সিদ্ধার্থের মিষ্টি সানা এখন আরও বোল্ড! সলমনে ছোঁয়ায় কি এই পরিবর্তন, প্রশ্ন নেটিজেনদের

বদলেছে সময়, পরিবর্তন এসেছে চেহারায়। আর আগের মতো নেই শেহনাজ। বিগ বস-এর পর থেকেই পরিবর্তন এসেছে তাঁর জীবনে। সিদ্ধার্থের মৃত্যুর পর থেকেই  অনেকটা ভেঙে পড়েছিলেন শেহনাজ। কিন্তু নিজেকে সামলে নিতে সফল হয়েছে সে। শারীরিক ভাবে পরিবর্তন এসেছে সিদ্ধার্থের  ‘মিষ্টি সানা’র। বদলেছে সাজপোশাক। 

এদিন নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেন শেহনাজ গিল। নিজের একটি ছবি তুলে ধরে সে। তাঁর সেই ছবি দেখার পর থেকেই যেন শোরগোল পড়ে যায় নেটমাধ্যমে। শেহনাজের এই টিউব ড্রেস লুক দেখে তাঁর প্রেমে পড়ে যায় নেটিজেনরাও। শারীরিক ও মানসিক ভাবে যেন আগের তুলনায় অনেক বদলে গেছে শেহনাজ। সময়ের নিয়মেই হয় তো কমেছে বেদনা। স্বাভাবিক জীবনে ফিরেছে শেহনাজ। পরিবর্তন এসেছে অনেকটা। সম্পূর্ণ অন্যরকম মানুষ হয়েছে সে। মিষ্টি সানা আগের তুলনায় এখন অনেকটাই বোল্ড। নিজের শরীর ও মনকে যেন সম্পূর্ণ উপভোগ করতে শিখে গেছে সে। তাঁকে দেখে মনে হয় যেন পুনর্জন্ম হয়েছে তাঁর। আর সেই দেখে নেটিজেনদের ধারণা, তাঁর এই নবজন্মে অনেকটাই হাত রয়েছে সলমন খানের। 

shehnaaz

উল্লেখ্য, সিদ্ধার্থের মৃত্যুর পর থেকেই সলমনের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে শেহনাজের। মাঝে মধ্যেই সলমনের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় তাঁকে। খুব শীঘ্রই হিন্দি ছবিতে পা রাখতে চলেছেন শেহনাজ। সলমন খানের ছবি ‘কভি ঈদ, কভি দিওয়ালী’তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। ভাইজানের ঈদ পা্র্টিতে বিশিষ্ট অতিথি হিসাবেও এসেছিলেন তিনি। ভাইরাল সেই সকল ছবি, ভিডিও।  

shehnaaz1 

সলমনের সঙ্গে রঙ মিলিয়ে কালো সালোয়ার কামিজ পড়েছিলেন শেহনাজ। পার্টিতে বেশিরভাগ সময়ই ভাইজানের আশেপাশে দেখা যায় তাঁকে। শুধু তাই নয়, সলমনের সঙ্গে গলা জড়িয়ে ক্যামেরার সামনে পোজ দেন তিনি। তারপর তার গালে চুমু খেয়ে বসেন অভিনেত্রী। যা নিয়ে বেশ কয়েকদিন ধরে হুল্লোড় চলে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের মতে, সিদ্ধার্থের মৃত্যুর পর সলমন ঘনিষ্ঠ হন শেহনাজ। যা নিয়ে বেশ জল্পনা-কল্পনা রটে যায় নেটমাধ্যমে। কিন্তু, এই সব কিছুকে গুরুত্ব দিতে চান না অভিনেত্রী।

 




Leave a Reply

Back to top button