শান্তি নেই জীবনে! মাদক কাণ্ডের পর ফের বিপদে শাহরুখ পুত্র, ভাইরাল আরিয়ান-নব্যা MMS

মন্টি শীল, কলকাতা : বলিউড, সাধারণত এই শদ্বটির কথা সামনে এলেই সকলের মনে ভেসে ওঠে একঝাঁক জনপ্রিয় সিনে তারকাদের নাম। উঠে আসে সিনে তারকাদের দ্বারা অভিনিত একাধিক কাল জয়ী সিনেমার নাম। তবে বর্তমানে এই ট্রেন্ডে কিছুটা হলেও পরিবর্তন এসেছে। কারণ, বর্তমানে বলিউডের (Bollywood) নাম সামনে এলেই প্রথমে উঠে আসে সিনে তারকাদের একাধিক কেচ্ছার কাহিনী। বিশেষত, বলিউডের স্টার কিডদের (Star Kid) নিত্যনতুন কেচ্ছার কাহিনী। আর ইদানিং কিছু সময় ধরে এই ধারাকে অব্যাহত রেখেছে বলিউড অভিনেতা শাহরুখ খান (Shahrukh Khan) এর পুত্র আরিয়ান খান (Aryan Khan)।

ঘটনার সূত্রপাত হয়েছিল বলিউডের তরুণ অভিনেতা ‘সুশান্ত সিং রাজপুত’ এর আকস্মিক মৃত্যুর পর থেকে। মাদক কান্ডে উঠে আসতে থাকে একের পর এক বলি তারকাদের নাম। এমনকি বাদ যাননি খোদ বলিউডের স্টার কিডরাও (Star Kid)। যাদের মধ্যে এক অন্যতম নাম হল শাহরুখ পুত্র আরিয়ান খান (Aryan Khan)। এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলিউডের এই তারকা সন্তানকে এক নাইট পার্টি থেকে মাদক কান্ডে নিজেদের হেফাজতে নেন। এমনকি দীর্ঘ বাইশ দিনের হাজত বাস করতে হয় শাহরুখ পুত্রকে।

13c51

যদিও হাজত বাস থেকে মুক্তি পেলেও, এখনও পর্যন্ত মুক্তি পাননি মাদক কান্ডে অভিযুক্তদের তালিকা থেকে। যার জেরে প্রায় সই খবরের শিরোনামে থাকেন আরিয়ান। কিন্তু সম্প্রতি বলিউডের এই জনপ্রিয় স্টার কিডের সম্পর্কে এক বিষ্ফোরক তথ্য সামনে এল। জানা গিয়েছে, সম্প্রতি নেট দুনিয়াতে একটি এমএমএস ভাইরাল হয়েছে, যেখানে রীতিমতো ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে আরিয়ান খান (Aryan Khan) এবং নব্যা নভেলি নন্দ্যা (Navya Naveli Nanda)-কে। যার জেরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়াতে। কিন্তু কে এই নব্যা নভেলি নন্দা?

13c53

তথ্য অনুযায়ী, নব্যা হল বিখ্যাত ব্যবসায়ী নিখিল নন্দা এবং বলিউডের বিগ-বি অমিতাভ বচ্চন এর কন্যা শ্বেতা বচ্চনের কন্যা। যদিও তার আরও একটি পরিচিতি রয়েছে, আর সেটা হল নব্যা রাজ কাপুরের বড় মেয়ে ঋতু-র নাতনি। আর এত বৃহৎ পরিচিতি থাকা সত্তেও এই তারকা সন্তানদের নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। নেট দুনিয়াতে এক ফ্রেম-এ এই দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখা মাত্রই অনেকে দাবি করেছেন। এই ভাইরাল ক্লিপ টি এমএমএস ছাড়া অন্য কিছু নয়। যদিও এই ভাইরাল ক্লিপ নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাননি কেউই। কিন্তু এর জেরে বলিউডের এই দুই তারকা পরিবারে ফের একবার অস্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে তা কার্যত পরিষ্কার।




Leave a Reply

Back to top button