শেষ হতে চলেছে বাংলা সিরিয়াল ‘গুড্ডি’, তার আগেই অভিনেতা-অভিনেত্রীরা পাড়ি দিলেন স্টার প্লাসে

বাংলা টেলিভিশনে ধারাবাহিকের চিত্রনাটে হাত পাকিয়ে জনপ্রিয় লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় এবার হিন্দি বলায়ের দিকে ঝুকেছেন। ঝনক সিরিয়ালের চিত্রনাট্যকার হিসেবে রয়েছেন তিনি। সেখানে তিনি প্রাধান্য দিচ্ছেন বাংলার অভিনেতা অভিনেত্রীদের।

শুভঙ্কর, কলকাতা: বর্তমানে বাংলা ধারাবাহিক সিরিয়ালগুলো কিছুদিন যেতে না যেতেই বন্ধ হয়ে যায়। টিআরপি না দিতে পারলেই সেই জায়গায় আসে নতুন সিরিয়াল। তবে এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রমী ‘গুড্ডি(Guddi)’। প্রায় এক বছর সাত মাস ধরে চলেছে এই সিরিয়াল। টিআরপি যে বিশেষ কিছু তেমনও নয়। তবে এইবার শেষ হতে চলেছে গুড্ডি। ‌ আর এই সিরিয়াল শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যুক্ত অনেকেই পাড়ি দিচ্ছেন হিন্দি সিরিয়ালে। রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu) ও শ্যামৌপ্তি মুদলিকে(Shyamoupti Mudly) শুরু হতে চলার নতুন হিন্দি সিরিয়াল ‘ঝনকে’ গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা যাবে।

বাংলা টেলিভিশনে ধারাবাহিকের চিত্রনাটে হাত পাকিয়ে জনপ্রিয় লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় এবার হিন্দি বলয়ের দিকে ঝুকেছেন। ঝনক(jhanak)সিরিয়ালের চিত্রনাট্যকার হিসেবে রয়েছেন তিনি। সেখানে তিনি প্রাধান্য দিচ্ছেন বাংলার অভিনেতা অভিনেত্রীদের। গুড্ডি শেষ হওয়ার খবর থাকলেও লাস্ট এপিসোড এখনো সম্প্রচারিত হয়নি। সে ক্ষেত্রে এই সিরিয়াল শেষ হতে না হতে বাংলার কলাকুশলীরা নতুন হিন্দি সিরিয়ালের তিন দিন শুটিং করে ফেলেছেন। কলকাতাতে এই শুটিং হওয়ার পর ঝনক টিম পাড়ি দিয়েছে কাশ্মীরে। সেখানে গল্পের চরিত্র অনিরুদ্ধর সঙ্গে পরিচয় হয় ঝনকের। ঘটনাচক্রে এই দুজনের বিবাহও হয়। তবে নিজের বাড়িতে আরশি নামের চরিত্র সঙ্গে বাগদান হয় অনিরুদ্ধরের। এইবার সৃষ্টি হওয়া কঠিন পরিস্থিতি দুই পরিবারের পক্ষ থেকে কিভাবে সামাল দেওয়া হবে তাই নিয়ে এগিয়ে যাবে সিরিয়াল।

Hindi serial,Leena Gangopadhyay,Saibal Bandyopadhyay,jhanak,Star Plus,Guddi,Ranojoy Bishnu,Shyamoupti Mudly

এই নতুন সিরিয়ালের প্রধান চরিত্রে অভিনয় করবেন ক্রুশল আহুজা। নায়িকার ভূমিকায় থাকছেন হিবা নবাব। অনিরুদ্ধর সঙ্গে প্রথমে বাগদত্তা হওয়া চরিত্রের অভিনয়ে চাঁদনি শর্মা। খলনায়ক হচ্ছেন ঋষি কৌশিক গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন শ্যামৌপ্তি মুদলি ও রণজয় বিষ্ণু।সূত্র মারফত জানা যাচ্ছে রণঞ্জয়ের চরিত্র দিয়েই এই সিরিয়াল শুরু করা হবে। বাংলার এই দুই অভিনেতা-অভিনেত্রী ছাড়াও, ভরত কল, পত্রালি চট্টোপাধ্যায়, সুচিস্মিতা চৌধুরী সহ আরও অনেকে থাকছেন।




Leave a Reply

Back to top button