নতুন কেসের হাতছানি নিয়ে আসছে ‘জগদ্ধাত্রী’! জমজমাট পর্ব দেখতে শুরু কাউন্ট ডাউন
'জগদ্ধাত্রীর' হাতে নতুন কেস! সন্ধ্যার পর্দায় থাকছে চমক

পূর্বাশা, হুগলি: ফের নতুন চমক নিয়ে আসছে জি বাংলার (Zee Bangla) ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) ধারাবাহিক। এক কেসের7 জিজ্ঞাসাবাদের মধ্যেই লুকিয়ে নতুন কেসের সূত্র! নতুন এপিসোডে নতুন কেসের খোঁজ পাবে ‘জগদ্ধাত্রী’। সিরিয়ালের পোস্টার প্রোমোতে তেমনই ইঙ্গিত দিল চ্যানেল কর্তৃপক্ষ।
জন্মাষ্টমীর অনুষ্ঠান থেকে মহামূল্যবান মূর্তিচুরির পরিকল্পনা করে মেনন! আর সেই কেসের হদিশ মিলল ডোডোর জিজ্ঞাসাবাদ পর্বে। আর সেখান থেকেই নতুন কেসের সন্ধান পেতে চলেছেন ‘জগদ্ধাত্রী’। নতুন এপিসোডে থাকছে একঝাঁক চমক। কেস কোনদিকে গড়ায় তা দেখতে নজর রাখতে হবে জি বাংলার পর্দায়।
বাংলা ধারাবাহিকের জনপ্রিয়তার দৌড়ে কে এগিয়ে থাকবে, তা নিয়ে টক্কর নতুন নয়। জি বাংলার ‘জগদ্ধাত্রী’ এখন জনপ্রিয়তার দৌড়ে ছুটছে। নতুন ধারাবাহিক আসলেও ‘জগদ্ধাত্রীর’ ভাগ বসানোর সাধ্য নেই বললেই চলে। নিত্যনতুন কেস সলভ, আর চমক এনেই টিআরপিতে বাজিমাত করছে জি বাংলা আর সেই সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে দর্শকের রিঅ্যাকশন।