পর্নার বিরুদ্ধে কি চক্রান্ত করছে ঈশা
আগামী পর্বে দেখা যাবে কিভাবে ঈশা চক্রান্ত করছে পর্নার বিরুদ্ধে। কি হবে আগামী পর্বে, তা জানতে চোখ রাখুন জি বাংলায়।

শুভঙ্কর, কলকাতা: পাল্টেছে সময় আর সময়ের সঙ্গে পাল্টেছে অনেক কিছু। ছোটবেলায় আমরা যেই সিরিয়ালগুলি দেখতাম, সেগুলি এখন আর নেই। এমনকি যে ধরনের সিরিয়াল ছিল, সবই এখন পাল্টে গেছে। আগে রোমান্স, কমেডি, গান, ইত্যাদি সবকিছুই পাওয়া যেত। কিন্তু এখন সেগুলি জায়গায় অধিকাংশই ফ্যামিলি ড্রামা। এখন মানুষের মনে বসে গেছে জি বাংলা, স্টার জলসা, ইত্যাদি সিরিয়ালের চ্যানেলগুলি। এখন দুদিন অন্তর অন্তর দেখা যায় নতুন সিরিয়াল। পাশাপাশি, বাংলা সিরিয়াল জগতে অভিষেক করেন নতুন মুখও। এখন দ্রুত পাল্টাচ্ছে সিরিয়ালের ক্ষেত্রে মানুষের পছন্দ। স্বাভাবিকভাবে, মানুষের চাহিদা পূরণ করতে প্রযোজক ও পরিচালকদের নিয়ে আসতে হচ্ছে নতুন সিরিয়াল। যদিও যেই সিরিয়ালের কথা আমরা বলতে চলেছি, সেটি ইতিমধ্যেই ২৯৫ এপিসোড পার করে ফেলেছে। সেটি হলো ‘নিম ফুলের মধু’।
সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয়ে রয়েছেন ভানুমতি খেল সিরিয়ালের নায়ক রুবেল দাস ও সবার প্রিয় জবা, অর্থাৎ পল্লবী শর্মা, নায়িকার ভূমিকায়। এছাড়াও এই সিরিয়ালের অন্যান্য চরিত্রগুলিতে অভিনয় করতে দেখা যাচ্ছে বিশ্বনাথ বসু, সংযুক্তা রায় চৌধুরী, লিলি চক্রবর্তী, মানসী সেনগুপ্ত, নবনীতা মালাকার, প্রসুন গুইন, প্রমুখ অভিনেতা ও অভিনেত্রীদের। সিরিয়ালের গল্পটি আর পাঁচটা বাংলা ফ্যামিলি ড্রামা সিরিয়ালের মত। দেখা যাচ্ছে, পর্ণা (পল্লবী শর্মা) একটি ছোট পরিবারে বেড়ে ওঠে মেয়ে। তাঁর বিয়ে হয় সৃজন বলে একটি যৌথ পরিবারের ছেলের সঙ্গে। কিন্তু একটি ছোট পরিবারে বেড়ে ওঠা মেয়ে হয়ে নতুন পরিবারে মানিয়ে নিতে লড়াই করছে। আর পাঁচটি সিরিয়ালের মত এখানে রয়েছে চক্রান্তের প্লট। এখানেও রয়েছে নায়ক-নায়িকার দীর্ঘ সময় পর এক অপরের প্রতি প্রেম ও দুর্বলতা। পাশাপাশি রয়েছে খলনায়ক-খলনায়িকারাও যারা তাঁদের জীবনে প্রতিদিন বাধা সৃষ্টি করছে। এবার আগামী পড়বে দেখা যাবে কিভাবে ঈশা চক্রান্ত করছে পর্নার বিরুদ্ধে। কি হবে আগামী পর্বে, তা জানতে চোখ রাখুন জি বাংলায়।