তৃতীয় বার বিয়ের পিঁড়িতে সত্তর ছুঁইছুঁই হরিশ সালভে, অতিথি ললিত মোদী, পাত্রী কে জানেন?

বয়স একটা সংখ্যা মাত্র। কে যেন বলেছিলেন! সে যাকগে। আসল কথা হল মনের বয়স। ভারতের প্রাক্তন সলিসিটর জেনারেল হরিশ সালভে এই আপ্তবাক্যকেই ফের সত্য প্রমাণ করলেন।

বয়স একটা সংখ্যা মাত্র। কে যেন বলেছিলেন! সে যাকগে। আসল কথা হল মনের বয়স। ভারতের প্রাক্তন সলিসিটর জেনারেল হরিশ সালভে এই আপ্তবাক্যকেই ফের সত্য প্রমাণ করলেন।

খ্যাতনামা আইনজীবী হরিশ সালভের বয়স ৬৮। এই বয়সে নতুন করে সাত পাকে বাঁধা পড়লেন তিনি। পাত্রী তৃণা। লন্ডন নিবাসী। বিয়ের অনুষ্ঠানও হয়েছে লন্ডনেই। উপস্থিত ছিলেন একঝাঁক তারকা। এমনকী ললিত মোদীও।

৬৮ বছরের বর্ষীয়াণ আইনজীবীর তৃতীয় বিয়ে নিয়ে ভ্রু কুঁচকেছেন অনেকেই। কিন্তু প্রেম আর কবে বয়সের বাধা মেনেছে! রবিবার লন্ডনে খ্রিস্টান রীতি মেনে তৃণাকে বিয়ে করেন সালভে। হল আংটি বদলও।

Harish Salve,Married,Senior Advocate

ওয়েলস ও ইংল্যান্ডের আদালতে কাজ করতে গিয়ে তৃণার সঙ্গে আলাপ হয় হরিশ সালভের। আলাপ গড়ায় প্রেমে। সেখান থেকে পরিণয়। তৃণা লন্ডন নিবাসী। ব্রিটিশ নাগরিক। তৃণা সম্পর্কে এর বেশি কিছু জানা যায় না। যদিও তাঁকে নিয়ে কৌতূহল তুঙ্গে।

২০২০ সালে প্রথম স্ত্রী মীনাক্ষীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় সালভের। তারপর বিয়ে করেছিলেন ক্যারোলিন ব্রোসার্ডকে। কিন্তু সেই বিয়ে টেঁকেনি। এবার তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন। হরিশ সালভের পরনে ছিল সাদা কালো স্যুট, তৃণা পরেছিলেন সবুজ রঙের গাউন। বিশাল বড় কেক কাটেন দুজনে।

লন্ডনে বসেছিল বিয়ের আসর। উপস্থিত ছিলেন শিল্পপতি মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নীতা আম্বানি, শিল্পপতি লক্ষ্মী মিত্তাল, এস পি লোহিয়া, গোপী হিন্দুজা। এমনকী প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ‘ফেরার’ ললিত মোদীকেও দেখা গেছে বিয়ের আসরে। সঙ্গে ছিলেন তাঁর নতুন গার্লফ্রেন্ড উজ্জ্বলা রাউত। যুগলে ছবিও তোলেন।




Leave a Reply

Back to top button