Vicky-katrina Weeding- থাকছে কড়া বিধিনিষেধ, হেলিকপ্টার থেকে বিয়ের আসরে নামবেন ভিকি-ক্যাট

প্রায় অনেকদিন ধরেই চলছে বিয়ের খবর। কেউ বলছেন খবরটি সত্যি, কেউ বলছেন ভুয়ো। এরই মধ্যে ভাইরাল হলো একটি খবর যা শুনে সবাই বেশ বিস্মিত হয়েছে বলা চলে। হ্যাঁ ভিকি কৌশল(Vicky kaushal) ও ক্যাটরিনা কাইফের(Katrina kaif) কথাই বলা হচ্ছে এখানে। এই দুই বলিউড তারকা নিজের পার্সোনাল জীবনকে সবার সামনে তুলে ধরতে বরাবরই নারাজ। তবু দুজনকে নিয়ে চর্চা সবসময় তুঙ্গে থাকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সংবাদমাধ্যমে।

এরই মধ্যে ভিকির সাথে ক্যাটের আসন্ন বিয়ে নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছিলো। এবার নতুন করে আরেকটি খবর এলো যা শুনে ভক্তকুল অতি উৎসাহিত। বিয়ে কি হচ্ছে তাহলে ক্যাট ও ভিকির!নতুন খবর হিসাবে সামনে আসছে মিডিয়ার হাত থেকে বাঁচতে এবার নাকি ভিকি-ক্যাট হেলিকপ্টারেই বিয়ে করতে যাচ্ছেন রাজস্থান। ইতিমধ্যেই ভাইরাল সে খবর। এও শোনা যাচ্ছে ভিকি-ক্যাট নিজেদের আগত বিয়ের অনুষ্ঠানকে কড়া নিয়মে বেঁধে ফেলেছেন ইতিমধ্যেই।

আরও পড়ুনঃKatrina Kaif-Vicky Kaushal Wedding- স্থগিত হলো ক্যাট ও ভিকির বিয়ে, তবে সম্পর্কে ফাটল

ক্রমশই প্রকাশ্যে আসছে বিয়ের কার্ড থেকে শুরু করে শর্ত ও জুটির রাজস্থান পাড়ি সহ নানা ধরনের খবর। সব তারকাদেরই পাপরাজিৎ-দের হাত থেকে বাঁচা মুশকিল। তাই ভিকি ও ক্যাট ক্যামেরাম্যান, সোশ্যাল মিডিয়া সহ গণমাধ্যমের হাত থেকে বাঁচতে হেলিকপ্টারে চড়ে বিয়ের আসরে উপস্থিত হবেন।সপ্তাহের শেষেই ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ পাড়ি দেবেন রাজস্থানে এই খবর উঠে এসেছে সম্প্রতি। পরিবার থেকে শুরু করে নিজের বন্ধু সবাইকে নিয়ে দুই তারকা পাড়ি দেবেন রাজস্থানে।

ভিকি কৌশলের বিয়ে,ক্যাটরিনার বিয়ে,বিয়ের খবর,বলিউডের খবর,ভিকির ভক্তগণ,ক্যাটরিনার ভক্তগণ,পাপরাজিৎ-র তোলা ছবি,Vicky Kaushal's Wedding,Katrina's Wedding,Wedding News,Bollywood News,Vicky Fans,Katrina Fans,Paparajit's Photos

 

ডিসেম্বরের ২ থেকে ৩ তারিখের মধ্যেই আইনি মতে হবে বিয়ে। মিডিয়ার হাত থেকে বাঁচতে ভিকি ও ক্যাট হেলিকপ্টারে পাড়ি দেবেন বিয়ের ভেনুতে। এছাড়াও রয়েছে একাধিক বিধিনিষেধ।প্রথমত কোনও রকমের ছবি তোলা যাবে না বিয়ের মন্ডপে। লোকেশন সোশ্যাল মিডিয়ায় কেউ যেন শেয়ার না করে। বিয়েতে কারা কারা উপস্থিত থাকছেন সেই খবর যেন কোনোভাবে ফাঁস না হয়। কোথায় বিয়ে হচ্ছে তা যেন কেউ না জানে। সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখতে হবে। সোশ্যাল মিডিয়ায় কেউ যেন কোনও ছবি পোস্ট না করেন।

এসব বাধানিষেধ দেওয়ার কারণ তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আনতে নারাজ দুজনেই। এছাড়াও ভিকি ও ক্যাট জানিয়েছেন বিয়ে চলাকালীন উপস্থিত সবাইকে বাইরের জগৎ থেকে সম্পূর্ণ আলাদা থাকতে হবে। এছাড়াও যারা বিয়ের অনুষ্ঠানের দ্বায়িত্বে আছেন তাদের অনুমতি পেলে তবেই প্রকাশ্যে আসবে বিয়ের ছবি। ভিকি ও ক্যাটের বিয়ের দ্বায়িত্বে আছে বিভিন্ন ইভেন্ট সংস্থা। দীর্ঘ পাঁচদিন ধরে চলবে অনুষ্ঠান। সময় কম তাই তোড়জোড় শুরু হয়েছে ইতিমধ্যেই। যদিও বলিউড সহ ভক্তগণ মুখিয়ে রয়েছে ক্যাট-রনের বিয়ের ছবির জন্য।

 




Back to top button