ভক্তদের কাছে কপিল শর্মার কোনও বিকল্প হয় না, হবেও না। তার অভাবটা তাই থেকেই যাবে।

সোনি মারফত খবর দ্য কপিল শর্মা শো (The Kapil Sharma Show) এর বদলে শুরু হতে চলেছে ইন্ডিয়ান লাফটার চ্যাম্পিয়ন (Indian Laughter Champion)। দ্য কপিল শর্মা শো বিচারক  অর্চনা পূরণ সিং-কে দেখা যাবে  এই শোটির বিচারকের আসনে।কপিল শর্মা শো বন্ধ হয়ে গেলেও টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে তার সংযোগ ছিন্ন হবে না। নতুন কমেডি শোতে দেখা মিলবে কপিলের। কিন্ত এবার সঞ্চালক নয়, বিচারকের আসনে।

আরও পড়ুনঃ ১০০০ কোটি পেরোলেই সিনেমা সুপারহিট! দক্ষিণী ছবি আরআরআর, কেজিএফ ২ নিয়ে বিস্ফোরক মন্তব্য মনোজ বাজপেয়ীর




Leave a Reply

Back to top button