রকমারি সাজ আর কব্জি ডুবিয়ে খাওয়া! জেনে নিন কোন সিরিয়ালে কীভাবে পালন হবে জামাইষষ্ঠী

অহেলিকা দও, কলকাতা : আর মাত্র কয়েকদিন পরই বাঙালির ঘরে ঘরে পালিত হবে জামাইষষ্ঠী ( Jamaishthi )। তবে এবারের জামাইষষ্ঠীর রেশ থাকবে আরও একসপ্তাহ। আপনারা তো জানেনই, বাঙালির প্রতিটি রীতি বা ফ্যাস্টিভ্যাল সবটাই বাংলার প্রতিটি ধারাবাহিকগুলি ( Bengali Serial ) সেলিব্রেট করে। তাই জামাইষষ্ঠী বাদ যাবে কেন? জেনে নিন কোথায় হবে এই অনুষ্ঠান ( Jamaishthi )।
আগামী ৫ জুন জামাই ষষ্ঠী। বাঙালির পরম্পরার মধ্যে জামাই ষষ্ঠীর রীতি টি যুগ যুগ ধরে চলে আসছে। এদিন প্রত্যেকটি বাড়িতে মেয়ের জামাইয়ের শুভকামনায় মাতেন প্রতিটি শাশুড়িরা। আর জামাইদেরও সেদিন পেট পুজোর দিন। শাশুড়ির হাতে নানারকম স্বাদের রান্না, যেন জামাইরা এই দিনটার জন্যে গোটা বছর অপেক্ষা করে থাকেন। যদিও প্রতিটি জামাইদের কাছেই শ্বশুরবাড়ির আদর যেন আলাদাই মাত্রায় বিরাজমান। বাড়িতে জামাই আসলে মেয়েদেরও যেন আদর কমে যায়, তাই হিংসা হওয়াটাও স্বাভাবিক। আর মেয়েদের আদর টা যেন ওইদিন ভাগাভাগি হয়ে যায়।
এবারে এই অনুষ্ঠানের সৌজন্যে স্টার জলসা। আগামী ১২ জুন রবিবার বিকেল ৫টা থেকে থাকছে জামাইষষ্ঠী ( Jamaishthi ) স্পেশাল অনুষ্ঠান ‘জামাইষষ্ঠী জমজমাট’। তবে শুধুই জামাই নয়, সঙ্গে সমান আদরযত্নে সামিল হবেন বৌমারাও। বুধবার বিকেলেই স্টার জলসার ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে ‘জামাই ষষ্ঠী জমজমাট’-এর প্রোমো। প্রোমোতেই স্পষ্ট খাওয়াদাওয়া,নাচ গান, আড্ডা, খুনসুটিতে জমে উঠবে এই অনুষ্ঠান। লালন, অভ্র, ঋষির মত নতুন জামাইরা তো থাকবেনই সঙ্গে দেখা মিলবে ডিংকা, গঙ্গারাম, শঙ্খ, বিহানদেরও। তাঁদের সবাইকে নিয়েই হয়ে গেল স্টার জলসার জামাই ষষ্ঠীর বিশেষ পর্ব।
প্রোমোতে তিন রকম লুকে ধরা দিয়েছে মোহর, সঙ্গে পিহু-ঋষির মুহূর্তও ধরা পড়েছে । জলসার জুটিদের রঙিন পারফরম্যান্সে যে জামাইষষ্ঠীর অনুষ্ঠান ( Jamaishthi ) জমে যাবে ইতিমধ্যেই তা স্পষ্ট। পাশাপাশি থাকবে জামাইবরণের মত আচার অনুষ্ঠানও। জামাই ষষ্ঠী যখন তখন পেটপুজো অঙ্গাঙ্গীভাবে জড়িত। জানা যাচ্ছে মেনুতে থাকছে চিংড়ি, মাটনের বিভিন্ন পদ সঙ্গে হরেকরকম মিষ্টি।
ইতিমধ্যেই শুটিং ফ্লোর থেকে নানারকম মজার অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছেন আলতা ফড়িং-এর অভ্র ও তার শাশুড়িমা রাধারাণী। তাদের কথাতেই স্পষ্ট প্রোমোতে একঝলকে যা দেখা গেল তার থেকেও বেশি চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। আগামী ১২ জুন রবিবার ছুটির দিনে বিকেলেই হবে এই অনুষ্ঠান ( Jamaishthi )। অবশ্যই দেখতে ভুলবেন না ‘জামাইষষ্ঠী জমজমাট’।