Yami Gautam: জন্মদিনে ইয়ামি গৌতম, অভিনেত্রীর এই ৫ ছবি মুগ্ধ করবেই আপনাকে

অভিনেত্রী ইয়ামি গৌতম (Yami Gautam) আজ অর্থাৎ ২৮ শে নভেম্বর পা দিলেন তেত্রিশ বছরে। বলিউডের পরিচালক আদিত্য ধরের (Aditya Dhar) সঙ্গে সম্প্রতি বিয়ে (Weddiing) সেরেছেন বলিউডের এই সুন্দরী অভিনেত্রী। আয়ুষ্মান খুরানার (Ayushman Khurana) সঙ্গে ভিকি ডোনার দিয়ে বলিউডে (bollywood) কেরিয়ার (career) শুরু করেছিলেন এই অভিনেত্রী। এরপর একাধিক ছবিতে (movies) যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইয়ামি। আজ তার জন্মদিনে (birthday) জেনে নেওয়া যাক বলিউডে তার আরো কিছু উল্লেখযোগ্য কাজের বিষয়ে।
বদলাপুর
অভিনেতা বরুণ ধাওয়ানের কেরিয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি বদলাপুর এ ইয়ামি একটি খুব কম সময়ের চরিত্রে অভিনয় করেছিলেন। তবে পর্দায় উপস্থিতি বেশিক্ষনের না হলেও ইয়ামি অভিনীত বরুণের স্ত্রী এর চরিত্রটি গল্পের খাতিরে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। সমালোচকদের থেকেও তিনি প্রশংসা কুড়িয়েছিলেন এই ছোট চরিত্রের সুবাদেই।
কাবিল
সঞ্জয় গুপ্তা পরিচালিত কাবিল ছবিটি ইয়ামি গৌতমের কেরিয়ারের অন্যতম আলোচিত ছবি কারণ এই ছবিতে হৃত্বিক রোশনের সঙ্গে জুটি বেঁধেছিলেন ইয়ামি। এই ছবিতে হৃত্বিক ইয়ামি দুজনেই অন্ধ দম্পতির ভুমিকায় অভিনয় করেছিলেন। পাশাপাশি রোহিত রায় এবং রনিত রায় ছিলেন এই ছবির প্রধান খলনায়ক। ছবিতে ইয়ামি গৌতম অর্থাৎ হৃত্বিকের স্ত্রীয়ের ধর্ষণ হবার পর কিভাবে দুই খলনায়কের প্রভাবে দোষী বেঁচে যায় সেই ঘটনা প্রবাহই উঠে এসেছে। ছবিটি বানিজ্যিক ভাবে সফল হয়েছিল।
উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক
উরির সার্জিক্যাল স্ট্রাইকের সত্যি ঘটনার ওপর নির্মিত এই ছবিটি প্রবল জনপ্রিয়তা লাভ করেছিল ২০১৯ সালে। ভিকি কৌশলের পাশাপাশি ইয়ামি গৌতম অভিনীত গাগা চরিত্রটিও মুগ্ধ করেছিল দর্শককে। এই ছবিতে তিনি একজন RAW এর এজেন্টের(agent) ভুমিকায় অভিনয় করেন। ইয়ামি গৌতমের ফিল্মি কেরিয়ারে এই ধরনের গবেষণামূলক এবং অন্য ধরনের চরিত্র যথেষ্ট প্রশংসিত হয়েছিল সমালোচক মহলে।
বালা
ভিকি ডোনারের পর আয়ুষ্মান খুরানার সঙ্গে আবারও জোট বেঁধেছিলেন ইয়ামি গৌতম বালা ছবিতে। এটি একটি ব্যাঙ্গাত্মক ডার্ক কমেডি গোত্রের ছবি। বালার পরিচালনা করেছিলেন অমর কৌশিক। ইয়ামি গৌতমের পাশাপাশি ভুমি পেডনেকর ও ছিলেন এই ছবির আরেক গুরুত্বপূর্ণ চরিত্রে। এই ছবিটি রোহিত সুদের জীবন অবলম্বনে একটি বাংলা ছবির আদলে নির্মিত হয়। ছবিটি দর্শক এবং সমালোচক মহলে প্রশংসা কুড়িয়েছিল
ভুত পুলিশ
ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ইয়ামি গৌতমের দ্বিতীয় ছবি ভুত পুলিশ। এই ছবিতে ইয়ামি গৌতমের পাশাপাশি রয়েছেন সইফ আলি খান, জ্যাকলিন ফার্নান্দেজ এবং অর্জুন কাপুর।