চুটিয়ে প্রেম করছেন ‘মিঠাই’য়ের তোর্সা? এ বিষয়ে তিনি কি বললেন
প্রত্যেক বাঙালির ঘরে ঘরেই এই সিরিয়ালটি পৌঁছে গিয়েছিল। এই সিরিয়ালে অভিনয় করেন তন্বী লাহা রায়। তবে দর্শকদের কাছে সে ‘তোর্সা’ নামেই পরিচিত। মিঠাই সিরিয়ালটি শেষ হওয়ার পর তন্বীকে আর সেভাবে পর্দায় দেখা যাচ্ছে না। তবে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকেন

শুভঙ্কর, কলকাতা: বাংলা বিনোদন জগতে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। যদিও বর্তমানে মিঠাই সিরিয়াল জি বাংলায় আর সম্প্রচার হয় না, অর্থাৎ শেষ হয়েছে তার পথ চলা। প্রায় আড়াই বছর ধরে এই সিরিয়ালটি সম্প্রচারিত হয়েছিল। প্রত্যেক বাঙালির ঘরে ঘরেই এই সিরিয়ালটি পৌঁছে গিয়েছিল। এই সিরিয়ালে অভিনয় করেন তন্বী লাহা রায়। তবে দর্শকদের কাছে সে ‘তোর্সা’ নামেই পরিচিত। মিঠাই সিরিয়ালটি শেষ হওয়ার পর তন্বীকে আর সেভাবে পর্দায় দেখা যাচ্ছে না। তবে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকেন তিনি। মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট শেয়ার করেন। এখন তিনি আবারও শিরোনামে উঠেছেন। তবে এবার শিরোনামে এসেছেন নিজের ব্যক্তিগত জীবনের জন্য। তন্বী নাকি চুটিয়ে প্রেম করছেন এমনটাই কানাঘুশো শোনা যাচ্ছে।
তন্বী সম্প্রতির নিজের সোশ্যাল মিডিয়ায় একটি রিল পোস্ট করেন। সেই দিলে দেখা যায় তিনি টলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার সন্দীপ ওরফে স্যান্ডির সাথে নাচে পা মেলাচ্ছেন। এই স্যান্ডির সাথে হয়তো মিঠাইয়ের তোর্সা প্রেম করছেন। মাঝেমধ্যেই তাদের দুজনকে একসাথে স্টুডিও পাড়ায় দেখা যায়। তাহলে কি সত্যি সত্যি তাদের মধ্যে প্রেম রয়েছে? কি মনে হয় আপনাদের। তবে এই গুঞ্জনের মাঝেই এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন।
অভিনেত্রী সেই সাক্ষাৎকারে স্যারের সাথে প্রেম করা গুজব নিয়ে বলেন, “ আমি বুঝে পাই না একটা ছেলে আর মেয়ে যদি কোন ফটো বা রিল শেয়ার করে তাহলে কি তারা প্রেম করছে? মানুষের এমন ভাবনা চিন্তা সত্যি আমাকে হাসায়। আমি আর স্যান্ডি মাঝেমধ্যে সময় পেলেই ছবি তুলি। রিল বানায়, এটুকুই আর কিছু নয়। আমাদের নামে যা শোনা যাচ্ছে সবটাই গুজব রটানো।” তবে আপাতত অভিনেত্রী তন্বী কোন কাজ করছেন না। বেশকিছু প্রজেক্ট নিয়ে কথাবার্তা চলছে মনের মত প্রজেক্ট পেলে আবার তিনি ফিরে আসবেন পর্দায়।